Index

গণনা পুস্তক - Chapter 10

1 প্রশ্ন মোশীকে আরও বললেন,
2 “তুমি দু'টো রুপোর তুরি তৈরি কর; পিটানো রুপোরই তৈরি কর। তুমি তা জনমণ্ডলীকে আহ্বান করার জন্য ও শিবির ওঠাবার জন্য ব্যবহার করবে।
3 সেই তুরি দু'টো বাজলে গোটা জনমণ্ডলী সাক্ষাৎ তাঁবুর প্রবেশদ্বারে তোমার কাছে সমবেত হবে।
4 কিন্তু কেবল একটা তুরি বাজলে তবে কেবল নেতারা, ইস্রায়েলের সেই সহস্রপতিরাই তোমার কাছে সমবেত হবে।
5 তোমরা রণধ্বনি সহ তুরি বাজালে পুবদিকের শিবিরের লোকেরা শিবির ওঠাবে।
6 তোমরা দ্বিতীয়বার রণধ্বনি সহ তুরি বাজালে দক্ষিণ দিকের শিবিরের লোকেরা শিবির ওঠাবে; যখন তাদের রওনা হতে হবে তখন রণধ্বনি সহ তুরি বাজাতে হবে।
7 কিন্তু যখন জনমণ্ডলীকে একত্রে সমবেত করতে হবে, তখন তোমরা তুরি বাজাবে, কিন্তু রণধ্বনি সহ নয়।
8 আরোনের সন্তান সেই যাজকেরাই সেই তুরি বাজাবে ; তোমাদের ও তোমাদের বংশধরদের জন্য এ হবে চিরস্থায়ী বিধি।
9 যখন তোমরা তোমাদের দেশে তোমাদের আক্রমণকারী বিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, তখন রণধ্বনি সহ তুরি বাজাবে ; তাতে তোমাদের পরমেশ্বর প্রভুর সামনে তোমাদের স্মরণ করা হবে, ও তোমরা তোমাদের শত্রুদের হাত থেকে রেহাই পাবে।
10 তেমনিভাবে তোমাদের আনন্দের দিনে, পর্বদিনে ও মাসের শুরুতে তোমাদের আহুতির ও তোমাদের মিলন-যজ্ঞের উপরে তোমরা সেই তুরি বাজাবে; তা তোমাদের পরমেশ্বর প্রভুর সামনে তোমাদের কথা স্মরণ করাবে। আমি প্রভু তোমাদের পরমেশ্বর।”
11 দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসে, সেই মাসের বিংশ দিনে মেঘটি সাক্ষ্যের আবাসের উপর থেকে ঊর্ধ্বে সরে গেল,
12 আর ইস্রায়েল সন্তানেরা তাদের যাত্রা-অনুক্রম অনুসারে সিনাই মরুপ্রান্তর থেকে রওনা হল; মেঘটি পারান মরুপ্রান্তরে থামল।
13 তাই মোশীর মধ্য দিয়ে দেওয়া প্রভুর আজ্ঞা অনুসারে তারা প্রথমবারের মত রওনা হল।
14 প্রথম হয়ে নিজ সৈন্যশ্রেণী অনুসারে যুদা-সন্তানদের শিবিরের নিশান চলল : তাদের সেনাপতি ছিলেন আমিনাদাবের সন্তান নাহসোন;
15 ইসাখার গোষ্ঠীর সেনাপতি ছিলেন সুয়ারের সম্ভা নেখানেয়েল
16 জাবুলোন গোষ্ঠীর সেনাপতি ছিলেন হেলোনের সন্তান এলিয়াব।
17 তখন আবাসটি খুলে দেওয়া হল, এবং গের্শোনের সন্তানেরা ও মেরারির সন্তানেরা আবাসটি বহন করতে করতে এগিয়ে যেতে লাগল।
18 তারপর নিজ সৈন্যশ্রেণী অনুসারে রূবেনের শিবিরের নিশান চলল : তাদের সেনাপতি ছিলেন শেদেউরের সন্তান এলিসুর:
19 সিমেডোন গোষ্ঠীর সেনাপতি ছিলেন সুরিসাদ্দাইয়ের সন্তান শেলুমিয়েল
20 গান গোষ্ঠীর সেনাপতি ছিলেন রেউয়েলের সন্তান এলিয়াসাফ।
21 পরে কেহাতীয়েরা পবিত্রধাম বহন করতে করতে রওনা হল ; ওরা গন্তব্য স্থানে এসে পৌঁছবার আগেই অন্যদের আবাস স্থাপন করার কথা ছিল।
22 তারপর নিজ সৈন্যশ্রেণী অনুসারে এফ্রাইম-সন্তানদের শিবিরের নিশান চলল : তাদের সেনাপতি ছিলেন আম্মিহুদের সন্তান এলিসামা;
23 মানাসে গোষ্ঠীর সেনাপতি ছিলেন পেদাঙ্গুরের সন্তান গামালিয়েল ;
24 বেঞ্জামিন গোষ্ঠীর সেনাপতি ছিলেন গিদিয়োনির সন্তান আবিদান।
25 তারপর সমস্ত শিবিরের পিছনে নিজ সৈন্যশ্রেণী অনুসারে দান-সন্তানদের শিবিরের নিশান চলল : তাদের সেনাপতি ছিলেন আম্মিসাদ্দাইয়ের সন্তান আহিয়েজের
26 আসের গোষ্ঠীর সেনাপতি ছিলেন অজ্ঞানের সন্তান পাগিয়েল ;
27 নেফালি গোষ্ঠীর সেনাপতি ছিলেন এনানের সন্তান আহিরা।
28 তাদের সৈন্যশ্রেণী অনুসারে ইস্রায়েল সন্তানদের যাত্রা-অনুক্রম এই ছিল ; এইভাবে তারা রওনা হল।
29 মোশী তাঁর শ্বশুর মিদিয়ানীয় রুয়েলের সন্তান হোবাবকে বললেন, “আমরা সেই স্থানেরই দিকে রওনা হচ্ছি, যে দেশের বিষয়ে প্রভু বলেছেন: আমি তা তোমাদের অধিকারে দেব। তুমিও আমাদের সঙ্গে এসো, আমরা তোমার মঙ্গল করব, কেননা প্রভু ইস্রায়েলের পক্ষে মঙ্গল করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।'
30 তিনি তাঁকে উত্তর দিলেন, 'আমি যাব না, আমি আমার আপন দেশে ও আপন ভাইদের কাছে ফিরে যাব।
31 মোশী বললেন, 'অনুরোধ করছি, আমাদের ছেড়ে যেয়ো না, কেননা তুমিই জান মরুপ্রান্তরের মধ্যে আমাদের কোথায় শিবির বসানো উচিত, এতে তুমি আমাদের পক্ষে চোখস্বরূপ হবে।
32 তুমি যদি আমাদের সঙ্গে চল, তবে প্রভু আমাদের প্রতি যে মঙ্গল করবেন, আমরা তোমার প্রতি তাই করব।'
33 তাই তারা প্রভুর পর্বত থেকে তিন দিন ধরে হেঁটে চলল; প্রভুর সন্ধি-মঞ্জুষাও তাদের জন্য বিশ্রামস্থানের খোঁজে সেই তিন দিন ধরে তাদের আগে আগে চলল।
34 শিবির থেকে রওনা হওয়ার সময় থেকে প্রভুর মেঘ দিনের বেলায় তাদের উপরে থাকত।
35 যখন মঞ্জুষা এগিয়ে যেত, তখন মোশী বলতেন : 'প্রভু, উত্থিত হও, তোমার শত্রুরা ছত্রভঙ্গ হোক, তোমার বিদ্বেষীরা তোমার সম্মুখ থেকে পালিয়ে যাক।'
36 যখন মঞ্জুষাটি থামত, তখন তিনি বলতেন: 'প্রভু, সহস্র সহস্র কোটি কোটি ইস্রায়েলীয়দের কাছে ফিরে এসো।'