Index

গণনা পুস্তক - Chapter 32

1 রূবেন-সন্তানদের ও গাদ-সন্তানদের পশুধনের পরিমাণ অনেকই ছিল ; তারা যখন দেখল, ঘাসের দেশ ও গিলেয়াদ দেশ পশুপালনেরই উপযুক্ত স্থান,
2 তখন গাদ-সন্তানেরা ও রূবেন সন্তানেরা এগিয়ে এসে মোশীকে, এলেয়াজার যাজককে ও জনমণ্ডলীর নেতাদের বলল,
3 আটারোং, দিবোন, যাসের, নিম্না, হেসবোন, এলেয়ালে, সেবাম, নেবো ও বেয়োন,
4 এই যে দেশগুলো প্রভু ইস্রায়েল জনমণ্ডলীর চোখের সামনে জয় করেছেন, পশুপালনের জন্য সেগুলো উপযুক্ত দেশ, আর আপনার এই দাসেরা পশুপালনেরই মানুষ।'
5 তারা আরও বলল, 'আমরা যদি আপনার অনুগ্রহের পাত্র হয়ে থাকি, তবে আপনার দাসদের অধিকার রূপে এই দেশ দেওয়া হোক; যদনের ওপারে আমাদের নিয়ে যাবেন না।'
6 মোশী গাদ-সন্তানদের ও রূবেন-সন্তানদের বললেন, ‘তবে কি তোমাদের ভাইয়েরা যুদ্ধ করতে যাবে, আর তোমরা এই জায়গায় বসে থাকবে?
7 প্রভুর দেওয়া দেশে পার হয়ে যেতে ইস্রায়েল সন্তানদের তোমরা কেন নিরাশ করছ?
8 আমি যখন দেশ পরিদর্শন করতে কাদেশ-বার্নেয়া থেকে তোমাদের পিতাদের পাঠিয়েছিলাম, তখন তারা ঠিক তাই করেছিল;
9 তারা এস্কোল উপত্যকা পর্যন্ত গিয়ে দেশ পরিদর্শন করে প্রভুর দেওয়া দেশে যেতে ইস্রায়েল সন্তানদের নিরাশ করেছিল।
10 সেদিন প্রস্তুর ক্রোধ জ্বলে উঠলে তিনি শপথ করে বলেছিলেন:
11 “আমি আব্রাহামকে, ইসায়াককে ও যাকোবকে যে দেশভূমি দেব বলে শপথ করেছি, মিশর থেকে আসা পুরুষদের মধ্যে কুড়ি বছর ও তার বেশি বয়সের কেউই সেই দেশভূমি দেখতে পাবে না, কেননা তারা পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে আমার অনুসরণ করেনি;
12 কেবল কেনিজীয় যেফুল্লির সন্তান কালের ও নূনের সন্তান যোশুয়া তা দেখতে পাবে, কারণ তারাই পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে প্রভুর অনুসরণ করেছে।”
13 তখন ইস্রায়েলের উপরে প্রভুর ক্রোধ জ্বলে উঠল। তিনি এমনটি করলেন যে, প্রভুর দৃষ্টিতে যারা কুকর্ম করেছিল, সেই প্রজন্মের সকল মানুষ মিলিয়ে না যাওয়া পর্যন্ত ইস্রায়েল চল্লিশ বছর ধরে মরুপ্রান্তরে উদ্দেশবিহীন ভাবে ঘুরে বেড়াল।
14 আর দেখ, ইস্রায়েলের উপরে প্রভুর ভয়ঙ্কর ক্রোধ আরও বাড়াবার জন্য, পাপিষ্ঠ জনগণের বংশ যে তোমরা, তোমরা এখন তোমাদের পিতাদের জায়গায় উঠেছ!
15 কেননা তাঁকে আর অনুসরণ না করে যদি তোমরা সরেই যাও, তবে তিনি আবার ইস্রায়েলকে মরুপ্রান্তরে ফেলে রাখবেন, তখন তোমরা এই সমস্ত জনগণের বিনাশ ঘটাবে।'
16 কিন্তু তারা এগিয়ে এসে তাঁকে বলল, 'আমরা এইখানে আমাদের পশুদের জন্য ঘেরি ও আমাদের ছেলেমেয়েদের জন্য শহর নির্মাণ করব।
17 তবু আমরা যে পর্যন্ত ইস্রায়েল সন্তানদের তাদের নিরূপিত স্থানে না নিয়ে যাই, সেপর্যন্ত অস্ত্রসজ্জিত হয়ে তাদের আগে আগে চলব; এর মধ্যে আমাদের ছেলেমেয়েরা দেশের অধিবাসীদের ভয়ে প্রাচীর ঘেরা নগরে থাকবে।
18 ইস্রায়েল সন্তানেরা প্রত্যেকেই যে পর্যন্ত নিজ নিজ উত্তরাধিকার দখল না করে, সেপর্যন্ত আমরা আমাদের পরিবারের কাছে ফিরে আসব না।
19 যদনের ওপারে বা তার ওদিকে ওদের সঙ্গে আমাদের কোন উত্তরাধিকার থাকবে না, কারণ ঘর্দনের এই পুবপারেই আমাদের উত্তরাধিকার মিলেছে।'
20 মোশী তাদের উদ্দেশ করে বললেন, 'তোমরা যদি তেমনিই কর, যদি অস্ত্রসজ্জিত হয়ে প্রভুর সামনে যুদ্ধের জন্য এগিয়ে যাও,
21 তিনি যে পর্যন্ত তাঁর শত্রুদের নিজের সামনে থেকে দেশছাড়া না করেন, সেপর্যন্ত যদি তোমরা প্রত্যেকেই অম্লাসজ্জিত হয়ে প্রভুর সামনে ঘর্দন পার হও,
22 এবং দেশটি প্রভুর বর্ণীভূত না হওয়া পর্যন্ত তোমরা যদি ফিরে না আস, তবে প্রভুর ও ইস্রায়েলের কাছে নির্দোষ হবে এবং প্রভুর সামনে এই দেশ তোমাদের অধিকারে থাকবে।
23 কিন্তু যদি তেমনি না কর, তবে দেখ, তোমরা প্রভুর কাছে পাপ করবে; জেনে রেখ, তোমাদের পাপ তোমাদের ধরবেই।
24 তাই তোমরা নিজ নিজ ছেলেমেয়েদের জন্য শহর, ও মেষ ছাগের জন্য ঘেরি নির্মাণ কর, কিন্তু নিজেদের মুখে যা প্রতিশ্রুত হয়েছ, সেইমত কর।
25 গাদ-সন্তানেরা ও রূবেন সন্তানেরা মোশীকে বলল, “আমার প্রভু যা আজ্ঞা করলেন, আপনার দাস আমরা তাই করব।
26 আমাদের ছেলেমেয়েরা, আমাদের স্ত্রী, আমাদের যত মেষ-ছাগ ও আমাদের সমস্ত গবাদি পশু এইখানে এই গিলেয়াদের শহরগুলিতে থাকবে।
27 তবু আমার প্রভুর কথামত আপনার এই দাসেরা অস্ত্রসজ্জিত হয়ে প্রত্যেকে প্রভুর সামনে যুদ্ধ করতে যাবে।'
28 তখন মোশী তাদের বিষয়ে এলেয়াজার যাজককে, নূনের সন্তান যোওয়াকে ও ইস্রায়েল সন্তানদের গোষ্ঠীগুলোর পিতৃকুলপতিদের আজ্ঞা দিলেন।
29 মোশী তাঁদের বললেন, “গাদ-সন্তানেরা ও রূবেন সন্তানেরা যুদ্ধের জন্য অস্ত্রসজ্জিত হয়ে প্রত্যেকে যদি তোমাদের সঙ্গে প্রভুর সামনে যদন পার হয়, তবে দেশটি তোমাদের কাছে বশীভূত হওয়ার পর তোমরা গিলেয়াদ দেশ তাদের অধিকার-রূপে দেবে।
30 কিন্তু যদি তারা অস্ত্রসজ্জিত হয়ে তোমাদের সঙ্গে পার না হয়, তবে তারা তোমাদের মধ্যে কানান দেশেই অধিকার পাবে।'
31 গাদ-সন্তানেরা ও রূবেন-সন্তানেরা উত্তরে বলল : 'প্রভু আপনার দাসদের যা বলেছেন, আমরা তাই করব:
32 আমরা অস্ত্রসজ্জিত হয়ে প্রভুর সামনে কানান দেশে পার হয়ে যাব, কিন্তু আমাদের উত্তরাধিকারের স্বত্ব যেন যদনের পুবপারেই স্থির থাকে।”
33 তাই মোশী তাদের, অর্থাৎ গাদ-সন্তানদের, রূবেন-সন্তানদের ও যোসেফের সন্তান মানাসের অর্ধেক গোষ্ঠীকে আমোরীয়দের রাজা সিহোনের রাজ্য ও বাশানের রাজা ওগের রাজ্য, সেই দেশ, পরিসীমা সমেত সেখানকার যত শহর অর্থাৎ দেশের চতুর্দিকে অবস্থিত যত শহর দিলেন।
34 গাদ-সন্তানেরা দিবোন, অটারোৎ, আরোয়ের,
35 আটারোৎ সোফান, ঘাসের, যগবেহা,
36 বেথ্-নিম্রা ও বেথ্-হারান, এই সকল শহরকে প্রাচীর ঘেরা করল ও পশুপালের জন্য ঘেরি তৈরি করল।
37 কবেন সন্তানেরা হেসবোন, এলেয়ালে, কিরিয়াথাইম,
38 নেবো ও বায়াল-মেয়োন—এ শহরগুলোর নাম বদলি হল –এবং সিক্ষা, এই সকল শহর নির্মাণ করে তাদের পুনর্নির্মিত শহরগুলির জন্য অন্য নাম রাখল।
39 মানাসের সন্তান মাখিরের সন্তানেরা গিলেয়াদে গিয়ে তা দখল করল, এবং সেখানকার অধিবাসী আমোরীয়দের দেশছাড়া করল।
40 মোশী মানাসের সন্তান মাখিরকে গিলেয়াদ দিলেন, আর সে সেখানে বাস করল।
41 মানাসের সন্তান যায়িরও গিয়ে সেখানকার গ্রামগুলো দখল করল, ও সেগুলোর নাম 'যায়িরের শিবির' রাখল ।
42 নোবাহ্ গিয়ে পল্লিগুলো সহ কেনাৎ দখল করল, ও নিজের নাম অনুসারে তার নাম নোবাহ্ রাখল ।