Index

প্রবচন - Chapter 14

1 গৃহিণীর প্রজ্ঞা তার ঘর গেঁথে তোলে; মূর্খতা নিজের হাতেই তা ভেঙে ফেলে।
2 যে সততায় চলে, সে-ই প্রভুকে ভয় করে ; যে বাঁকা পথে চলে, সে তাঁকে অবজ্ঞা করে।
3 মূর্খের মুখে থাকে অহষ্কারের অঙ্কুর ; কিন্তু প্রজ্ঞাবানদের ওষ্ঠ তাদের রক্ষা করে।
4 বলদ না থাকলে গোলাঘর শূন্য ; বৃষের তেজে ধনের প্রাচুর্য।
5 প্রকৃত সাক্ষী মিথ্যা বলে না ; মিথ্যাসাক্ষী নিশ্বাসে নিশ্বাসেই অসত্য বলে।
6 বিদ্রূপকারী প্রজ্ঞার অন্বেষণ করে, তবু তা বৃথা কাজ : দূরদর্শীর পক্ষে সজ্ঞান সুলভ।
7 নির্বোধের কাছ থেকে দূরে থাক, তার কাছে সজ্ঞানের ওষ্ঠ পাবে না।
8 নিজ পথ বুঝে নেওয়াতেই সতর্ক মানুষের প্রজ্ঞা : কিন্তু নির্বোধদের মূর্খতা ছলনামাত্র।
9 মূর্খ যারা, তারা দোষকে কোন মূল্য দেয় না কিন্তু ন্যায়বানদের মধ্যেই ঐশপ্রসন্নতা বিরাজিত।
10 হৃদয় নিজের তিক্ততা উপলব্ধি করে; অপর কেউই তার আনন্দের অংশী হতে পারে না।
11 দুর্জনদের ঘর বিধ্বস্ত হবে ; ন্যায়বানদের তাঁবু সমৃদ্ধ হবে।
12 একটা পথ আছে, যা মানুষের দৃষ্টিতে সরল ; কিন্তু তার পরিণাম মৃত্যু-পথ।
13 হাসির দিনেও হৃদয় যন্ত্রণাভোগ করে; আনন্দের পরিণামও ক্লেশ হতে পারে।
14 যে অটল নয়, সে নিজের আচরণের ফল পূর্ণমাত্রায় ভোগ করবে; সৎমানুষ নিজের কর্মফলেই তৃপ্তি পাবে।
15 যে নির্বোধ, সে সকল কথা বিশ্বাস করে ; সতর্ক মানুষ নিজ পদক্ষেপের উপর দৃষ্টি রাখে।
16 প্রজ্ঞাবান ভয় ক'রে অন্যায় থেকে সরে যায় ; নির্বোধ অভিমানী ও দুঃসাহসী।
17 ক্রোধ-প্রকৃতির মানুষ মূর্খের মত কাজ করে কিন্তু চিন্তাশীল মানুষ সহনশীল।
18 অনভিজ্ঞরা মূর্খতার অধিকারী হবে; সতর্ক মানুষ সজ্ঞান-মুকুটে ভূষিত হবে।
19 অপকর্মারা সমানুষদের উদ্দেশে প্রণিপাত করবে; দুর্জনেরা ধার্মিকদের দরজায় প্রণত হবে।
20 গরিব মানুষ বন্ধুর কাছেও ঘৃণার পাত্র কিন্তু ধনবানের বন্ধু বহু।
21 প্রতিবেশীকে যে অবজ্ঞা করে, সে পাপ করে ; বিনম্রদের যে দয়া করে, সে সুখে থাকে।
22 যারা অপকর্ম করে, তারা কি ভ্রান্ত হয় না? যারা সৎকাজ করে, তারা কৃপা ও বিশ্বস্ততার পাত্র।
23 সমস্ত পরিশ্রমে একটা লাভ আছে, ওষ্ঠের বাচালতা কেবল অভাব ঘটায়।
24 প্রজ্ঞাবানদের ধনই তাদের মুকুট ; নির্বোধদের মূর্খতা মূর্খতা ফলায়।
25 প্রকৃত সাক্ষী লোকদের প্রাণ রক্ষা করে ; যে মিথ্যা রটায়, সে ছলনাই করে।
26 প্রভুভয়ে রয়েছে দৃঢ়দ : তাঁর সন্তানদের পক্ষে তা আশ্রয়স্বরূপ।
27 প্রভুভয় জীবনের উৎস, তা মৃত্যুর ফাঁদ এড়াবার পথ।
28 বহুসংখ্যক প্রজাই রাজার মহিমা ; জনগণের অভাব নৃপতির সর্বনাশ।
29 যে ক্রোধে ধীর, সে বড় সুবুদ্ধির অধিকারী ; যে ক্রোধে প্রবণ, সে মূর্খতা দেখায়।
30 শান্ত হৃদয় সর্বাঙ্গের জীবন: কিন্তু হিংসা হাড়ের পচন।
31 দীনহীনকে যে অত্যাচার করে, সে নিজের নির্মাতাকে অপমান করে; নিঃস্বের প্রতি যে দয়াবান, সে তাঁকে সম্মান করে।
32 অপকর্মা নিজের অপকর্মে ভেসে যাবে : কিন্তু ধার্মিক নিজের সততায় আশ্রয় পাবে।
33 সদ্বিবেচক হৃদয়ে প্রজ্ঞা বসবাস করে। নির্বোধদের অন্তরে তা কি দেখা দেবে?
34 ধর্মময়তা জাতির উন্নতি সাধন করে; পাপ জাতিগুলির কলঙ্ক।
35 রাজার প্রসন্নতা বুদ্ধিমান সেবকের প্রতি ; কিন্তু তাঁর দুর্নাম যে ঘটায়, সে তাঁর ক্রোধের পাত্র।