Index

গণনা পুস্তক - Chapter 33

1 ইস্রায়েল সন্তানেরা যখন মোশী ও আরোনের পরিচালনায় নিজ নিজ সৈন্যশ্রেণী-ক্রমে মিশর দেশ থেকে বেরিয়ে এল, তখন তাদের যাত্রার ধাপগুলির বিবরণ এই।
2 মোশী প্রভুর আজ্ঞায় তাদের যাত্রার ধাপে ধাপে রওনা-স্থানগুলির বিবরণ লিখলেন; রওনা-স্থান ক্রমে তাদের যাত্রার ধাপগুলির বিবরণ এই।
3 তারা প্রথম মাসে, প্রথম মাসের পঞ্চদশ দিনে রাম্সেস থেকে রওনা হল : পাস্কার পরদিন ইস্রায়েল সন্তানেরা মিশরীয়দের চোখের সামনে উত্তোলিত হাতে বের হল;
4 একই সময়ে মিশরীয়েরা, তাদের মধ্যে প্রভু যাদের আঘাত করেছিলেন, তাদের সেই প্রথমজাতদের কবর দিচ্ছিল; প্রভু তাদের দেবতাদের উপরেও যোগ্য শান্তি ডেকে এনেছিলেন।
5 ইস্রায়েল সন্তানেরা রাম্সেস থেকে রওনা হয়ে সুক্কোতে শিবির বসাল।
6 সুক্কোৎ থেকে রওনা হয়ে এথামে শিবির বসাল, যা মরুপ্রান্তরের প্রান্তসীমায় অবস্থিত।
7 এথায় থেকে রওনা হয়ে পি-হাহিরোতের দিকে ফিরল, যা বায়াল সেফোনের সামনে, এবং মিদোলের সামনে শিবির বসাল।
8 পি-হাহিরোৎ থেকে রওনা হয়ে সমুদ্রের মধ্য দিয়ে মরুপ্রান্তরে প্রবেশ করল, এবং এথাম প্রান্তরে তিন দিনের পথ এগিয়ে গিয়ে মারায় শিবির বসাল।
9 মারা থেকে রওনা হয়ে এলিমে এসে পৌঁছল ; এলিমে বারোটা জলের উৎস ও সত্তরটা খেজুরগাছ ছিল; তারা সেইখানে শিবির বসাল।
10 এলিম থেকে রওনা হয়ে লোহিত সাগরের ধারে শিবির বসাল।
11 লোহিত সাগর থেকে রওনা হয়ে সীন মরুপ্রান্তরে শিবির বসাল।
12 সীন মরুপ্রান্তর থেকে রওনা হয়ে দকাতে শিবির বসাল।
13 দঙ্কা থেকে রওনা হয়ে আলুসে শিবির বসাল।
14 আলুস থেকে রওনা হয়ে রেফিদিমে শিবির বসাল : সেখানে লোকদের জন্য খাবার জল ছিল না।
15 বেফিদিম থেকে রওনা হয়ে সিনাই মরুপ্রান্তরে শিবির বসাল।
16 সিনাই মরুপ্রান্তর থেকে রওনা হয়ে কিরোৎ-হাত্তাবাতে শিবির বসাল।
17 কিব্রোৎ-হাত্তাবা থেকে রওনা হয়ে হাজেরোতে শিবির বসাল।
18 হাজেরোৎ থেকে রওনা হয়ে রিত্মাতে শিবির বসাল।
19 রিৎমা থেকে রওনা হয়ে রিম্মোন-পেরেসে শিবির বসাল।
20 রিম্মোন-পেরেস থেকে রওনা হয়ে লিরাতে শিবির বসাল।
21 লিরা থেকে রওনা হয়ে রিস্সাতে শিবির বসাল।
22 রিস্সা থেকে রওনা হয়ে কেহেলাথায় শিবির বসাল।
23 কেহেলাথা থেকে রওনা হয়ে শেফের পর্বতে শিবির বসাল।
24 শেফের পর্বত থেকে রওনা হয়ে হারাদাতে শিবির বসাল।
25 হারাদা থেকে রওনা হয়ে মাখেলোতে শিবির বসাল।
26 মাখেলো থেকে রওনা হয়ে তাহাতে শিবির বসাল।
27 তাহাৎ থেকে রওনা হয়ে তেরাহ্-তে শিবির বসাল।
28 তেরাহ্ থেকে রওনা হয়ে মিকাতে শিবির বসাল।
29 মিকা থেকে রওনা হয়ে হাসমোনাতে শিবির বসাল।
30 হাসমোনা থেকে রওনা হয়ে মোসেরাতে শিবির বসাল।
31 মোসেরাৎ থেকে রওনা হয়ে বেনে-ইয়াকানে শিবির বসাল।
32 বেনে-ইয়াকান থেকে রওনা হয়ে হোর- গিগানে শিবির বসাল।
33 হোর-গিদগাদ থেকে রওনা হয়ে যাথায় শিবির বসাল।
34 যাথা থেকে রওনা হয়ে আব্রোনায় শিবির বসাল।
35 আব্রোনা থেকে রওনা হয়ে এৎসিয়োন-গেবেরে শিবির বসাল।
36 এৎসিয়োন-গেবের থেকে রওনা হয়ে সীন মরুপ্রান্তরে অর্থাৎ কাদেশে শিবির বসাল।
37 কাদেশ থেকে রওনা হয়ে এদোম দেশের প্রান্তে অবস্থিত হোর পর্বতে শিবির বসাল।
38 আরোন যাজক প্রভুর আজ্ঞামত হোর পর্বতে গিয়ে উঠলেন; মিশর থেকে ইস্রায়েল সন্তানদের বেরিয়ে আসার চত্বারিংশ বছরের পঞ্চম মাসে, সেই মাসের প্রথম দিনে তিনি সেইখানে মরলেন।
39 হোর পর্বতে যখন আরোনের মৃত্যু হয়, তখন তাঁর বয়স একশ' তেইশ বছর।
40 কানান দেশে নেগেব-নিবাসী কানান-বংশীয় আরাদের রাজা সংবাদ পেলেন যে, ইস্রায়েল সন্তানেরা আসছে।
41 তারা হোর পর্বত থেকে রওনা হয়ে সালমোনায় শিবির বসাল।
42 সালমোনা থেকে রওনা হয়ে পুনোনে শিবির বসাল।
43 পুনোন থেকে রওনা হয়ে ওবোতে শিবির বসাল।
44 ওবোৎ থেকে রওনা হয়ে মোয়াবের এলাকায় অবস্থিত ইয়ে-আবারিমে শিবির বসাল।
45 ইয়ে থেকে রওনা হয়ে দিবোন-গাছে শিবির বসাল।
46 দিবোন-গাদ থেকে রওনা হয়ে আলমোন-দিরাথাইমে শিবির বসাল।
47 আলমোন-দিরাথাইম থেকে রওনা হয়ে নেবোর সামনে সেই আবারিম পর্বতমালায় শিবির বসাল।
48 আবারিম পর্বতমালা থেকে রওনা হয়ে মেরিখোর এলাকায় মর্দনের ধারে মোয়াবের নিম্নভূমিতে শিবির বসাল।
49 আর সেখানে, ধর্পনের কাছে, বেথ্-ইয়েসিমোৎ থেকে আবেল-সিত্তিম পর্যন্ত, মোয়াবের নিম্নভূমিতে শিবির বসিয়ে রইল।
50 যেরিখোর এলাকায় যদনের ধারে সেই মোয়াবের নিম্নভূমিতে প্রভু মোশীকে বললেন,
51 ইস্রায়েল সন্তানদের কাছে কথা বল; তাদের বল: তোমরা যখন যদন পার হয়ে কানান দেশে এসে উপস্থিত হবে,
52 তখন তোমাদের সামনে থেকে সেই দেশ-অধিবাসীদের তাড়িয়ে দেবে, তাদের সমস্ত প্রতিমা ভেঙে দেবে, ছাঁচে ঢালাই করা তাদের সমস্ত দেবমূর্তি বিনাশ করবে, ও তাদের সমস্ত উচ্চস্থান উচ্ছেদ করবে।
53 তোমরা সেই দেশ অধিকার করে তারই মধ্যে বসতি করবে, কেননা আমি সেই দেশ তোমাদের নিজেদের অধিকার-রূপে দিয়েছি।
54 তোমরা গুলিবাট ক্রমে নিজ নিজ গোত্র অনুসারে দেশটি ভাগ ভাগ করে নেবে; বড় গোত্রকে বড় উত্তরাধিকার দেবে, ছোট গোত্রকে ছোট উত্তরাধিকার দেবে; যার অংশ যে স্থানে পড়ে, তার অংশ সেই স্থানে হবে; তোমরা তোমাদের পিতৃগোষ্ঠী অনুসারে উত্তরাধিকার পাবে।
55 কিন্তু যদি তোমরা তোমাদের সামনে থেকে সেই দেশ অধিবাসীদের তাড়িয়ে না দাও, তবে যাদের তোমরা থাকতে দেবে তারা তোমাদের পক্ষে কাঁটা ও তোমাদের পাশে হুল স্বরূপ হয়ে থাকবে, এবং তোমাদের সেই বসতির দেশে তোমাদের যন্ত্রণা দেবে।
56 আমি তাদের প্রতি যা করতে সঙ্কল্প করেছি, তা তোমাদেরই প্রতি করব।