1 সিনাই পর্বতে যেদিন প্রভু মোশীর সঙ্গে কথা বললেন, সেদিন আরোনের ও মোশীর বংশতালিকা এ।
2 আরোনের সন্তানদের নাম এ: জ্যেষ্ঠ পুত্র নাদাব, পরে আবিহু, এলেয়াজার ও ইথামার।
3 এ হল আরোনের সেই সন্তানদের নাম যাঁরা যাজক বলে তৈলাভিষিক্ত ও যাজকত্ব অনুশীলনে নিযুক্ত।
4 নাদাব ও আবিহু সিনাই মরুপ্রান্তরে প্রভুর উদ্দেশে অনুমোদিত নয় এমন আগুন নিবেদন করায় প্রভুর সামনে মারা পড়েছিলেন। তাঁদের কোন পুত্রসন্তান ছিল না; আর এলেয়াজার ও ইথামার তাঁদের পিতা আরোনের জীবনকালে যাজকত্ব অনুশীলন করলেন।
5 প্রভু মোশীকে বললেন,
6 তুমি লেবি গোষ্ঠী জড় করে আরোন যাজকের সামনে উপস্থিত কর, যেন তারা তার সেবায় থাকে।
7 তারা আবাসের সেবাকর্ম পালন ক'রে সাক্ষাৎ-তাঁবুর সামনে আরোনকে ও গোটা জনমণ্ডলীকে দেওয়া দায়িত্ব রক্ষা করে যাবে।
8 আবাসের সেবাকর্ম পালন ক'রে তারা সাক্ষাৎ-তাঁবুর সমস্ত দ্রব্য ও ইস্রায়েল সন্তানদের দেওয়া দায়িত্ব রক্ষা করে যাবে।
9 তুমি লেবীয়দের সম্পূর্ণ নিবেদিত ব্যক্তি হিসাবে আরোনের ও তার সন্তানদের হাতে দেবে; ইস্রায়েল সন্তানদের মধ্য থেকে তারাই তার হাতে নিবেদিত।
10 তুমি আরোন ও তার সন্তানদের যজনকর্ম পালনের জন্য নিযুক্ত করবে। অন্য গোষ্ঠীর যে কেউ কাছে আসবে, তার প্রাণদণ্ড হবে।'
11 প্রভু মোশীকে বললেন,
12 “দেখ, ইস্রায়েল সন্তানদের মধ্যে মাতৃগর্ভের সমস্ত প্রথমফলের বিনিময়ে আমি নিজেই ইস্রায়েল সন্তানদের মধ্য থেকে লেবীয়দের বেছে নিয়েছি; তাই তারা আমারই,
13 কারণ প্রথমজাত সকলে আমার। যেদিন আমি মিশর দেশে সমস্ত প্রথমজাতককে আঘাত করলাম, সেদিন মানুষ থেকে পশু পর্যন্ত ইস্রায়েলের সমস্ত প্রথমজাতককে আমারই উদ্দেশে স্বতন্ত্র করে রেখেছি; তারা আমারই হবে। আমি প্রভু!'
14 সিনাই মরুপ্রান্তরে প্রভু মোশীকে বললেন,
15 তুমি লেবির সন্তানদের তাদের পিতৃকুল ও গোত্র অনুসারে লোকগণনা কর : এক মাস ও তার বেশি বয়সের সমস্ত পুরুষকেই গণনা করবে।
16 মোশী প্রভুর কথামত তাদের লোকগণনা করলেন, যেভাবে প্রন্থ আজ্ঞা করেছিলেন।
17 লেবির সন্তানদের নাম এ গের্শোন, কেহাৎ ও মেরারি।
18 নিজ নিজ গোত্র অনুসারে গের্শোনের সন্তানদের নাম এ লিরি ও শিমেই।
19 নিজ নিজ গোত্র অনুসারে কেহাতের সন্তানেরা আম্রাম, ইস্হার, হেব্রোন ও উজ্জিয়েল।
20 নিজ নিজ গোত্র অনুসারে মেরারির সন্তানেরা : মাহ্লি ও মুশি। নিজ নিজ পিতৃকূল অনুসারে এরাই লেবীয়দের গোত্র।
21 গের্শোন থেকে লিরি-গোত্রের ও শিমেই-গোত্রের উদ্ভব হয়; এরা গেশোনীয়দের গোত্র।
22 এক মাস ও তার বেশি বয়সের সমস্ত পুরুষকে গণনা করলে এদের তালিকাভুক্ত লোকসংখ্যা হল সাত হাজার পাঁচশ' জন।
23 গেশোনীয়দের গোত্রগুলোর শিবির ছিল পশ্চিমদিকে আবাসের পশ্চাদ্ভাগে।
24 লায়েলের সন্তান এলিয়াসাফ ছিলেন গের্শোনীয়দের পিতৃকূল-নেতা।
25 সাক্ষাৎ-তাঁবুর ব্যাপারে গেশোনের এই সকল সন্তানদের দায়িত্ব ছিল আবাস, তাঁবু, তাঁবুর আচ্ছাদন-বস্ত্র, সাক্ষাৎ-তাঁবু-দ্বারের পরদা,
26 প্রাঙ্গণের জন্য কাপড়গুলো, আবাসের ও বেদির চারদিকের প্রাঙ্গণ দ্বারের পরদা ও সমস্ত কাজের প্রয়োজনীয় দড়ি রক্ষা করা।
27 কেহাৎ থেকে আম্রামীয় গোত্রের, ইস্হারীয় গোত্রের, হেব্রোনীয় গোত্রের ও উচ্ছিয়েলীয় গোত্রের উদ্ভব হয়; এরা কেহাতীয়দের গোত্র।
28 এক মাস ও তার বেশি বয়সের সমস্ত পুরুষকে গণনা করলে এদের সংখ্যা ছিল আট হাজার ছ'শোজন : এদের দায়িত্ব ছিল পবিত্রধাম রক্ষা করা।
29 কেহাতের সন্তানদের গোত্রগুলোর শিবির ছিল দক্ষিণদিকে আবাসের পাশে।
30 উজ্জিয়েলের সন্তান এলিসাফান ছিলেন কেহাতীয় গোত্রগুলোর পিতৃকুল-নেতা।
31 তাদের দায়িত্ব ছিল মঞ্জুষা, ভোজন-টেবিল, দীপাধার দুই বেদি, পবিত্রধামের উপাসনার জন্য সমস্ত পাত্র, সেই নানা কাপড়গুলো ও তা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিস রক্ষা করা।
32 আরোন যাজকের সন্তান এলেয়াজার ছিলেন লেবীয় নেতাদের নেতা; পবিত্রধাম রক্ষা করা যাদের দায়িত্ব ছিল, তিনি সেই সকলের উপরে নিযুক্ত ছিলেন।
33 মেরারি থেকে মাহ্লীয়দের গোত্রের ও মুশীয়দের গোত্রের উদ্ভব হয়; এরা মেরারীয়দের গোত্র।
34 এক মাস ও তার বেশি বয়সের সমস্ত পুরুষকে গণনা করলে এদের তালিকাভুক্ত লোকসংখ্যা হল ছ'হাজার দু'শোজন।
35 আবিহাইলের সন্তান সুরিয়েল ছিলেন মেরারীয় গোত্রগুলোর পিতৃকুল-নেতা। তাদের শিবির ছিল আবাসের উত্তরদিকে।
36 মেরারির সন্তানেরা যে দায়িত্বে নিযুক্ত হল, তা ছিল আবাসের বাতা, আঁকড়া, স্তম্ভ, চুঙি ও তার সমস্ত দ্রব্য, এবং তা সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত জিনিস ;
37 প্রাঙ্গণের চারদিকের স্তম্ভগুলো ও তাদের চুঙি, গোঁজ ও দড়ি রক্ষা করা।
38 মোশীর, আরোনের ও তাঁর সন্তানদের শিবির ছিল সাক্ষাৎ-তাঁবুর সামনে, পুব পাশে, পুবদিকে ; তাঁদের দায়িত্ব ছিল ইস্রায়েল সন্তানদের হয়ে পবিত্রধাম রক্ষা করা ; অন্য গোষ্ঠীর যে কোন মানুষ তার কাছে এলে মৃত্যুদণ্ডে দণ্ডিত হত।
39 প্রভুর আজ্ঞাক্রমে মোশী ও আরোন যে লেবীয়দের নিজ নিজ গোত্র অনুসারে লোকগণনা করেছিলেন, এক মাস ও তার বেশি বয়সের সেই সকল পুরুষ সবসমেত বাইশ হাজার ছিল।
40 প্রভু মোশীকে বললেন, ইস্রায়েলের মধ্যে এক মাস ও তার বেশি বয়সের প্রথমজাত সমস্ত পুরুষের লোকগণনা কর ও তাদের নামের সংখ্যা অনুসারে একটা তালিকা কর।
41 আমি প্রভু! আমারই স্বত্বাধিকার বলে তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতকদের পরিবর্তে লেবীয়দের নেবে, একই প্রকারে ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাত পশুদের পরিবর্তেও লেবীয়দের পশুধন নেবে।
42 মোশী প্রভুর আজ্ঞামত ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতককে গণনা করলেন;
43 তাদের এক মাস ও তার বেশি বয়সের সমস্ত প্রথমজাত পুরুষ নাম-সংখ্যা অনুসারে বাইশ হাজার দু'শো তিয়াত্তরজন তালিকাভুক্ত হল।
44 প্রভু মোশীকে বললেন,
45 “তুমি ইস্রায়েল সন্তানদের সমস্ত প্রথমজাতকদের পরিবর্তে লেবীয়দের নাও, ও তাদের পশুধনের পরিবর্তে লেবীয়দের পশুধন নাও : লেবীয়েরা আমারই হবে। আমি প্রভু।
46 ইস্রায়েল সন্তানদের প্রথমজাতকদের মধ্যে লেবীয়দের সংখ্যার চেয়ে অতিরিক্ত যে দু'শো তিয়াত্তরজন মুক্তিমূল্যের যোগ্য মানুষ,
47 তাদের এক একজনের জন্য পবিত্রধামের শেকেল অনুসারে পাঁচ পাঁচ শেকেল নেবে : কুড়ি গেরাতে এক শেকেল হয়।
48 তাদের সংখ্যার চেয়ে অতিরিক্ত সেই মানুষদের মুক্তিমূল্য তুমি আরোনকে ও তার সন্তানদের দেবে।
49 তাই লেবীয়দের দ্বারা মুক্ত লোক ছাড়া যারা বাকি থাকল, মোশী তাদের মুক্তির মূল্য নিলেন।
50 তিনি ইস্রায়েল সন্তানদের প্রথমজাত মানুষদের কাছ থেকে পবিত্রধামের শেকেল অনুসারে এক হাজার তিনশ' পঁয়ষট্টি শেকেল রুপো নিলেন।
51 প্রভুর কথামত মোশী সেই মুক্ত মানুষদের রুপো নিয়ে আরোনকে ও তাঁর সন্তানদের দিলেন, যেমন প্রভু মোশীকে আজ্ঞা করেছিলেন।