1 মিশর দেশ থেকে জনগণ বেরিয়ে আসবার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনে, প্রভু সিনাই মরুপ্রান্তরে সাক্ষাৎ-তাঁবুতে মোশীকে বললেন :
2 তোমরা প্রত্যেক পুরুষেরই মাথা অনুসারে তাদের নাম শুনে লোকদের গোত্র ও পিতৃকুল অনুসারে ইস্রায়েল সন্তানদের গোটা জনমণ্ডলীর লোকগণনা কর।
3 ইস্রায়েলে কুড়ি বছর ও তার বেশি বয়সের যত পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তাদের সৈন্যশ্রেণী অনুসারে তুমি ও আরোন তাদের লোকগণনা কর।
4 প্রত্যেক গোষ্ঠী থেকে এক একজন, নিজ নিজ পিতৃকুলেরই প্রধান ব্যক্তি, তোমাদের সহকারী হবে।
5 যারা তোমাদের সহকারী হবে, সেই লোকদের নাম এই। রূবেনের পক্ষে শেদেউরের সন্তান এদিসুর
6 সিমেয়োনের পক্ষে সুরিসাদ্দাইয়ের সম্ভান ; শেলুমিয়েল
7 যুদার পক্ষে আম্মিনাদাবের সন্তান নাহসোন;
8 ইসাখারের পক্ষে : সুয়ারের সন্তান নেথানায়েল
9 জাবুলোনের পক্ষে : হেলোনের সন্তান এলিয়াব ;
10 যোসেফের সন্তানদের মধ্যে এফ্রাইমের পক্ষে : আম্মিহুদের সন্তান এলিসামা ; মানাসের পক্ষে: পেদাঙ্গুরের সন্তান গামালিয়েল ;
11 বেঞ্জামিনের পক্ষে : গিদিয়োনির সন্তান আবিদান;
12 দানের পক্ষে আগ্নিসাদ্দাইয়ের সন্তান : আহিয়েজের
13 আসেরের পক্ষে : অক্রানের সন্তান পাগিয়েল
14 গাদের পক্ষে : রেউয়েলের সন্তান এলিয়াসাত;
15 নেফটালির পক্ষে: এনানের সন্তান আহিরা।'
16 এঁরা জনমণ্ডলীর প্রতিনিধি, যে যার পিতৃগোষ্ঠীর নেতা এঁরা ইস্রায়েলের সহস্রপতি ছিলেন।
17 যাদের নাম দেওয়া হয়েছিল, মোশী ও আরোন সেই লোকদের সঙ্গে নিলেন,
18 এবং দ্বিতীয় মাসের প্রথম দিনে গোটা জনমণ্ডলীকে একত্রে সমবেত করে মাথার সংখ্যা অনুসারে কুড়ি বছর ও তার বেশি বয়সের লোকদের নাম-সংখ্যা অনুসারে তাদের গোত্র ও পিতৃকুল অনুসারে তাদের বংশতালিকা লিপিবদ্ধ করলেন।
19 প্রভু যেমন আজ্ঞা দিয়েছিলেন, মোশী সেইমত সিনাই মরুপ্রান্তরে তাদের লোকগণনা করলেন।
20 ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেনের বংশধরদের পক্ষে : কুড়ি বছর ও তার বেশি বয়সের যে সকল পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তারা গোত্র ও পিতৃকুল অনুসারে এবং মাথা ও নাম-সংখ্যা অনুসারে তালিকাভুক্ত হল।
21 রূবেন গোষ্ঠীর গণিত লোক ছেচল্লিশ হাজার পাঁচশ'।
22 সিমেয়োনের বংশধরদের পক্ষে : কুড়ি বছর ও তার বেশি বয়সের যে সকল পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তারা গোত্র ও পিতৃকুল অনুসারে এবং মাথা ও নাম-সংখ্যা অনুসারে তালিকাভুক্ত হল।
23 সিমেয়োন গোষ্ঠীর গণিত লোক ঊনষাট হাজার তিনশ' ।
24 গাদের বংশধরদের পক্ষে : কুড়ি বছর ও তার বেশি বয়সের যে সকল পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তারা গোত্র ও পিতৃকুল অনুসারে এবং মাথা ও নাম-সংখ্যা অনুসারে তালিকাভুক্ত হল।
25 গান গোষ্ঠীর গণিত লোক পঁয়তাল্লিশ হাজার ছ'শো পঞ্চাশ ।
26 যুদার বংশধরদের পক্ষে : কুড়ি বছর ও তার বেশি বয়সের যে সকল পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তারা গোত্র ও পিতৃকুল অনুসারে এবং মাথা ও নাম-সংখ্যা অনুসারে তালিকাভুক্ত হল।
27 মূদা গোষ্ঠীর গণিত লোক চুয়াত্তর হাজার ছ'শো।
28 ইসাখারের বংশধরদের পক্ষে : কুড়ি বছর ও তার বেশি বয়সের যে সকল পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তারা গোত্র ও পিতৃকুল অনুসারে এবং মাথা ও নাম-সংখ্যা অনুসারে তালিকাভুক্ত হল।
29 ইসাখার গোষ্ঠীর গণিত লোক চুয়ান্ন হাজার চারশ'।
30 'জাবুলোনের বংশধরদের পক্ষে : কুড়ি বছর ও তার বেশি বয়সের যে সকল পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তারা গোত্র ও পিতৃকুল অনুসারে এবং মাথা ও নাম-সংখ্যা অনুসারে তালিকাভুক্ত হল।
31 'জাবুলোন গোষ্ঠীর গণিত লোক সাতান্ন হাজার চারশ'।
32 যোসেফের সন্তানদের মধ্যে এফ্রাইমের বংশধরদের পক্ষে : কুড়ি বছর ও তার বেশি বয়সের যে সকল পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তারা গোত্র ও পিতৃকুল অনুসারে এবং মাথা ও নাম-সংখ্যা অনুসারে তালিকাভুক্ত হল।
33 এফ্রাইম গোষ্ঠীর গণিত লোক চল্লিশ হাজার পাঁচশ'।
34 মানাসের বংশধরদের পক্ষে : কুড়ি বছর ও তার বেশি বয়সের যে সকল পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তারা গোত্র ও পিতৃকুল অনুসারে এবং মাথা ও নাম-সংখ্যা অনুসারে তালিকাভুক্ত হল।
35 মানাসে গোষ্ঠীর গণিত লোক বত্রিশ হাজার দু'শো।
36 বেঞ্জামিনের বংশধরদের পক্ষে : কুড়ি বছর ও তার বেশি বয়সের যে সকল পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তারা গোত্র ও পিতৃকুল অনুসারে এবং মাথা ও নাম-সংখ্যা অনুসারে তালিকাভুক্ত হল।
37 বেঞ্জামিন গোষ্ঠীর গণিত লোক পঁয়ত্রিশ হাজার চারশ'।
38 দানের বংশধরদের পক্ষে : কুড়ি বছর ও তার বেশি বয়সের যে সকল পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তারা গোত্র ও পিতৃকুল অনুসারে এবং মাথা ও নাম-সংখ্যা অনুসারে তালিকাভুক্ত হল।
39 দান গোষ্ঠীর গণিত লোক বাঘটি হাজার সাতশ'।
40 আসেরের বংশধরদের পক্ষে : কুড়ি বছর ও তার বেশি বয়সের যে সকল পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তারা গোত্র ও পিতৃকুল অনুসারে এবং মাথা ও নাম-সংখ্যা অনুসারে তালিকাভুক্ত হল।
41 আসের গোষ্ঠীর গণিত লোক একচল্লিশ হাজার পাঁচশ'।
42 নেফালির বংশধরদের পক্ষে : কুড়ি বছর ও তার বেশি বয়সের যে সকল পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তারা গোত্র ও পিতৃকুল অনুসারে এবং মাথা ও নাম-সংখ্যা অনুসারে তালিকাভুক্ত হল।
43 নেঙালি গোষ্ঠীর গণিত লোক তিপ্পান্ন হাজার চারশ'।
44 মোশী ও আরোন, এবং ইস্রায়েলের বারোজন নেতা— নিজ নিজ পিতৃকুলের এক একজন নেতা—এই সকল লোকদের গণনা করলেন।
45 নিজ নিজ পিতৃকুল অনুসারে কুড়ি বছর ও তার বেশি বয়সের ইস্রায়েল সন্তানদের, অর্থাৎ ইস্রায়েলে যারা সৈন্যদলে যোগ দেবার যোগ্য,
46 সেই সমস্ত পুরুষদেরই গণনা করা হলে, তালিকাভুক্ত লোকদের সংখ্যা দাঁড়াল ছ'লক্ষ তিন হাজার পাঁচশ' পঞ্চাশজন।
47 কিন্তু লেবীয়েরা তাদের পিতৃকুল অনুসারে অন্যান্যদের সঙ্গে তালিকাভুক্ত হল না।
48 প্রভু মোশীকে বলেছিলেন,
49 “তুমি লেবি গোষ্ঠীর লোকগণনা করবে না, ও তাদের সংখ্যা ইস্রায়েল সন্তানদের সংখ্যায় যোগ দেবে না ;
50 বরং তুমি নিজে সাক্ষ্যের আবাস, তার সমস্ত দ্রব্য ও তা সংক্রান্ত সবকিছুর তত্ত্বাবধানে লেবীয়দের নিযুক্ত কর : তারা আবাসটি ও তার সমস্ত দ্রব্য বইবে, তার তত্ত্বাবধান করবে ও আবাসের চারদিকে শিবির বসাবে।
51 যতবার আবাস তুলে নিতে হবে, দেবীয়েরাই তা খুলে দেবে ; আবার যতবার আবাস বসাতে হবে, লেবীয়েরাই তা বসাবে; অন্য গোষ্ঠীর মানুষ তার কাছে গেলে তার প্রাণদণ্ড হবে।
52 ইস্রায়েল সন্তানেরা যে যার সৈন্যশ্রেণী অনুসারে যে যার শিবিরে নিজ নিজ নিশানের কাছে তাঁবু গাড়বে।
53 কিন্তু দেবীয়েরা সাক্ষ্যের আবাসের চারদিকে তাদের তাঁবু গাড়বে; তাতে ইস্রায়েল সন্তানদের জনমণ্ডলীর উপরে আমার ক্রোধ জ্বলবে না। লেবীয়েরাই সাক্ষ্যের আবাসের তত্ত্বাবধান করবে।
54 প্রভু মোশীকে যা কিছু আজ্ঞা করেছিলেন, ইস্রায়েল সন্তানেরা ঠিক সেইমত তারা সেই অনুসারে কাজ করল।