Index

প্রবচন - Chapter 16

1 মানুষের হৃদয় বহু পরিকল্পনা সাজাতে পারে, কিন্তু কেবল প্রভুই সাড়া দেন।
2 মানুষ নিজের আচরণ শুদ্ধ মনে করে, কিন্তু প্রভুই আত্মাকে তলিয়ে দেখেন।
3 যা কিছু কর, সবই প্রভুর হাতে সঁপে দাও, তবে তোমার যত সঙ্কল্প সফল হবে।
4 প্রভু বিশেষ বিশেষ উদ্দেশ্য নিয়েই সবকিছু নির্মাণ করেছেন, দুর্জনকেও তিনি গড়েছেন দুর্দশার দিনের উদ্দেশ্যে।
5 গর্বোদ্ধত হৃদয় প্রভুর দৃষ্টিতে জঘন্য, তেমন হৃদয় নিশ্চয় অদণ্ডিত থাকবে না।
6 সহৃদয়তা ও বিশ্বস্ততায় অপরাধের প্রায়শ্চিত্ত সাধিত হয়, প্রভুভয়ের আশ্রয়ে অনিষ্ট এড়ানো হয়।
7 মানুষের পথ যখন প্রভুর দৃষ্টিতে গ্রহণীয়, তখন তিনি তার সঙ্গে শত্রুদেরও পুনর্মিলিত করেন।
8 অন্যায়ভাবে অর্জিত প্রচুর সম্পদের চেয়ে ন্যায্যতায় অর্জিত সামান্য সম্পদই শ্রেয়।
9 মানুষ নিজের আচরণে অনেক চিন্তা দেয়, কিন্তু প্রভুই তার পদক্ষেপ সুস্থির করেন।
10 রাজার ওঠে দৈববাণী উপস্থিত, বিচারে তাঁর মুখ সত্যলঙ্ঘন করবে না।
11 খাঁটি তুলাদণ্ড ও নিক্তি প্রভুরই ; থলির বাটখারাগুলো তাঁরই তৈরী বস্তু।
12 দুরাচার রাজাদের চোখে জঘন্য ; যেহেতু সিংহাসন ধর্মময়তায়ই স্থির থাকে।
13 ধর্মশীল ওঠে রাজা প্রীত : তিনি ন্যায়বাদীর প্রতি প্রসন্ন।
14 রাজার ক্রোধ মৃত্যুর দূতের মত ; কিন্তু প্রজ্ঞাবান তা প্রশমিত করবে।
15 রাজার মুখের আলোয় রয়েছে জীবন ; তাঁর প্রসন্নতা শেষ বর্ষার মেঘের মত।
16 সোনার চেয়ে প্রজ্ঞালাভ কেমন উত্তম ! রুপোর চেয়ে সম্বিবেচনা বেছে নাও!
17 অন্যায় থেকে সরে যাওয়াই ন্যায়বানদের মার্গ ; যে নিজের পথ রক্ষা করে, সে নিজের প্রাণ বাঁচায়।
18 বিনাশের আগে আসে অহঙ্কার ; পতনের আগে মনে আসে গর্ব।
19 অহঙ্কারীদের সঙ্গে লুটের মাল ভাগ ভাগ করার চেয়ে দরিদ্রদের সঙ্গে নম্রচিত্ত হওয়াই শ্রেয়।
20 কখনে যে চিন্তাশীল, সে মঙ্গল পাবে প্রভূতে যে ভরসা রাখে, সে সুখে থাকে।
21 যার মন প্রজ্ঞাপূর্ণ, সে সদ্বিবেচক বলে অভিহিত হবে : মধুর কথন আরও সহজে পরের মন জয় করে।
22 বুদ্ধি বুদ্ধিমানের পক্ষে জীবনের উৎস ; মূর্খতা মূর্খদের শাস্তি।
23 প্রজ্ঞাবানের হৃদয় মুখ সদ্বিবেচক করে; তার ওষ্ঠ আরও সহজে পরের মন জয় করে।
24 মনোহর বাণী মৌচাকের মত : তা জিহ্বার পক্ষে মাধুর্য, স্বাস্থ্যের পক্ষে নিরাময়।
25 একটা পথ আছে, যা মানুষের চোখে সোজা-সরল, কিন্তু তার পরিণাম মৃত্যু-পথ।
26 শ্রমিকের ক্ষুধাই তাকে পরিশ্রম করায়; বস্তুত তার মুখ তাকে প্রেরণা দেয়।
27 পাষণ্ড অনিষ্ট আঁটে, তার ওঠে যেন জ্বলন্ত কয়লা উপস্থিত।
28 কুটিল মানুষ ঝগড়া-বিবাদ বাধায়, পরনিন্দুক বন্ধুদের মধ্যে বিচ্ছেদ ঘটায়।
29 অত্যাচারী প্রতিবেশীকে লোভ দেখায়, এবং তাকে অন্যায়-পথের দিকে চালিত করে।
30 যে চোখ টেপে, সে ফন্দি খাটায় ; যে ঠোঁট বাঁকায়, সে দুষ্কর্ম করেই ফেলেছে।
31 পাকা চুল শোভার মুকুট “তা ধর্মময়তা-পথে পাওয়া যায়।
32 ক্রোধে যে ধীর, সে বীরের চেয়েও উত্তম; নিজের আত্মাকে যে বশীভূত রাখে, সে তার চেয়েও শ্রেষ্ঠ, শহর যে জয় করে।
33 গুলিবাঁটের গুলি কোলে ফেলা হয়, কিন্তু নিষ্পত্তি কেবল প্রভুর উপরেই নির্ভর করে।