Index

গণনা পুস্তক - Chapter 2

1 প্রভু মোশী ও আরোনকে আরও বললেন,
2 ইস্রায়েল সস্তানেরা তাদের পিতৃকুলের প্রতীকের সঙ্গে নিজ নিজ নিশানের নিচে শিবির বসাবে; তারা সাক্ষাৎ-তাঁবু থেকে কিছু দূরে, তার চারপাশেই, শিবির বসাবে।
3 পুব পাশে পুবদিকে নিজ সৈন্যশ্রেণী অনুসারে যুদার শিবিরের নিশান শিবির বসাবে :
4 যুদা-সন্তানদের নেতা আগ্নিনাদাবের সন্তান নাহসোন: তার সৈন্যদল চুয়াত্তর হাজার ছ'শো তালিকাভুক্ত লোক।
5 তার পাশে শিবির বসাবে ইসাখার গোষ্ঠী : ইসাখার-সন্তানদের নেতা সুয়ারের সন্তান নেখানেয়েল
6 তার সৈন্যদল চুয়ান্ন হাজার চারশ' তালিকাভুক্ত লোক।
7 তারপর জাবুলোন গোষ্ঠী : জাবুলোন-সন্তানদের নেতা হেলোনের সন্তান এলিয়াব
8 তার সৈন্যদল সাতান্ন হাজার চারশ' তালিকাভুক্ত লোক।
9 যুদার শিবিরের তালিকাভুক্ত লোকেরা নিজ নিজ সৈন্যশ্রেণী অনুসারে সবসমেত এক লক্ষ ছিয়াশি হাজার চারশ' লোক। তারা প্রথম দল হয়ে যাত্রাপথে রওনা হবে।
10 দক্ষিণ পাশে নিজ সৈন্যশ্রেণী অনুসারে রুবেনের শিবিরের নিশান থাকবে: রুবেন সন্তানদের নেতা শেদেউরের সস্তান এলিসুর,
11 তার সৈন্যদল ছেচল্লিশ হাজার পাঁচশ' তালিকাভুক্ত লোক।
12 তার পাশে শিবির বসাবে সিমেয়োন গোষ্ঠী : সিমেয়োন-সন্তানদের নেতা সুরিসাদ্দাইয়ের সন্তান শেলুমিয়েল,
13 তার সৈন্যদল ঊনষাট হাজার তিনশ' তালিকাভুক্ত লোক।
14 তারপর গাদ গোষ্ঠী : গাদ-সন্তানদের নেতা রেউয়েলের সন্তান এলিয়াসাফ,
15 তার সৈন্যদল পঁয়তাল্লিশ হাজার ছ'শো পঞ্চাশজন তালিকাভুক্ত লোক।
16 জবেনের শিবিরের তালিকাভুক্ত লোকেরা নিজ নিজ সৈন্যশ্রেণী অনুসারে সবসমেত এক লক্ষ একার হাজার চারশত পঞ্চাশজন লোক। তারা দ্বিতীয় দল হয়ে যাত্রাপথে রওনা হবে।
17 তারপর সাক্ষাৎ-তাঁবু লেবীয়দের শিবিরের সঙ্গে সমস্ত শিবিরের মাঝখান হয়ে যাত্রাপথে রওনা হবে; তারা যে অনুক্রম অনুসারে শিবিরে নিজ নিজ তাঁবু খাটিয়েছিল, সেই অনুসারে যে যার শ্রেণিতে যে যার নিশানের পাশে পাশে থেকে চলবে।
18 পশ্চিম পাশে নিজ সৈন্যশ্রেণী অনুসারে এফ্রাইমের শিবিরের নিশান থাকবে : এফ্লাইম-সন্তানদের নেতা আম্মিহুদের সন্তান এলিসামা,
19 তার সৈন্যদল চল্লিশ হাজার পাঁচশ' তালিকাভুক্ত লোক।
20 তাদের পাশে মানাসে গোষ্ঠী থাকবে : মানাসে-সন্তানদের নেতা পেদাঙ্গুরের সন্তান গামালিয়েল,
21 তার সৈন্যদল বত্রিশ হাজার দু'শো তালিকাভুক্ত লোক।
22 তারপর বেঞ্জামিন গোষ্ঠী : বেঞ্জামিন-সন্তানদের নেতা গিদিয়োনির সন্তান আবিদান,
23 তার সৈন্যদল পঁয়ত্রিশ হাজার চারশ' তালিকাভুক্ত লোক।
24 এফ্রাইমের শিবিরের তালিকাভুক্ত লোকেরা নিজ নিজ সৈন্যশ্রেণী অনুসারে সবসমেত এক লক্ষ আট হাজার একশ' লোক। তারা তৃতীয় দল হয়ে যাত্রাপথে রওনা হবে।
25 উত্তর পাশে নিজ সৈন্যশ্রেণী অনুসারে দানের শিবিরের নিশান থাকবে : দান-সন্তানদের নেতা আম্মিসাদ্দাইয়ের সন্তান আহিয়েজের,
26 তার সৈন্যদল বাষট্টি হাজার সাতশ' তালিকাভুক্ত লোক।
27 তাদের পাশে আসের গোষ্ঠী থাকবে : আসের-সন্তানদের নেতা অক্রানের সন্তান পাগিয়েল,
28 তার সৈন্যদল একচল্লিশ হাজার পাঁচশ' তালিকাভুক্ত লোক।
29 তারপর নেফালি গোষ্ঠী : নেফালি-সন্তানদের নেতা এনানের সন্তান আহিরা,
30 তার সৈনাদল তিপ্পান্ন হাজার চারশ' তালিকাভুক্ত লোক।
31 দানের শিবিরের তালিকাভুক্ত লোকেরা নিজ নিজ সৈন্যশ্রেণী অনুসারে সবসমেত এক লক্ষ সাতান্ন হাজার ছ'শো লোক। তারা নিজ নিজ নিশান নিয়ে সকলের শেষে যাত্রাপথে রওনা হবে।'
32 এরা ইস্রায়েল সন্তানদের পিতৃকুল অনুসারে তালিকাভুক্ত লোক : সৈন্যদল অনুসারে শিবিরের গণিত লোক সবসমেত ছ'লক্ষ তিন হাজার সাড়ে পাঁচশ'।
33 কিন্তু লেবীয়েরা ইস্রায়েল সস্তানদের মধ্যে তালিকাভুক্ত হল না, যেমন গ্রন্থ মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
34 প্রভু মোশীকে যে সমস্ত আজ্ঞা দিয়েছিলেন, ইস্রায়েল সন্তানেরা সেইমত কাজ করল; তাই তারা নিজ নিজ গোত্র ও পিতৃকুল অনুসারে নিজ নিজ নিশানের কাছে শিবির বসাত ও যাত্রাপথে রওনা হত।