1 নেগের-নিবাসী কানান-বংশীয় আরাদের রাজা যেইমাত্র শুনতে পেলেন, ইস্রায়েল আথারিমের পথ দিয়ে আসছে, তখনই ইস্রায়েলকে আক্রমণ করলেন ও তাদের কয়েকজনকে বন্দি করলেন।
2 তখন ইস্রায়েল এই বলে প্রভুর উদ্দেশে মানত করল : 'তুমি যদি এই লোকদের আমার হাতে তুলে দাও, তবে আমি তাদের শহরগুলো বিনাশ-মানতের বস্তু করব।'
3 প্রভু ইস্রায়েলের কণ্ঠে কান দিয়ে সেই কানানীয়দের তাদের হাতে তুলে দিলেন, আর ইয়ায়েল তাদের ও তাদের সমস্ত শহর বিনাশ-মানতের বস্তু করল, এবং সেই জায়গার নাম হর্মা রাখল।
4 তারা হোর পর্বত থেকে রওনা হয়ে এদোম অঞ্চলের পাশ কাটিয়ে যাবার জন্য লোহিত সাগরের দিকে যাত্রা করল; কিন্তু পথ চলতে চলতে তারা ধৈর্যহারা হয়ে পড়ল।
5 তারা পরমেশ্বর ও মোশীর বিরুদ্ধে বলতে লাগল : 'এই মরুপ্রান্তরে আমাদের মৃত্যু ঘটাবার জন্য তোমরা কেন মিশর থেকে আমাদের বের করে এনেছ? এখানে রুটিও নেই, জলও নেই; আর এই হালকা খাবারের প্রতি আমাদের - একেবারে বিতৃষ্ণা হয়েছে।'
6 তখন প্রভু লোকদের মধ্যে বিষাক্ত সাপ পাঠালেন : এগুলো লোকদের কামড় দিলে ইস্রায়েলের অনেকে মারা পড়ল।
7 লোকেরা মোশীকে এসে বলল, 'প্রভুর বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে কথা বলে আমরা পাপ করেছি। তুমি প্রভুর কাছে প্রার্থনা কর, যেন তিনি আমাদের কাছ থেকে এই সকল সাপ দূর করে দেন।' মোশী লোকদের হয়ে প্রার্থনা করলেন,
8 এবং প্রভু মোশীকে বললেন, 'তুমি একটা সাপ তৈরি করে তা একটা পতাকাদণ্ডের মাথায় লাগাও ; যাকে সাপে কামড়িয়েছে, সে এই সাপের দিকে তাকালে বাঁচবে।
9 মোশী ব্রঞ্জের একটা সাপ তৈরি করে তা পতাকাদণ্ডের মাথায় লাগালেন; আর সাপে কোন মানুষকে কামড়ালে সে যদি ওই ব্রঞ্জের সাপের দিকে তাকাত, তাহলে বাঁচত।
10 পরে ইস্রায়েল সন্তানেরা রওনা হয়ে ওবোতে শিবির বসাল।
11 ওবোৎ থেকে রওনা হয়ে, সূর্যোদয়ের দিকে মোয়াবের সামনে যে মরুপ্রান্তর রয়েছে, সেই প্রান্তরে ইয়ে-আবারিমে শিবির বসাল।
12 সেখান থেকে রওনা হয়ে জেরেদ উপত্যকায় শিবির বসাল।
13 তারপর সেখান থেকে রওনা হয়ে আর্নোনের ওপারে শিবির বসাল : এই আর্নোন নদী মরুপ্রান্তরে বয়, তার উৎস আমোরীয়দের এলাকা থেকে নির্গত; আসলে আর্নোন মোয়াবের ও আমোরীয়দের মধ্যে মোয়াবের সীমানা।
14 এজন্য প্রভুর যুদ্ধপুস্তকে বলা আছে :
15 “সুফাতে বাহের ও তার যত খরস্রোত, আর্নোন ও যত খরস্রোতের পার্শ্ব-ভূমি, যা আর লোকালয়ের দিকে বয়ে যায় ও মোয়াবের সীমানায় ভর করে।
16 সেখান থেকে তারা বের নামে জায়গায় এল : এই কুয়োর বিষয়েই প্রভু মোশীকে বলেছিলেন, 'তুমি জনগণকে সমবেত কর, আমি তাদের জল দেব।”
17 সেসময়ই ইস্রায়েল এই সঙ্গীত গান করল:
18 “হে কুয়ো, তোমা থেকে জল নির্গত হোক ; তোমরা কুয়োটার উদ্দেশে গান কর! এ সেই কুয়ো, যা নেতাদের দ্বারা খোঁড়া হয়েছে, যা রাজদণ্ড ও তাদের যষ্টি দিয়ে জনগণের প্রধানেরা খুঁড়েছেন।'
19 মরুপ্রান্তর থেকে তারা মাস্তানায়, মাস্তানা থেকে নাহালিয়েলে, নাহালিয়েল থেকে বামোতে,
20 ও বামোৎ থেকে সেই উপত্যকায় গেল, যা রয়েছে মোয়াবের নিম্নভূমিতে সেই পিস্পার চূড়ার কাছে যা মরুপ্রান্তরের সম্মুখীন।
21 ইস্রায়েল দূত পাঠিয়ে আমোরীয়দের রাজা সিহোনকে বলল:
22 তোমার দেশের মধ্য দিয়ে আমাদের যেতে দাও; আমরা পথ ছেড়ে শস্যখেতে বা আঙুরখেতে ঢুকব না, কুয়োর জলও পান করব না; যে পর্যন্ত তোমার এলাকা পার না হই, সেপর্যন্ত সোজা রাস্তা দিয়ে চলব।'
23 কিন্তু সিহোন তাঁর এলাকার মধ্য দিয়ে ইস্রায়েলকে যেতে দিলেন না; বরং তাঁর সমস্ত জনগণকে জড় করে ইস্রায়েলের বিরুদ্ধে মরুপ্রান্তরে বেরিয়ে পড়লেন, এবং যাহাসে এসে পৌঁছে ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করলেন।
24 ইস্রায়েল খড়ের আঘাতে তাঁকে প্রাণে মেরে পরাস্ত করল ও আর্নোন থেকে যাঝোক পর্যন্ত অর্থাৎ আস্থোনীয়দের কাছ পর্যন্ত তাঁর দেশ জয় করে নিল; কারণ আম্মোনীয়দের সীমানা শক্তিশালী ছিল।
25 ইস্রায়েল সেই সমস্ত শহর কেড়ে নিল, এবং ইস্রায়েল আমোরীয়দের সকল শহরে, হেসবোনে ও সেখানকার সমস্ত উপনগরে বাস করতে লাগল ;
26 বস্তুতপক্ষে হেসবোন ছিল আমোরীয়দের রাজা সিহোনের রাজধানী; তিনি মোয়াবের আগেকার রাজার বিরুদ্ধে যুদ্ধ করে তাঁর হাত থেকে আর্নোন পর্যন্ত তাঁর সমস্ত দেশ ছিনিয়ে। নিয়েছিলেন।
27 এজন্য কবিরা বলেন :
28 “তোমরা হেসবোনে এসো, সিহোনের শহর শক্ত করেই নির্মিত ও স্থাপিত! কেননা হেসবোন থেকে আগুন নির্গত হল, সিহোনের শহর থেকে অগ্নিশিখা নির্গত হয়ে আর্-মোয়াবকে গ্রাস করল, আর্নোনের উচ্চস্থানগুলোর নেতৃবৃন্দকে গ্রাস করল।
29 হে মোয়াব, ধিক তোমাকে! হে কামোশের প্রজাবৃন্দ, তোমাদের বিনাশ হল। সে তার আপন সন্তানদের করল পলাতক, তার আপন কন্যাদের তুলে দিল বন্দিদশায় আমোরীয়দের রাজা সিহোনের হাতে।
30 কিন্তু আমরা তাদের বিধিয়ে ফেলেছি! হেসবোন এবার দিবোন পর্যন্ত ধ্বংসিত ; আমরা নোফাহ্ পর্যন্ত সব ধ্বংস করেছি, যা মেদেবার কাছে অবস্থিত।
31 তাই ইস্রায়েল আমোরীয়দের দেশে বসতি করল।
32 মোশী যায়াস পরিদর্শন করতে লোক পাঠালেন, আর ইস্রায়েল সন্তানেরা সেখানকার শহরগুলো কেড়ে নিল ও সেখানে যে আমোরীয়েরা ছিল, তাদের দেশছাড়া করল।
33 পরে তারা অন্য দিকে ফিরে বাশানের দিকের পথে গিয়ে উঠল। বাশানের রাজা ওগ ও তাঁর সমস্ত জনগণ বেরিয়ে পড়ে তাদের বিরুদ্ধে এয়েইতে যুদ্ধ করতে গেলেন।
34 প্রভু মোশীকে বললেন, 'তুমি একে ভয় পেয়ো না, কেননা আমি একে, এর সমস্ত জনগণকে ও এর দেশ তোমার হাতে তুলে দিলাম। তুমি এর প্রতি সেইমত ব্যবহার কর, হেসবোনে বাস করত আমোরীয়দের রাজা সেই সিহোনের প্রতি যেভাবে ব্যবহার করেছিলে।'
35 ইস্রায়েল সন্তানেরা তাঁকে, তাঁর সন্তানদের ও তাঁর সমস্ত লোককে এমন আঘাত হানল যে, তাঁর কেউই বেঁচে থাকল না। তারা তাঁর দেশ অধিকার করে নিল।