Index

গণনা পুস্তক - Chapter 36

1 যোসেফ-সন্তানদের গোত্রগুলোর মধ্যে মানাসের পৌত্র মাখিরের পুত্র গিলেয়াদের সন্তানদের গোত্রের পিতৃকুলপতিরা এসে মোশী ও নেতাদের সামনে, ইস্রায়েল সন্তানদের পিতৃকুলপতিদের সামনে, কথা বললেন।
2 এঁরা বললেন, 'প্রভু গুলিবটি ক্রমে উত্তরাধিকার রূপে ইয়ায়েল সন্তানদের কাছে দেশ দিতে আমার প্রভুকে আজ্ঞা করেছেন, এবং আপনি প্রভুর কাছ থেকে আজ্ঞা পেয়েছেন, যেন আমাদের ভাই সেলোহাদের উত্তরাধিকার তাঁর মেয়েদের দেওয়া হয়।
3 কিন্তু ইস্রায়েল সন্তানদের অন্য কোন গোষ্ঠীর মধ্যে কারও সঙ্গে যদি তাদের বিবাহ হয়, তবে আমাদের পৈতৃক উত্তরাধিকার থেকে তাদের উত্তরাধিকার কাটা হবে, ও যে গোষ্ঠীতে তাদের গ্রহণ করা হবে, সেই গোষ্ঠীর উত্তরাধিকারে তা যুক্ত হবে; এইভাবে তা আমাদের উত্তরাধিকারের অংশ থেকে কাটা হবে।
4 আর যখন ইস্রায়েল সন্তানদের জুবিলী-বর্ষ উপস্থিত হবে, সেসময়ে যাদের মধ্যে তাদের গ্রহণ করা হয়েছে, সেই গোষ্ঠীর উত্তরাধিকারে তাদের উত্তরাধিকার যুক্ত হবে; এইভাবে আমাদের পিতৃগোষ্ঠীর উত্তরাধিকার থেকে তাদের উত্তরাধিকার কাটা হবে।'
5 মোশী প্রভুর কথা অনুসারে ইস্রায়েল সন্তানদের এই আজ্ঞা দিলেন; তিনি বললেন : যোসেফ-সন্তানদের গোষ্ঠী ঠিকই বলছে।
6 প্রভু সেলোহাদের মেয়েদের ব্যাপারে এই আজ্ঞা করছেন, তারা যাকে বেছে নেবে, তাকে বিবাহ করতে পারবে; কিন্তু কেবল নিজেদের পিতৃগোষ্ঠীর কোন গোত্রের মধ্যেই বিবাহ করবে।
7 এইভাবে ইস্রায়েল সন্তানদের উত্তরাধিকার এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীর হাতে যাবে না: ইস্রায়েল সন্তানেরা প্রত্যেকে যে যার পিতৃগোষ্ঠীর উত্তরাধিকার-ভুক্ত থাকবে।
8 ইস্রায়েল সন্তানেরা প্রত্যেকে যেন নিজ নিজ পৈতৃক উত্তরাধিকার ভোগ করে, এজন্যই ইস্রায়েল সন্তানদের কোন গোষ্ঠীর মধ্যে অধিকারিণী প্রত্যেকটি মেয়ে নিজ পিতৃগোষ্ঠীয় গোত্রের মধ্যে কোন এক পুরুষের স্ত্রী হবে।
9 এইভাবে উত্তরাধিকার এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীর হাতে যাবে না, কারণ ইস্রায়েল সন্তানদের প্রত্যেকটি গোষ্ঠী যে যার উত্তরাধিকার-ভূক্ত থাকবে।'
10 প্রভু যোশীকে যেমন আজ্ঞা দিলেন, সেলোহাদের মেয়েরা তেমনি কাজ করল ;
11 তাই মাহ্লা, তির্সা, হল্লা, মিল্কা ও নোয়া, সেলোহাদের এই মেয়েরা তাদের পিতার ভাইদের ছেলেদের সঙ্গে বিবাহিতা হল।
12 যোসেফের ছেলে মানাসের ছেলেদের গোষ্ঠীর মধ্যে তাদের বিবাহ হল, আর তাই তাদের উত্তরাধিকার তাদের পিতৃগোষ্ঠীর গোত্রে থাকল।
13 এই হল সেই সকল আজ্ঞা ও বিচার আদেশ, যা প্রভু যেরিখোর এলাকায় যদনের ধারে মোয়াবের নিম্নভূমিতে মোশীর মধ্য দিয়ে ইস্রায়েল সন্তানদের দিলেন।