1 প্রভু মোশীকে বললেন,
2 “তুমি আরোন যাজকের সন্তান এলেয়াজারকে বল, সে যেন অগ্নিদাহ থেকে ওই সকল ধূপদানি উঠিয়ে নেয় ও সেগুলোর আগুন এখান থেকে দূরে ঝেড়ে ফেলে, কেননা সেই সকল ধূপদানি পবিত্র।
3 ওই যে পাপীরা পাপ করে নিজেদের প্রাণের সর্বনাশ ঘটিয়েছিল, তাদের ধূপদানিগুলো পিটিয়ে যজ্ঞবেদিতে মুড়ে দেবার জন্য পাত প্রস্তুত করা হোক, কেননা সেই সবগুলো প্রভুর সামনে নিবেদন করা হয়েছিল বলে পবিত্রীকৃতই হয়েছে; সেই সবগুলো ইস্রায়েল সন্তানদের পক্ষে সাবধান-চিহ্ন হবে।
4 তাই যারা পুড়ে মরল, তারা ব্রঞ্জের যে যে ধূপদানি নিবেদন করেছিল, এলেয়াজার যাজক সেই সবগুলো নিলেন ; তা পিটিয়ে যজ্ঞবেদিতে মুড়ে দেবার জন্য পাত প্রস্তুত করা হল,
5 যেমন প্রভু মোণীর মধ্য দিয়ে তাঁকে আভা করেছিলেন। ইসায়েল সম্ভানদের জন্য তা স্মরণ-চিহ্ন : হ্যাঁ, আরোন-বংশজাত নয় অন্য বংশের এমন কোন মানুষ যেন প্রভুর সামনে ধূপ জ্বালাতে এগিয়ে না যায় এবং কোরার ও তার দলের মত দশা তারও যেন না হয়।
6 পরদিন ইস্রায়েল সন্তানদের গোটা জনমণ্ডলী মোশীর ও আরোনের বিরুদ্ধে গজগজ করে একথা বলল : 'তোমরাই প্রভুর জনগণের মৃত্যু ঘটালে !'
7 জনমণ্ডলী মোশীর ও আরোনের বিরুদ্ধে একজোট হলে লোকেরা সাক্ষাৎ-তাঁবুর দিকে মুখ ফেরাল, আর দেখ, মেঘটি তা ঢেকে দিয়েছে ও প্রভুর গৌরব দেখা দিয়েছে।
8 তখন মোশী ও আরোন সাক্ষাৎ তাঁবুর সামনে এগিয়ে এলেন।
9 প্রভু মোশীকে বললেন,
10 তোমরা এই জনমণ্ডলীর মধ্য থেকে দূরে যাও, আমি এক নিমেষেই এদের সংহার করব!' তাঁরা উপুড় হয়ে পড়লেন।
11 তখন মোশী আরোনকে বললেন, 'একটা ধূপদানি নাও, যজ্ঞবেদির উপর থেকে আগুন নিয়ে তার মধ্যে দাও, ও তার মধ্যে ধূপ দিয়ে তাড়াতাড়ি জনমণ্ডলীর কাছে গিয়ে তাদের জন্য প্রায়শ্চিত্ত-রীতি পালন কর; কেননা প্রভুর সামনে থেকে ক্রোধ নির্গত হল, মড়ক শুরু হয়ে গেল।
12 মোশীর কথামত আরোন তৎক্ষণাৎ ধূপদানি হাতে নিয়ে জনসমাবেশের মাঝখানে দৌড়ে গেলেন, কিন্তু ইতিমধ্যে জনগণের মধ্যে মড়ক শুরু হয়েছিল; তাই তিনি ধূপ দিয়ে জনগণের জন্য প্রায়শ্চিত্ত-রীতি পালন করলেন।
13 তিনি মৃত ও জীবিত লোকদের মধ্যে দাঁড়ালেন আর মড়ক থেমে গেল।
14 যারা কোরার ব্যাপারে মারা পড়েছিল, তারা ছাড়া আরও চৌদ্দ হাজার সাতশ' লোক ওই মড়কের আঘাতে মারা পড়ল।
15 আরোন সাক্ষাৎ-তাঁবুর প্রবেশদ্বারে যোশীর কাছে ফিরে গেলেন, আর মড়ক থামানো হল।
16 প্রভু মোশীকে বললেন,
17 ইস্রায়েল সন্তানদের কাছে কথা বল, ও তাদের পিতৃকুল অনুসারে সমস্ত নেতাদের পক্ষ থেকে এক এক পিতৃকুলের জন্য এক একটা লাঠি, মোট বারোটা লাঠি নাও; প্রতিটি লাঠিতে তার নাম লিখবে :
18 লেবির লাঠিতে আরোনের নাম লিখবে, কেননা তাদের এক একজন পিতৃকুলপতির জন্য এক একটা লাঠি হবে।
19 সাক্ষাৎ-তাঁবুতে যে স্থানে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করি, সেইখানে সাক্ষ্য-মঞ্জুষার সামনে সেই লাঠিগুলো রাখবে।
20 যে লোক আমার মনোনীত, তার লাঠিতে কচি ফুল ধরবে, তাতে ইস্লায়েল সন্তানেরা গজগজ করে তোমাদের বিরুদ্ধে যে কথা বলে, তা আমি নিজের সামনে থেকেও বন্ধ করে দেব।'
21 মোশী ইস্রায়েল সন্তানদের এই সমস্ত কথা বললে তাদের নেতারা সকলে তাদের পিতৃকুল অনুসারে এক একজন নেতার জন্য এক একটা লাঠি—মোট বারোটা লাঠি—তাঁকে দিলেন; আরোনের লাঠি সবগুলোর মধ্যে ছিল।
22 মোশী ওই সকল লাঠি নিয়ে সাক্ষ্য তাঁবুতে প্রভুর সামনে রাখলেন।
23 পরদিন মোশী সাক্ষ্য-তাঁবুতে ঢুকলেন, আর দেখ, লেবি গোষ্ঠীর পক্ষে আরোনের লাঠিতে অঙ্কুর ধরেছে : হ্যাঁ, তাতে কচি-ফুল ধরেছে, ও পুষ্পিত হয়ে বাদাম ফল ধরেছে।
24 তখন মোশী প্রভুর সামনে থেকে ওই সকল লাঠি বের করে সমগ্র ইস্রায়েল সন্তানদের সামনে আনলেন ; তাঁরা তা দেখে প্রত্যেকে নিজ নিজ লাঠি নিলেন।
25 প্রভু মোশীকে বললেন, 'আরোনের লাঠি আবার সাক্ষ্য-মঞ্জুষার সামনে রাখ, তা বিদ্রোহীদের বিরুদ্ধে সাবধান চিহ্ন হবে, এতে আমার বিরুদ্ধে এদের গজগজানিও বন্ধ হবে, যেন এরা না মরে।
26 প্রভু তাঁকে যেমন বলেছিলেন, মোশী সেইমত করলেন ; তিনি ঠিক তাই করলেন।
27 ইস্রায়েল সন্তানেরা মোশীকে বলল, 'এই যে, আমরা মরতে বসেছি, আমাদের বিনাশ ঘটছে, আমাদের সকলেরই বিনাশ ঘাটছে:
28 যে কেউ প্রভুর আবাসের কাছে কখনও এগিয়ে যায়, সে মরে; তবে আমরা কি সকলেই মারা পড়ব?”