Index

প্রবচন - Chapter 20

1 আঙুররস বিদ্রূপকারী, মদ কলহকারী: তাতে যে মত্ত হয়, সে প্রজ্ঞাবান নয়।
2 রাজার রোষ সিংহের গর্জনের মত; যে তাঁকে উত্তেজিত করে, সে নিজের প্রাণের ঝুঁকি নেয়।
3 ঝগড়া-বিবাদ এড়ানো মানুষের গৌরব, মূর্খমাত্রই রাগে ফেটে পড়ে।
4 অলস ঠিক সময়ে হাল দেয় না, ফসলের সময়ে সে খোঁজ করবে, কিন্তু কিছুই পাবে না।
5 মানব-হৃদয়ের চিন্তা গভীর জলের মত; বুদ্ধিমান লোক তা তুলে আনতে পারবে।
6 অনেকেই নিজ নিজ সাধুতার কীর্তন করে, কিন্তু বিশ্বস্ত লোককে কে খুঁজে পাবে?
7 ধার্মিক নিজ সততায় চলে, তার চলে যাওয়ার পরে তার সন্তানেরা সুখে থাকবে।
8 যে রাজা বিচারাসনে বসেন, তিনি এক দৃষ্টি দিয়ে সমস্ত অধর্ম নির্ণয় করে উড়িয়ে দেন।
9 কে বলতে পারে : আমি হৃদয় শুদ্ধ করেছি আমার পাপ থেকে আমি পরিশুদ্ধ ?
10 ভিন্ন ভিন্ন বাটখারা ও ভিন্ন ভিন্ন মাপ, প্রভুর চোখে দু'টোই জঘন্য।
11 খেলা দিয়েও বালক দেখায় তার ভাবী কর্ম শুদ্ধ ও সরল হবে কিনা।
12 যে কান শোনে ও যে চোখ দেখে, তা দু'টোই প্রভুর গড়া।
13 ঘুম ভালবেসো না, পাছে দীনতা ঘটে : তুমি চোখ মেলে রাখ, তৃপ্তি সহকারে খাদ্য পাবে।
14 ক্রেতা বলে: ভাল নয়, ভাল নয়, কিন্তু যখন চলে যায়, তখন গর্ব করে।
15 সোনা আছে, বহু মণিমুক্তাও আছে, কিন্তু জ্ঞানপূর্ণ ওষ্ঠই অমূল্য রত্ন।
16 অপরের জন্য যে জামিন হয়, তার পোশাক নাও; বিজাতীয়া স্ত্রীলোকের জন্য সে জামিন হয়েছে বিধায় তার কাছ থেকে বন্ধক নাও।
17 মিথ্যাকথার ফল মানুষের মিষ্টি লাগে, কিন্তু পরে তার মুখ বালুকণায় পূর্ণ হবে।
18 পরামর্শ নেওয়ার পরেই তোমার যত সঙ্কল্প স্থির কর, বিচার-বিবেচনা করেই যুদ্ধে নাম।
19 যে বেশি কথা বলতে বলতে ঘুরে বেড়ায়, সে গোপন কথা অনাবৃত করে যার মুখ আলগা, তার সঙ্গে মেলামেশা করো না।
20 যে তার পিতা বা মাতাকে অভিশাপ দেয়, তার প্রদীপ ঘোর অন্ধকারে নিভে যাবে।
21 যে অর্থ প্রথমে শীঘ্রই জমা হয়, তার শেষ ফল আশীর্বাদমণ্ডিত হবে না।
22 তুমি বলো না: অপকারের প্রতিফল দেব! প্রভুর প্রতীক্ষায় থাক, তিনি তোমাকে রক্ষা করবেন।
23 ভিন্ন ভিন্ন বাটখারা প্রভুর চোখে জঘন্য চুলনার তুলাদণ্ড ভাল নয়।
24 প্রভুই মানুষের পদক্ষেপ চালনা করেন, তবে মানুষ কেমন করে বুঝবে তার আপন পথ?
25 হঠাৎ 'পবিত্রীকৃত হল' বলে ওঠা-ই ফাঁদস্বরূপ, এবং মানতের পর চিন্তাভাবনা করাও তাই।
26 প্রজ্ঞাবান রাজা দুর্জনদের ঝেড়ে ফেলেন, তাদের উপর দিয়ে ঢাকা চালান।
27 মানুষের আত্মা প্রভুর মশাল, তা হৃদয়ের অন্তঃপুর তন্ন তন্ন করে তদন্ত করে।
28 রূপা ও বিশ্বস্ততা রাজাকে রক্ষা করে; কৃপায়ই তাঁর রাজাসন স্থাপিত।
29 যুবকদের বলই তাদের গর্ব, পাকা চুল বৃদ্ধদের ভূষণ।
30 প্রহারের ঘা অন্যায়কে উদ্গিরণ করায়, দণ্ডপ্রহার হৃদয়ের অন্তঃপুর শোধন করে।