Index

গণনা পুস্তক - Chapter 34

1 প্রভু মোশীকে বললেন,
2 ইস্রায়েল সন্তানদের এই আজ্ঞা দাও, তাদের বল : যখন তোমরা কানান দেশে প্রবেশ করবে, তখন এই দেশ-ই উত্তরাধিকার-রূপে পাবে। যে দেশ পেতে যাচ্ছ, তার চতুঃসীমানা অনুসারে সেই কানান দেশ এই
3 এদোমের কাছে অবস্থিত সীন মরুপ্রান্তর থেকে তোমাদের দক্ষিণ অঞ্চল শুরু হবে; পুবদিকে লবণ-সাগরের প্রান্ত থেকেই তোমাদের দক্ষিণ সীমানা শুরু হবে।
4 তোমাদের সীমানা আক্রাব্বিম আরোহণ-পথের দক্ষিণদিকে ফিরে সীন পর্যন্ত যাবে, ও সেখান থেকে কাদেশ-বার্নেয়ার দক্ষিণদিকে যাবে, এবং হাসার আদারে এসে আসমোন পর্যন্ত যাবে।
5 ওই সীমানা আসমোন থেকে মিশরের নদীর দিকে ফিরে যাবে, এবং সমুদ্র পর্যন্ত গিয়ে শেষ হবে।
6 তোমাদের পশ্চিম সীমানা হিসাবে মহাসমুদ্রই রইল, এটিই তোমাদের পশ্চিম সীমানা।
7 তোমাদের উত্তর সীমানা এই তোমরা মহাসমুদ্র থেকে হোর পর্বত পর্যন্ত একটা রেখা টানবে,
8 এবং হোর পর্বত থেকে হামাতের প্রবেশস্থান পর্যন্ত একটা রেখা টানবে; সেখান থেকে সেই সীমানা সেদাদ পর্যন্ত বিস্তৃত হবে।
9 সেই সীমানা জিফ্রোন পর্যন্ত যাবে, ও হাসার-এনান পর্যন্ত বিস্তৃত হবে : এটিই তোমাদের উত্তর সীমানা।
10 পুব সীমানার জন্য তোমরা হাৎসার-এনান থেকে শেফাম পর্যন্ত একটা রেখা টানবে।
11 সেই সীমানা শেফাম থেকে আইন-এর পুবদিক হয়ে রিব্লা পর্যন্ত নেমে যাবে; সেই সীমানা নেমে পুবদিকে কিন্নেরেথ হ্রদের তীর পর্যন্ত যাবে।
12 সেই সীমানা যদন দিয়ে যাবে, এবং লবণ-সাগর পর্যন্ত বিস্তৃত হবে; তার চতুঃসীমানা অনুসারে এই হবে তোমাদের দেশ।
13 মোশী ইস্রায়েল সন্তানদের এই আজ্ঞা জানিয়ে বললেন, 'যে দেশ তোমরা গুলিবাট ক্রমে অধিকার করে নেবে, প্রভু সাড়ে নয় গোষ্ঠীকে যে দেশ দিতে আজ্ঞা করেছেন, এ সেই দেশ।
14 কেননা নিজ নিজ পিতৃকুল অনুসারে রুবেন সন্তানদের গোষ্ঠী, নিজ নিজ পিতৃকুল অনুসারে গাদ-সন্তানদের গোষ্ঠী তাদের আপন উত্তরাধিকার পেয়ে গেছে, ও মানাসের অর্ধেক গোষ্ঠীও পেয়ে গেছে।
15 যেরিখোর এলাকায় বর্মনের পুর্বপারে সূর্যোদয়ের দিকে সেই আড়াই গোষ্ঠী নিজ নিজ উত্তরাধিকার পেয়েছে।'
16 প্রভু মোশীকে বললেন,
17 যারা তোমাদের মধ্যে দেশ ভাগ ভাগ করে দেবে তাদের নাম এই : এলেয়াজার যাজক ও নূনের সন্তান যোওয়া
18 তোমরা প্রতিটি গোষ্ঠী থেকে এক একজন নেতাকেও দেশ বিভাগ করার জন্য নেবে।
19 তাদের নাম এই : ঘুদা গোষ্ঠীর পক্ষে যেফুল্লির সন্তান কালেব ;
20 সিমেয়োন-সন্তানদের গোষ্ঠীর পক্ষে আত্মিহুদের সন্তান সামুয়েল;
21 বেঞ্জামিন গোষ্ঠীর পক্ষে কিয়োনের সন্তান এলিদাদ
22 দান-সন্তানদের গোষ্ঠীর পক্ষে যগ্নির সন্তান নেতা বুদ্ধি;
23 যোসেফের সন্তানদের পক্ষে : মানাসে সন্তানদের গোষ্ঠীর পক্ষে এফোদের সন্তান নেতা হান্নিয়েল
24 এফ্রাইম-সন্তানদের গোষ্ঠীর পক্ষে শিস্টানের সন্তান নেতা কেমুয়েল ;
25 জাবুলোন-সন্তানদের গোষ্ঠীর পক্ষে পার্নাকের সন্তান নেতা এলিসাফান:
26 ইসাখার-সন্তানদের গোষ্ঠীর পক্ষে আজ্জানের সন্তান নেতা পাল্টিয়েল:
27 আসের সন্তানদের গোষ্ঠীর পক্ষে সেলোমির সন্তান নেতা আহিহুদ
28 নেঙ্গালি-সন্তানদের গোষ্ঠীর পক্ষে আম্মিহুদের সন্তান নেতা পেদাহেল।
29 এরাই সেই ব্যক্তি, কানান দেশ ইস্রায়েল সন্তানদের মধ্যে নানা উত্তরাধিকারে ভাগ ভাগ করে দিতে প্রভু যাদের আজ্ঞা করলেন।