1 হে পিতৃপুরুষদের ঈশ্বর, হে দয়ার প্রভু, তুমি যে তোমার বাণী দ্বারা সমস্তই নির্মাণ করলে,
2 তুমি যে তোমার প্রজ্ঞা দ্বারা মানুষকে পড়লে, তুমি যা কিছু সৃষ্টি করেছ, তার উপর সে যেন প্রভুত্ব করে,
3 যেন পবিত্রতা ও ধর্মময়তার সঙ্গে জগৎকে শাসন করে ও ন্যায়নিষ্ঠ অন্তরে বিচার উচ্চারণ করে,
4 আমাকে দান কর সেই প্রজ্ঞা, যা তোমার আসনে তোমার সঙ্গে আসীন, তোমার সন্তানদের সংখ্যা থেকে আমাকে বঞ্চিত করো না।
5 কারণ আমি তোমার দাস, তোমার দাসীর পুত্র, আমি দুর্বল ও স্বল্পায়ুর মানুষ, ধর্মময়তা ও বিধিনির্দেশ বুঝতে ধীর।
6 সত্যিই, মানবসন্তানদের মধ্যে শ্রেষ্ঠ মানুষও তোমা থেকে আগত প্রজ্ঞার অভাবী হলে শূন্যময় বলেই গণ্য হবে।
7 তুমি আমাকে তোমার জনগণের রাজা হবার জন্য বেছে নিলে, তোমার পুত্রকন্যাদের বিচারকর্তা হবার জন্য বেছে নিলে ;
8 আমাকে নির্দেশ দিয়েছ, যেন তোমার পবিত্র পর্বতে তোমার জন্য একটা মন্দির গেঁথে তুলি, যেন তোমার আবাসের নগরীতে একটা যজ্ঞবেদি গড়ে তুলি, সেই পবিত্র তাঁবুরই একটা সাদৃশ্য গড়ে তুলি, যা তুমি আদি থেকে প্রস্তুত করেছিলে।
9 তোমারই সঙ্গে রয়েছে সেই প্রজ্ঞা, যা তোমার সাধিত কাজ জানে, যা তখনও উপস্থিত ছিল যখন তুমি জগৎ নির্মাণ করলে; সে তো জানে তোমার দৃষ্টিতে কি কি গ্রহণীয় ও তোমার বিধিগুলির কী কী অনুরূপ।
10 পবিত্র স্বর্গধাম থেকে, তোমার গৌরবের আসন থেকে তুমি তাকে পাঠাও, সে যেন আমার সহায়তা করে ও আমার সঙ্গে শ্রম করে, তবে আমি জানতে পারব কি কি গ্রহণীয় তোমার।
11 কারণ সে সমস্তই জানে, সমস্তই বোঝে, আমার কাজকর্মে সে সুবুদ্ধির সঙ্গে আমাকে চালনা করবে, তার আপন গৌরবে আমাকে রক্ষা করবে।
12 তাহলে আমার কাজকর্ম তোমার গ্রহণীয় হবে ; আমি তোমার জনগণকে সততার সঙ্গে বিচার করব, আমার পিতার রাজাসনেরও যোগ্য হয়ে উঠব।
13 কোন মানুষ ঈশ্বরের অভিপ্রায় জানতে পারে ? কেইবা প্রভুর ইচ্ছা কল্পনা করতে পারে?
14 মরমানুষের চিন্তাধারা তো দুর্বল, আমাদের যত ধ্যানধারণাও তত সুস্থির নয় ;
15 কারণ ক্ষয়শীল এক দেহ প্রাণের উপর চাপ দেয়, মাটির এই তাঁবুও মনের ও তার বহু ভাবনার জন্য ভারীই বোঝা।
16 পার্থিব বিষয় স্পষ্টভাবে দেখা, আমাদের পক্ষে তা যখন যথেষ্টই কঠিন, আমাদের নাগালে যা রয়েছে, তাও যখন শুধু কষ্ট করে উপলব্ধি করতে পারি, তখন স্বর্গীয় বিষয় কে আবিষ্কার করতে পারে?
17 কেইবা তোমার অভিপ্রায় জানতে পেরেছে, যদি তুমি তাকে প্রজ্ঞা না দিয়ে থাক, ঊর্ধ্ব থেকে তোমার পবিত্র আত্মাকে যদি না তার কাছে প্রেরণ করে থাক ?
18 এইভাবে মর্তবাসীদের পথ সোজা করা হল, তোমার যা যা গ্রহণীয়, তাতে মানুষকে উদ্বুদ্ধ করা হল : হ্যাঁ, প্রজ্ঞা দ্বারাই তারা পরিত্রাণ পেল।