1 প্রভু মোশীকে আরও বললেন,
2 “ইস্রায়েল সন্তানদের কাছে কথা বল ; তাদের বল : কোন পুরুষ বা স্ত্রীলোক যখন প্রভুর উদ্দেশে বিশেষ ব্রতে নাজিরিত্ব এতেই—নিজেকে আবদ্ধ করবে,
3 তখন সে আঙুররস ও উগ্র পানীয় থেকে বিরত থাকবে, আঙুররসের সির্কা বা উগ্র পানীয়ের সির্কা পান করবে না, এবং আঙুর ফল দিয়ে তৈরী কোন পানীয় পান করবে না, আর কাঁচা কি শুষ্ক আঙুর ফল খাবে না।
4 তার সমস্ত নাজিরিত্ব কাল ধরে সে বীজ থেকে খোসা পর্যন্ত আঙুরফলে প্রস্তুত করা কিছুই খাবে না।
5 তার নাজিরিত্ব-ব্রতের পুরা কাল ধরে তার মাথায় কখনও ক্ষুর পড়বে না; প্রভুর উদ্দেশে তার নাজিরিত্বের দিন-সংখ্যা যে পর্যন্ত পূর্ণ না হয়, সেপর্যন্ত সে পবিত্রীকৃত থাকবে আর নিজের চুল অবাধে বাড়তে দেবে।
6 যতদিন প্রভুর উদ্দেশে সে নাজিরীয় থাকে, সেপর্যন্ত কোন লাশের কাছে যাবে না।
7 যদিও তার পিতা বা মাতা বা ভাই বা বোন মরে, সে তাদের জন্য নিজেকে অশুচি করবে না; কেননা নিজের মাথায় সে তার পরমেশ্বরের উদ্দেশে নাজিরিত্বের চিহ্ন বহন করে।
8 তার নাজিরিত্বের পুরা কাল ধরে সে প্রভুর উদ্দেশে পবিত্রীকৃত ব্যক্তি।
9 যদি কোন মানুষ হঠাৎ তার সান্নিধ্যে মরে, যার ফলে তার নাজিরিত্ব বিশিষ্ট চুল অশুচি হয়, তবে সে শুচি হবার দিনে নিজের মাথা মুণ্ডন করবে, সপ্তম দিনেই তা মুণ্ডন করবে।
10 অষ্টম দিনে সে দু'টো ঘুঘু বা দু'টো পায়রার ছানা সাক্ষাৎ-তাঁবুর প্রবেশদ্বারে যাজকের কাছে আনবে।
11 যাজক সেগুলোর একটা পাপার্থে বলিদানরূপে, অন্যটা আহুতিরূপে নিবেদন ক'রে সেই মৃতদেহের কারণে তার ঘটিত পাপের জন্য প্রায়শ্চিত্ত-রীতি পালন করবে; একই দিনে সেই নাজিরীয় তার মাথা পবিত্রীকৃত করবে।
12 আবার সে তার নাজিরিত্ব কাল প্রভুর উদ্দেশে নিবেদন করবে ও সংস্কার-বলিরূপে এক বছরের একটা মেষশাবক নিবেদন করবে; তার নাজিরিত্ব অবস্থা অশুচি হওয়ায় তার আগেকার দিনগুলো গণিত হবে না।
13 নাজিরীয় সংক্রান্ত ব্যবস্থা এই : নাজিরিত্বের দিনগুলো পূর্ণ হওয়ার পর তাকে সাক্ষাৎ-তাঁবুর প্রবেশদ্বারে আনা হবে;
14 সে প্রভুর কাছে তার অর্ঘ্য আনবে : আহুতিরূপে এক বছরের খুঁতবিহীন একটা মেষশাবক, পাপার্থে বলিদানরূপে এক বছরের মাদী খুঁতবিহীন একটা মেষশাবক, মিলন-যজ্ঞরূপে খুঁতবিহীন একটা ভেড়া,
15 তাছাড়া এক চুপড়ি খামিরবিহীন রুটি, তেল-মেশানো সেরা ময়দার পিঠা, খামিরবিহীন তৈলাক্ত চাপাটি, আর সেইসঙ্গে নিয়মিত শস্য-নৈবেদ্য ও পানীয়-নৈবেদ্য—এই সমস্ত আনবে।
16 যাজক প্রভুর সামনে এই সবকিছু এনে উপস্থিত করে তার পাপার্থে বলি ও আহুতিবলি উৎসর্গ করবে।
17 পরে খামিরবিহীন রুটির চুপড়ির সঙ্গে মিলন-যজ্ঞীয় ভেড়া-বলি প্রভুর উদ্দেশে উৎসর্গ করবে; যাজক নিয়মিত শস্য-নৈবেদ্য ও পানীয়-নৈবেদ্যও নিবেদন করবে।
18 তখন সেই নাজিরীয় সাক্ষাৎ-তাঁবুর প্রবেশদ্বারে তার নাজিরিত্বের চিহ্নস্বরূপে মাথার চুল খেউরি করবে, ও তার নাজিরিত্বের চিহ্ন তার সেই মাথার চুল নিয়ে মিলন-যজ্ঞীয় বলির নিচে থাকা আগুনে রাখবে।
19 নাজিরীয় নাজিরীয় করা মাথার চুল খেউরি করার পর যাজক ওই ভেড়ার জলে সিদ্ধ কাঁধ ও চুপড়ি থেকে একখানা খামিরবিহীন পিঠা ও একখানা খামিরবিহীন চাপাটি নিয়ে তার হাতে দেবে।
20 যাজক সেইসব দোলনীয় নৈবেদ্যের রীতি অনুসারে প্রভুর সামনে দোলাবে, আর দোলনীয় বুক ও উত্তোলনীয় জঙ্ঘা সমেত তা যাজকের জন্য পবিত্র হবে; এরপর সেই নাজিরীয় আঙুররস পান করতে পারবে।
21 যে কেউ নাজিরির ব্রত নিয়েছে, তার জন্য ব্যবস্থা নাজিরিত্ব-ব্রত এই, তার নাজিরিত্বের জন্য প্রভুর কাছে তার অর্ঘ্য এই; এছাড়া সে তার নিজের সঙ্গতি অনুসারেও কিছু না কিছু দেবে। যা কিছু দিতে মানত করেছে, তার নাজিরিত্বের ব্যবস্থা অনুসারেই তা দেবে।”
22 প্রভু মোশীকে আরও বললেন,
23 তুমি আরোনকে ও তার সন্তানদের বল : তোমরা ইস্রায়েল সন্তানদের এইভাবে আশীর্বাদ করবে: তোমরা বলবে :
24 প্রভু তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে রক্ষা করুন।
25 প্রভু তোমার উপর আপন শ্রীমুখ উজ্জ্বল করে তুলুন, তোমার প্রতি সদয় হোন।
26 প্রভু তোমার প্রতি মুখ তুলে চান, তোমাকে শান্তি মঞ্জুর করুন।
27 এইভাবে তারা ইস্রায়েল সন্তানদের উপরে আমার নাম স্থাপন করবে, আর আমি তাদের আশীর্বাদ করব।