Index

প্রবচন - Chapter 4

1 সন্তানেরা আমার, পিতার শিক্ষাবাণী শোন, সদ্বিবেচনা কি, তা জানবার জন্য মনোযোগ দাও,
2 কেননা আমি সুশিক্ষাই তোমাদের দান করছি; আমার নির্দেশবাণী ত্যাগ করো না।
3 কারণ আমিও আমার পিতার প্রকৃত সন্তান ছিলাম, মাতার চোখে কোমল ও অনন্যই ছিলাম।
4 পিতা আমাকে শিক্ষা দিয়ে বলতেন : তোমার হৃদয় আমার কথা ধরে রাখুক ; আমার আজ্ঞাগুলি পালন কর, জীবন পাবে।
5 প্রজ্ঞা উপার্জন কর, সদ্বিবেচনা উপার্জন কর তা কখনও ভুলো না, আমার মুখের কথা থেকে কখনও দূরে যেয়ো না।
6 প্রজ্ঞাকে ত্যাগ করো না, তা তোমাকে রক্ষা করবে; তাকে ভালবাস, তা তোমার উপরে দৃষ্টি রাখবে।
7 প্রজ্ঞা উপার্জন কর এ প্রজ্ঞার সূত্রপাত ! যা কিছু উপার্জন করেছ, সেই মূল্যে সদ্বিবেচনা উপার্জন কর।
8 তাকে সম্মান দেখাও, তা তোমাকে উন্নীত করবে ; তাকে আলিঙ্গন করলে তা হবে তোমার গৌরব।
9 তা তোমার মাথায় অনুগ্রহের মালা পরিয়ে দেবে, গরিমার মুকুটে তোমাকে ভূষিত করবে।
10 সন্তান আমার, শোন, আমার কথা গ্রহণ করে নাও, তবে তোমার জীবনের বছরগুলি বহুসংখ্যক হবে।
11 আমি তোমাকে দেখাচ্ছি প্রজ্ঞার পথ, তোমাকে চালনা করছি সততার মার্গে।
12 তুমি হেঁটে চললে তোমার পদক্ষেপে বাধা ঘটবে না, তুমি দৌড় দিলে হোঁচট খাবে না।
13 শাসন আঁকড়ে ধর, তা কখনও ছেড়ে যেয়ো না, তা পালন কর, কেননা শাসন-ই তোমার জীবন।
14 দুর্জনের মার্গে চলো না, অপকর্মার পথে এগিয়ে যেয়ো না।
15 সেই পথ এড়াও, তার কাছ দিয়ে যেয়ো না, তার দিকে পিঠ ফেরাও, তোমার পথে এগিয়ে যাও।
16 কেননা অপকর্ম না করলে তাদের নিদ্রা হয় না, কারও পতন না ঘটালে তারা নিদ্রা যেতে অস্বীকার করে।
17 হ্যাঁ, তারা অপকর্মের রুটি খায়, অত্যাচারের আঙুররস পান করে।
18 ধার্মিকদের পথ প্রভাতের আলোর মত, যা মধ্যাহ্ন পর্যন্ত উত্তরোত্তর জ্যোতির্ময় হয়।
19 দুর্জনদের পথ অন্ধকারের মত : তারা কিসেতে হোঁচট খাবে, তা জানে না।
20 সন্তান আমার, আমার বাণীর প্রতি মনোযোগ দাও, আমার কথায় কান দাও।
21 তা তোমার চোখের আড়াল হতে দিয়ো না, তোমার হৃদয়ের অন্তঃস্থলে তা রক্ষা কর।
22 কেননা যারা তার সন্ধান পায়, তাদের পক্ষে তা জীবন, তাদের সর্বাঙ্গীণ স্বাস্থ্যস্বরূপ।
23 তোমার হৃদয়ের উপর সযত্নে দৃষ্টি রাখ, কেননা তা থেকেই জীবন নিঃসৃত হয়।
24 কুটিল মুখ তোমা থেকে দূরে রাখ, ছলনাপটু ওষ্ঠ তোমা থেকে দূর করে দাও।
25 তোমার চোখ যেন সোজা সামনের দিকে তাকায়, তোমার চোখের পাতা যেন সামনের দিকে নিবদ্ধ থাকে।
26 তোমার পথ সম্বন্ধে সতর্ক থাক, তোমার সকল পথ স্থিতমূল হোক।
27 ডানে কি বামে ফিরো না, অপকর্ম থেকে পা দূরে রাখ।