1 দাউদের সন্তান ইস্রায়েল-রাজ সলোমনের প্রবচনমালা,
2 প্রজ্ঞা ও শাসন বিষয়ে উদ্বুদ্ধ হবার জন্য,
সুগভীর বচনের অর্থ বুঝবার জন্য,
3 প্রবুদ্ধ শাসন-বোধ,
ধর্মময়তা, ন্যায় ও সততা অর্জন করার জন্য,
4 অনভিজ্ঞ মানুষকে চেতনা,
ও যুবককে সজ্ঞান ও চিন্তাশীল মন দেবার জন্য।
5 প্রজ্ঞাবান শুনুক, তার জ্ঞানভাণ্ডার বৃদ্ধি পাবে,
সদ্বিবেচক মানুষ সুমন্ত্রণা লাভ করবে,
6 ফলে প্রবচন ও রূপকের মর্মার্থ বুঝতে পারবে,
প্রজ্ঞাবানদের উক্তি ও তাদের প্রহেলিকার মর্ম ধারণ করতে পারবে।
7 প্রভূভয়ই সজ্ঞানের সূত্রপাত :
মূর্খ মানুষ প্রজ্ঞা ও শাসন অবজ্ঞার চোখে দেখে।
দুর্জনদের সঙ্গ পরিহার
8 সন্তান আমার, তোমার পিতার শিক্ষাবাণী শোন,
তোমার মাতার নির্দেশবাণী ত্যাগ করো না।
9 কারণ তা উভয়ই হবে তোমার মাথার শোভাকর ভূষণ,
তোমার গলার হার।
10 সন্তান আমার, পথভ্রান্ত ছেলেরা যদি তোমাকে ভোলাতে চেষ্টা করে,
তুমি সেই পথে চলো না।
11 তারা যদি বলে : 'আমাদের সঙ্গে চল,
এসো, রক্তপাত করার জন্য ষড়যন্ত্র করি,
একটু ফুর্তি করার জন্য নির্দোষীর জন্য ওত পেতে থাকি,
12 পাতালের মত ওদের জিয়ন্তই গ্রাস করি,
যারা গহ্বরে নেমে যায় তাদেরই মত ওদের সর্বাঙ্গই গ্রাস করি ;
13 আমরা সবরকম বহুমূল্য ধন পাব,
নিজ নিজ ঘর লুটের বস্তুতে ভরিয়ে তুলব :
14 আমাদের ভাগ্যের অংশী হও,
আমাদের সকলেরই এক ঘলি থাকবে'—
15 সন্তান আমার, তাদের সঙ্গে সেই পথে চলো না,
তাদের মার্গ থেকে দূরেই রাখ তোমার পা ;
16 কারণ তাদের পা অপকর্মের দিকে দৌড়ে,
রক্তপাত করতে তারা দ্রুতই ছোটে।
17 বৃথাই জাল পাতা হয়
পাখিদের চোখের সামনে !
18 ওরা নিজেদের রক্তের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে,
নিজেদেরই প্রাণের বিরুদ্ধে ওত পেতে থাকে।
19 যারা অন্যায়-লাভের পিছনে যায়, এ তাদের পরিণাম,
স্বয়ং অর্থলালসাই ছিনিয়ে নেয় অর্থললুপদের প্রাণ।
স্বয়ং প্রজ্ঞার আহ্বান বাণী
20 প্রজ্ঞা পথে পথে চিৎকার করে ডাকে,
রাস্তা-ঘাটে নিজ কণ্ঠস্বর শোনায় ;
21 সে নগরপ্রাচীরের উপর থেকে ডাকে,
নগরদ্বারের প্রবেশপথে নিজের বাণী ঘোষণা করে :
22 অনভিজ্ঞ সকল, তোমরা আর কতকাল অনভিজ্ঞতা ভালবাসবে?
বিদ্রূপকারীরা আর কতকাল নিজেদের ঠাট্টা-তামাশায় রত থাকবে ?
নির্বোধেরা আর কতকাল সজ্ঞান ঘৃণার চোখে দেখবে?
23 আমার সদুপদেশের দিকে ফের
দেখ, আমি তোমাদের উপরে আমার আত্মা বর্ষণ করব,
তোমাদের জানিয়ে দেব আমার সকল বাণী।'
24 যেহেতু আমি ডাকলে তোমরা সম্মতি দিলে না,
আমি হাত বাড়ালে তোমরা কেউই মনোযোগ দিলে না,
25 বরং আমার সমস্ত পরামর্শ অবহেলা করলে,
আমার সদুপদেশ অগ্রাহ্য করলে,
26 সেজন্য তোমাদের বিপদের ব্যাপারে আমিও হাসব,
তোমাদের উপরে সন্ত্রাস নেমে এলে পরিহাস করব :
"27 হ্যাঁ, যখন সন্ত্রাস তোমাদের উপরে ঝড়ো বাতাসের মত নেমে পড়বে,
বিপদ ঘূর্ণিবায়ুর মত তোমাদের কাছে এসে পৌঁছবে,"
সঙ্কট ও সঙ্কোচ তোমাদের আঘাত করবে, তখন আমি পরিহাস করব
28 তখন তারা আমাকে ডাকবে, কিন্তু আমি সাড়া দেব না;
অবিরত আমার সন্ধান করবে, কিন্তু আমার উদ্দেশ পাবে না।
29 যেহেতু তারা সজ্ঞান ঘৃণা করল,
প্রভুভয়কে বেছে নিল না,
30 আমার সুমন্ত্রণা মেনে নিল না,
আমার সমস্ত সদুপদেশ অবজ্ঞা করল,
31 সেজন্য তাদের নিজেদের ব্যবহারের ফল ভোগ করবে,
তাদের নিজেদের মতলবের ফলাফলে তৃপ্ত হবে।
32 হ্যাঁ, অনভিজ্ঞদের পথভ্রান্তি তাদের নিজেদের মৃত্যু ঘটাবে,
নির্বোধদের নিশ্চিন্ততা তাদের নিজেদের বিনাশ ডেকে আনবে :
33 কিন্তু আমার কথায় যে কান দেয়, সে ভরসাভরে বাস করবে,
শান্তি ভোগ করবে, অমঙ্গলের আশঙ্কা করবে না।'