1 এগুলিও সলোমনের প্রবচন; যুদা রাজ হেজেকিয়ার লোকেরা এগুলি লিখে নিয়েছিল।
2 রহস্যাবৃতভাবে কাজ করা পরমেশ্বরের গৌরব, সেই রহস্যগুলি তদন্ত করা রাজাদের গৌরব।
3 আকাশ যেমন উঁচু ও পৃথিবী যেমন গভীর, তেমনি রাজাদের হৃদয় তদন্তের অতীত।
4 রুপো থেকে খাদ বের করে ফেল, আর স্বর্ণকারের জন্য উপযুক্ত মাল বের হবে;
5 রাজার সামনে থেকে দুর্জনকে বের করে দাও, তাঁর সিংহাসন ধর্মময়তায় দৃঢ়প্রতিষ্ঠিত হবে।
6 রাজার সামনে দম্ভ করো না, মহামান্যদের জায়গায় দাঁড়িয়ো না ;
7 কেননা উচ্চপদের লোকদের সামনে অবনমিত হওয়ার চেয়ে তোমার পক্ষে এই বরং শ্রেয় যে, তোমাকে বলা হবে : “এখানে উঠে এসো।'
8 নিজের চোখে যা দেখেছ, তা নিয়ে মামলা করতে অতিব্যস্ত হয়ো না ; নইলে শেষে তুমি কী করবে, যখন তোমার প্রতিবেশী তোমার যুক্তি খণ্ডন করবে?
9 প্রতিবেশীর সঙ্গে তোমার নিজের মামলা সম্বন্ধে কথা বল, কিন্তু পরের গোপন কথা প্রকাশ করো না,
10 পাছে যে শোনে, সে তোমার নিন্দা করে, তখন তোমার দুর্নাম কখনও ঘুচবে না।
11 উপযুক্ত সময়ে দেওয়া বাণী রুপোর থালার উপরে বসানো সোনার ফলের মত।
12 যেমন সোনার নথ ও খাঁটি সোনার গহনা, তেমনি মনোযোগী লোকের কানে প্রজ্ঞাবানের সংশোধনের কথা।
13 ফসল কাটার সময়ে যেমন ঠাণ্ডা তুষার, তেমনি প্রেরণকর্তার কাছে বিশ্বস্ত দূত ; হ্যাঁ, সে তার মনিবের প্রাণ জুড়ায়।
14 যে মানুষ উপহার দেওয়ার বিষয়ে বড় বড় কথা বলে, কিন্তু তা করে না, সে এমন মেঘ ও বাতাসের মত যার সঙ্গে কোন বৃষ্টি আসে না।
15 ধৈর্য দ্বারা বিচারকের মন জয় করা যেতে পারে, কোমল জিহ্বা হাড় ভেঙে ফেলতে পারে।
16 তুমি মধু পেলে পরিমাণ মত খাও, পাছে বেশি খেলে তোমার বমি হয়।
17 প্রতিবেশীর ঘরে ঘন ঘন পা দিয়ো না, পাছে বিরক্ত হয়ে সে তোমাকে ঘৃণা করে।
18 প্রতিবেশীর বিরুদ্ধে যে মিথ্যাসাক্ষ্য দেয়, সে পদা, খড়্গা ও তীক্ষ্ণ তীর স্বরূপ।
19 সঙ্কটের দিনে অবিশ্বস্ত মানুষের উপরে ভরসা খারাপ দাঁত ও ঘোড়া পায়ের মত,
20 শীতকালে পোশাক ছাড়বার মত। বিষণ্ণ হৃদয়ের কাছে যে গান করে। সে যেন পচা ঘায়ের উপরে সিকা দেয়।
21 তোমার শত্রুর যদি ক্ষুধা পায়, তাকে কিছু খেতে দাও ; যদি তার পিপাসা পায়, তাকে জল দাও;
22 তাই করলে তুমি তার মাথায় জ্বলন্ত অঙ্গার রাশি করে রাখবে, এবং প্রভু তোমাকে পুরষ্কৃত করবেন।
23 উত্তরা বাতাস বৃষ্টি আনে, তেমনি মুখে ক্রোধের ভাব ছলনাপূর্ণ কথার উদ্ভব ঘটায়।
24 ঝগড়াটে স্ত্রীর সঙ্গে এক ঘরে বাস করার চেয়ে ছাদের এক কোণে বাস করাই শ্রেয়।
25 পিপাসিত লোকের পক্ষে যেমন ঠাণ্ডা জল, তেমনি দূরদেশ থেকে পাওয়া শুভসংবাদ।
26 ঘোলা জলের ঝরনা ও ময়লা জলের উৎস যেমন, তেমনি সেই ধার্মিক, যে দুর্জনের সামনে বিচলিত।
27 বেশি মধু খাওয়া ভাল নয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অধ্যয়ন করা ভাল।
28 যার আত্মার আর প্রতিরোধক নেই, সে এমন শহরের মত, যা ভেঙে গেছে, যার প্রাচীর নেই।