1 যেদিন মোশী আবাস স্থাপনের কাজ শেষ করলেন, সেদিন তিনি তা ও তা সংক্রান্ত যত দ্রব্য-সামগ্রী, বেদি ও তা সংক্রান্ত যত দ্রব্য-সামগ্রীও তেল দিয়ে অভিষিক্ত ও পবিত্রীকৃত করলেন। তিনি এই সমস্ত কিছু অভিষিক্ত ও পবিত্রীকৃত করলে
2 ইস্রায়েলের নেতারা—অর্থাৎ গোষ্ঠীগুলোর নেতা সেই পিতৃকুলপতিরা যাঁরা লোকগণনায় নিযুক্ত হয়েছিলেন—তাঁরা অর্ঘ্য এনে
3 প্রভুর কাছে তা নিবেদন করলেন, যথা: ছ'টা ঢাকা গরুর গাড়ি ও বারোটা বলদ, দু' দু'জন নেতা একটা করে গাড়ি ও এক একজন একটা করে বলদ এনে আবাসের সামনে উপস্থিত করলেন।
4 তখন প্রভু মোশীকে বললেন,
5 “সেই সমস্ত কিছু তুমি ওদের কাছ থেকে গ্রহণ করে নাও, তা যেন সাক্ষাৎ-তাঁবুর সেবাকাজে ব্যবহৃত হয়; তুমি সেই সমস্ত কিছু লেবীয়দের দেবে : এক একজনকে তার নিজ নিজ সেবাকাজ অনুসারে দেবে।
6 তাই মোশী সেই সমস্ত গাড়ি ও বলদ গ্রহণ করে লেবীয়দের দিলেন।
7 পেশোনের সন্তানদের কাছে তাদের সেবাকাজ অনুসারে তিনি দু'টো গাড়ি ও চারটে বলদ দিলেন,
8 এবং মেরারির সন্তানদের কাছে তাদের সেবাকাজ অনুসারে চারটে গাড়ি ও আটটা বলদ দিলেন—এসব কিছু আরোন যাজকের সন্তান ইথামারের পরিচালনায় করা হল।
9 কিন্তু কেহাতের সন্তানদের তিনি কিছু দিলেন না, কেননা তাদের সেবাকাজ ছিল পবিত্র বস্তুগুলো-সংক্রান্ত, ও তা তাদের কাঁধে করেই বইবার কথা ছিল।
10 বেদি যেদিন অভিষিক্ত হল, সেদিন নেতারা বেদি-উৎসর্গীকরণের লক্ষ্যে অর্ঘ্য আনলেন ; নেতারা বেদির সামনে নিজ নিজ অর্ঘ্য আনলে
11 প্রভু মোশীকে বললেন, “এক একজন নেতা এক এক দিন বেদি-উৎসর্গীকরণের লক্ষ্যে নিজ নিজ অর্ঘ্য আনবে।'
12 প্রথম দিনে যিনি নিজের অর্ঘ্য আনলেন, তিনি হলেন যুদা-গোষ্ঠীর আম্মিনাদাবের সন্তান নাহসোন;
13 তাঁর অর্ঘ্য পবিত্রধামের শেকেল অনুসারে একশ' ত্রিশ শেকেল রুপোর একটা থালা, ও সত্তর শেকেল রুপোর একটা বাটি : পাত্র দু'টো শস্য-নৈবেদ্যের জন্য তেল-মেশানো সেরা ময়দায় পূর্ণ,
14 ধূপে ভরা দশ শেকেল সোনার একটা পাত্র,
15 আহুতির জন্য একটা বাছুর, একটা ভেড়া, এক বছরের একটা মেষশাবক,
16 পাপার্থে বলিদানের জন্য একটা ছাগ,
17 মিলন-যজ্ঞের জন্য দু'টো বলদ, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাগ, এক বছরের পাঁচটা মেষশাবক : এ হল আম্মিনাদাবের সন্তান নাহসোনের অর্ঘ্য।
18 দ্বিতীয় দিনে ইসাখারের নেতা সুয়ারের সন্তান নেথানেয়েল অর্ঘ্য আনলেন ;
19 তিনি নিজ অর্থ হিসাবে আনলেন পবিত্রধামের শেকেল অনুসারে একশত ত্রিশ শেকেল রুপোর একটা থালা, ও সত্তর শেকেল রুপোর একটা বাটি : পাত্র দু'টো শস্য-নৈবেদ্যের জন্য তেল মেশানো সেরা ময়দায় পূর্ণ,
20 ধূপে ভরা দশ শেকেল সোনার একটা পাত্র,
21 আহুতির জন্য একটা বাছুর, একটা ভেড়া, এক বছরের একটা মেষশাবক,
22 পাপার্থে বলিদানের জন্য একটা ছাগ,
23 মিলন-যজ্ঞের জন্য দু'টো বলদ, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাগ, এক বছরের পাঁচটা মেষশাবক : এ হল আম্মিনাদাবের সন্তান নাহসোনের অর্ঘ্য।
24 তৃতীয় দিনে জাবুলোন-সন্তানদের নেতা হেলোনের সন্তান এলিয়াব অর্থা আনলেন
25 তাঁর অর্ঘ্য ছিল পবিত্রধামের শেকেল অনুসারে একশ' ত্রিশ শেকেল রুপোর একটা থালা, ও সত্তর শেকেল রুপোর একটা বাটি : পাত্র দু'টো শস্য-নৈবেদ্যের জন্য তেল মেশানো সেরা ময়দায় পূর্ণ,
26 ধূপে ভরা দশ শেকেল সোনার একটা পাত্র,
27 আহুতির জন্য একটা বাছুর, একটা ভেড়া, এক বছরের একটা মেষশাবক,
28 পাপার্থে বলিদানের জন্য একটা ছাগ,
29 মিলন-যজ্ঞের জন্য দু'টো বলদ, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাগ, এক বছরের পাঁচটা মেষশাবক : এ হল হেলোনের সন্তান এলিয়াবের অর্ঘ্য।
30 চতুর্থ দিনে রবেন-সন্তানদের নেতা শেদেউরের সন্তান এলিসুর অর্ঘ্য আনলেন
31 তাঁর অর্ঘ্য ছিল পবিত্রধামের শেকেল অনুসারে একশ' ত্রিশ শেকেল রুপোর একটা থালা, ও সত্তর শেকেল রুপোর একটা বাটি : পাত্র দু'টো শস্য-নৈবেদ্যের জন্য তেল-মেশানো সেরা ময়দায় পূর্ণ,
32 রূপে ভরা দশ শেকেল সোনার একটা পাত্র,
33 আহুতির জন্য একটা বাছুর, একটা ভেড়া, এক বছরের একটা মেষশাবক,
34 পাপার্থে বলিদানের জন্য একটা ছাগ,
35 মিলন-যজ্ঞের জন্য দু'টো বলদ, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাগ, এক বছরের পাঁচটা মেষশাবক : এ হল শেদেউরের সন্তান এলিসুরের অর্থ।
36 পঞ্চম দিনে সিমেয়োন সন্তানদের নেতা সুরিসাদ্দাইয়ের সন্তান শেলুমিয়েল অর্ঘ্য আনলেন
37 তাঁর অর্থা ছিল পবিত্রধামের শেকেল অনুসারে একশত ত্রিশ শেকেল রুপোর একটা থালা, ও সত্তর শেকেল রুপোর একটা বাটি : পাত্র দু'টো শসা-নৈবেদ্যের জন্য তেল মেশানো সেরা ময়দায় পূর্ণ,
38 ৰূপে ভরা দশ শেকেল সোনার একটা পাত্র,
39 আহুতির জন্য একটা বাছুর, একটা ভেড়া, এক বছরের একটা মেষশাবক,
40 পাপার্থে বলিদানের জন্য একটা ছাগ,
41 মিলন-যজ্ঞের জন্য দু'টো বলদ, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাপ, এক বছরের পাঁচটা মেষশাবক : এ হল সুরিসাদ্দাইয়ের সন্তান শেলুমিয়েলের অর্থ।
42 ষষ্ঠ দিনে গাদ-সন্তানদের নেতা রেউয়েলের সন্তান এলিয়াসাফ অর্ঘ্য আনলেন
43 তাঁর অর্থা ছিল পবিত্রধামের শেকেল অনুসারে একশ' ত্রিশ শেকেল রুপোর একটা থালা, ও সত্তর শেকেল রুপোর একটা বাটি : পাত্র দু'টো শস্য-নৈবেদ্যের জন্য তেল মেশানো সেরা ময়দায় পূর্ণ,
44 ধূপে ভরা দশ শেকেল সোনার একটা পাত্র,
45 আহুতির জন্য একটা বাছুর, একটা ভেড়া, এক বছরের একটা মেষশাবক,
46 পাপার্থে বলিদানের জন্য একটা ছাগ,
47 মিলন-যজ্ঞের জন্য দু'টো বলদ, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাগ, এক বছরের পাঁচটা মেষশাবক : এ হল রেউয়েলের সন্তান এলিয়াসাক্ষের অর্ঘ্য।
48 সপ্তম দিনে এফ্রাইম-সন্তানদের নেতা আম্মিহুদের সন্তান এলিসামা অর্ঘ্য আনলেন
49 তাঁর অর্ঘ্য ছিল পবিত্রধামের শেকেল অনুসারে একশ' ত্রিশ শেকেল রুপোর একটা থালা, ও সত্তর শেকেল রুপোর একটা বাটি : পাত্র দু'টো শস্য-নৈবেদ্যের জন্য তেল মেশানো সেরা ময়দায় পূর্ণ,
50 ধূপে ভরা দশ শেকেল সোনার একটা পাত্র,
51 আহুতির জন্য একটা বাছুর, একটা ভেড়া, এক বছরের একটা মেষশাবক,
52 পাপার্থে বলিদানের জন্য একটা ছাগ,
53 মিলন-যজ্ঞের জন্য দু'টো বলদ, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাগ, এক বছরের পাচটা মেষশাবক : এ হল আম্মিদের সন্তান এলিসামার অর্ঘ্য।
54 অষ্টম দিনে মানাসে সন্তানদের নেতা পেদাঙ্গুরের সন্তান গামালিয়েল অর্ঘ্য আনলেন
55 তাঁর অর্থ ছিল পবিত্রধামের শেকেল অনুসারে একশ' ত্রিশ শেকেল রুপোর একটা থালা, ও সত্তর শেকেল রুপোর একটা বাটি: পাত্র দু'টো শস্য-নৈবেদ্যের জন্য তেল মেশানো সেরা ময়দায় পূর্ণ,
56 রূপে ভরা দশ শেকেল সোনার একটা পাত্র,
57 আহুতির জন্য একটা বাছুর, একটা ভেড়া, এক বছরের একটা মেষশাবক,
58 পাপার্থে বলিদানের জন্য একটা ছাগ,
59 মিলন-যজ্ঞের জন্য দু'টো বলদ, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাগ, এক বছরের পাঁচটা মেষশাবক : এ হল পেদারের সন্তান গামালিয়েলের অর্থা
60 নবম দিনে বেঞ্জামিন-সন্তানদের নেতা গিদিয়োনির সস্তান আবিদান অৰ্ঘ্য আনলেন
61 তাঁর অর্ঘ্য ছিল পবিত্রধামের শেকেল অনুসারে একশ' ত্রিশ শেকেল রুপোর একটা থালা, ও সত্তর শেকেল রুপোর একটা বাটি : পাত্র দু'টো শস্য-নৈবেদ্যের জন্য তেল-মেশানো সেরা ময়দায় পূর্ণ,
62 ধূপে ভরা দশ শেকেল সোনার একটা পাত্র,
63 আহুতির জন্য একটা বাছুর, একটা ভেড়া, এক বছরের একটা মেষশাবক,
64 পাপার্থে বলিদানের জন্য একটা ছাগ,
65 মিলন-যজ্ঞের জন্য দু'টো বলদ, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাগ, এক বছরের পাঁচটা মেষশাবক : এ হল গিদিয়োনির সন্তান অবিদানের অর্থ।
66 দশম দিনে দান-সন্তানদের নেতা আম্মিসাদ্দাইয়ের সন্তান আহিয়েজের অর্ঘ্য আনলেন
67 তাঁর অর্ঘ্য ছিল পবিত্রধামের শেকেল অনুসারে একশ' ত্রিশ শেকেল রুপোর একটা থালা, ও সত্তর শেকেল রুপোর একটা বাটি : পাত্র দু'টো শস্য-নৈবেদ্যের জন্য তেল-মেশানো সেরা ময়দায় পূর্ণ,
68 ধূপে ভরা দশ শেকেল সোনার একটা পাত্র,
69 আহুতির জন্য একটা বাছুর, একটা ভেড়া, এক বছরের একটা মেষশাবক,
70 পাপার্থে বলিদানের জন্য একটা ছাগ,
71 মিলন-যজ্ঞের জন্য দু'টো বলদ, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাগ, এক বছরের পাঁচটা মেষশাবক : এ হল আম্মিসাদ্দাইয়ের সন্তান আহিয়েজেরের অর্ঘ্য।
72 একাদশ দিনে আসের সন্তানদের নেতা অক্রানের সন্তান পাগিয়েল অর্ঘ্য আনলেন
73 তাঁর অর্ঘ্য ছিল পবিত্রধামের শেকেল অনুসারে একশত ত্রিশ শেকেল রুপোর একটা থালা, ও সত্তর শেকেল রুপোর একটা বাটি : পাত্র দু'টো শস্য-নৈবেদ্যের জন্য তেল মেশানো সেরা ময়দায় পূর্ণ,
74 ধূপে ভরা দশ শেকেল সোনার একটা পাত্র,
75 আহুতির জন্য একটা বাছুর, একটা ভেড়া, এক বছরের একটা মেষশাবক,
76 'পাপার্থে বলিদানের জন্য একটা ছাগ,
77 মিলন-যজ্ঞের জন্য দু'টো বলদ, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাগ, এক বছরের পাঁচটা মেষশাবক : এ হল অক্রানের সন্তান পাগিয়েলের অর্ঘ্য।
78 দ্বাদশ দিনে নেফালি-সন্তানদের নেতা এনানের সন্তান আহিরা অর্ঘ্য আনলেন ;
79 তাঁর অর্ঘ্য ছিল পবিত্রধামের শেকেল অনুসারে একশ' ত্রিশ শেকেল রুপোর একটা থালা, ও সত্তর শেকেল রুপোর একটা বাটি : পাত্র দু'টো শস্য-নৈবেদ্যের জন্য তেল-মেশানো সেরা ময়দায় পূর্ণ,
80 ধূপে ভরা দশ শেকেল সোনার একটা পাত্র,
81 আহুতির জন্য একটা বাছুর, একটা ভেড়া, এক বছরের একটা মেষশাবক,
82 পাপার্থে বলিদানের জন্য একটা ছাগ,
83 মিলন-যজ্ঞের জন্য দু'টো বলদ, পাঁচটা ভেড়া, পাঁচটা ছাগ, এক বছরের পাঁচটা মেষশাবক : এ হল এনানের সন্তান আহিরার অর্থ।
84 বেদি যেদিন অভিষিক্ত হল, সেদিন বেদি উৎসর্গীকরণের জন্য ইস্রায়েলের নেতাদের দ্বারা এই এই অর্ঘ্য দেওয়া হল: রুপোর বারোটা থালা, রুপোর বারোটা বাটি, রুপোর বারোটা পাত্র;
85 তার প্রত্যেকটা থালা একশ' ত্রিশ শেকেল, প্রত্যেকটা বাটি সত্তর শেকেল : সবসমেত এই সমস্ত পাত্রের রুপো পবিত্রধামের শেকেল অনুসারে দু'হাজার চারশ' শেকেল
86 ধূপে ভরা সোনার বারোটা পাত্র : প্রত্যেকটা পাত্র পবিত্রধামের শেকেল অনুসারে দশ শেকেল : সবসমেত এই সমস্ত পাত্রের সোনা একশ' কুড়ি শেকেল
87 আহুতির জন্য সমস্ত পশু : বারোটা বলদ, বারোটা ভেড়া, এক বছরের বারোটা বাস্তুর তাদের শস্য-নৈবেদ্য-সহ এবং পাপার্থে বলিদানের জন্য বারোটা ছাগ;
88 মিলন-যজ্ঞের জন্য সবসমেত চব্বিশটা বলদ, ষাটটা ভেড়া, ষাটটা ছাগ, এক বছরের ষাটটা মেষশাবক। বেদি অভিষিক্ত হওয়ার পর এই হল বেদি-উৎসর্গীকরণের লক্ষ্যে অর্ঘ্য।
89 যখন মোশী পরমেশ্বরের সঙ্গে কথা বলতে সাক্ষাৎ-তাঁবুতে প্রবেশ করতেন, তখন তিনি সেই কণ্ঠস্বর শুনতেন যা সাক্ষ্য-মঞ্জুষার উপরে ও দুই খেরুবদের মধ্যে থাকা প্রায়শ্চিত্তাসন থেকে তাঁর সঙ্গে কথা বলত; তিনি তাঁর সঙ্গে কথা বলতেন।