1 প্রভু মোশী ও আরোনকে আরও বললেন,
2 “তোমরা লেবির সন্তানদের মধ্যে নিজ নিজ গোত্র ও পিতৃকুল অনুসারে কেহাতের সন্তানদের লোকগণনা কর ;
3 ত্রিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যারা সাক্ষাৎ-তাঁবুতে সেবাকাজের জন্য তালিকাভুক্ত, তাদের গণনা কর।
4 সাক্ষাৎ-তাঁবুতে কেহাতের সন্তানদের সেবাকাজ, পরমপবিত্র বস্তু-সংক্রান্ত তাদের সেবাকাজ এই:
5 যখন যাত্রার জন্য শিবির তুলতে হবে, তখন আরোন ও তার সন্তানেরা ভিতরে যাবে, এবং আড়াল-পরদা নামিয়ে তা দিয়ে সাক্ষ্য-মঞ্জুষা ঢাকবে,
6 তার উপরে সিন্ধুঘোটক চামড়ার একটা চাঁদোয়া দেবে, ও তার উপরে সম্পূর্ণই বেগুনি রঙের একটা কাপড় পাতবে, পরে তার বহনদণ্ড ঠিক জায়গায় দেবে।
7 ভোগ-রুটির টেবিলের উপরে একটা বেগুনি কাপড় পাতবে, ও তার উপরে থালা, বাটি, কলস ও ঢালবার জন্য সেকপাত্রগুলো রাখবে, তার উপরে নিত্য-ভোগ-রুটিও থাকবে ;
8 সেইসব কিছুর উপরে তারা একটা লাল কাপড় পাতবে ও সিন্ধুঘোটক চামড়ার একটা চাঁদোয়া দিয়ে তা ঢাকবে, পরে তার বহনদণ্ড ঠিক জায়গায় দেবে।
9 একটা বেগুনি কাপড় নিয়ে তারা দীপাধার ও তার প্রদীপগুলো, চিমটে, ছাইধানী ও তার সেবাকাজের জন্য প্রয়োজনীয় সমস্ত তেলের পাত্র ঢেকে দেবে;
10 তা ও তা সংক্রান্ত সমস্ত পাত্র সিন্ধুঘোটক চামড়ার একটা চাঁদোয়ায় রেখে দন্ডের উপরে রাখবে।
11 তারা সোনার বেদির উপরে একটা বেগুনি কাপড় পেতে তার উপরে সিন্ধুঘোটক চামড়ার একটা চাঁদোয়া দেবে ও তার বহনদণ্ড ঠিক জায়গায় দেবে।
12 পরে তারা পবিত্রধামের সেবাকাজের জন্য প্রয়োজনীয় সমস্ত পাত্র নিয়ে তা একটা বেগুনি কাপড়ের মধ্যে রাখবে, ও সিন্ধুঘোটক চামড়া দিয়ে তা ঢেকে দণ্ডের উপরে রাখবে।
13 বেদি থেকে ছাই ফেলে তার উপরে একটা বেগুনি রঙের কাপড় পাতবে;
14 তার উপরে তার সেবাকাজের জন্য প্রয়োজনীয় সমস্ত পাত্র, অঙ্গারধানী, ত্রিশূল, হাতা, বাটি, বেদির সমস্ত পাত্র রাখবে, ও তার উপরে সিন্ধুঘোটক-চামড়ার একটা চাঁদোয়া পাতবে, পরে বহনদণ্ড ঠিক জায়গায় দেবে।
15 এইভাবে শিবির তোলার সময়ে আরোন ও তার সন্তানেরা পবিত্র বস্তুগুলো ও সেগুলোর সমস্ত পাত্র ঢাকবার ব্যাপার সমাধা করার পর কেহাতের সন্তানেরা তা বইতে আসবে ; কিন্তু তারা পবিত্র বস্তুগুলো স্পর্শ করবে না, পাছে তাদের মৃত্যু হয়। এইসব কিছু করার ভার সাক্ষাৎ তাঁবুতে কেহাতের সন্তানদেরই।
16 আরোনের সন্তান এলেয়াজার যাজকের দায়িত্ব হবে আলো দেবার জন্য তেল ও ধূপ জ্বালাবার জন্য গন্ধদ্রব্যের, নিত্য শস্য-নৈবেদ্য ও অভিষেকের জন্য তেলের, সমস্ত আবাস ও যা কিছু তার মধ্যে আছে, পবিত্র বস্তুগুলো ও সেগুলোর সমস্ত পাত্র তত্ত্বাবধান করা।'
17 প্রভু মোশী ও আরোনকে বললেন,
18 “সাবধান, যেন কেহাতীয় গোত্রগুলোর বংশ লেবীয়দের মধ্য থেকে বিচ্ছিন্ন না হয়;
19 কিন্তু যখন তারা পরমপবিত্র বস্তুর দিকে এগিয়ে যায়, তখন তারা যেন বেঁচে থাকে, মারা না পড়ে, এই লক্ষ্যে তোমরা তাদের প্রতি এরূপ কর : আরোন ও তার সন্তানেরা ভিতরে গিয়ে ওদের প্রত্যেকজনকে যে যার সেবাকাজে ও ভার বহনে নিযুক্ত করবে।
20 'ওরা নিজেরা কিন্তু এক নিমেষের জন্যও যেন পবিত্র বস্তু দেখতে ভিতরে না যায়, পাছে মারা পড়ে।
21 প্রশ্ন মোশীকে বললেন,
22 তুমি গেশোন সন্তানদের পিতৃকুল ও গোত্র অনুসারে তাদেরও লোকগণনা কর।
23 ত্রিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যারা সাক্ষাৎ-তাঁবুতে সেবাকাজের জন্য তালিকাভুক্ত, তাদের গণনা করবে।
24 গেশোনীয় গোত্রগুলোর দায়িত্ব, তাদের ভূমিকা ও ভার এই:
25 তারা আবাসের ও বেদির কাপড়গুলো ও সাক্ষাৎ-তাঁবু, তাঁবুর আচ্ছাদন-বস্ত্র, তার উপরে থাকা সিন্ধুঘোটক চামড়ার চাঁদোয়া ও সাক্ষাৎ-তাঁবুদ্বারের পরদা :
26 প্রাঙ্গণের জন্য কাপড়গুলো, আবাস ও বেদির চারদিকে থাকা প্রাঙ্গণের প্রবেশদ্বারের পরদা, তার দড়ি ও উপাসনার জন্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্য বইবে; এইসব কিছু সম্বন্ধে যা করণীয়, তাও করবে।
27 গের্শোনীয় গোত্রগুলোর সমস্ত দায়িত্ব — তাদের ভূমিকা ও তাদের কাজ—আরোনের ও তার সন্তানদের তত্ত্বাবধানে চালিয়ে যাওয়া হবে: তাদের যা যা বইতে হবে, তোমরা তাদের দায়িত্ব হিসাবে তাতে তাদের নিযুক্ত করবে।
28 এ হল সাক্ষাৎ-তাঁবুতে গেশোন-সন্তানদের গোত্রগুলোর দায়িত্ব; তাদের উপরে দায়িত্ব আরোন যাজকের সন্তান ইথামারের হাতে থাকবে।
29 তুমি মেরারি-সন্তানদের গোত্র ও পিতৃকুল অনুসারে তাদের লোকগণনা করবে।
30 ত্রিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যারা সাক্ষাৎ-তাঁবুতে সেবাকাজের জন্য তালিকাভুক্ত, তাদের গণনা করবে।
31 তাদের দায়িত্ব ও সাক্ষাৎ-তাঁবু সংক্রান্ত সেবাকাজ হিসাবে তাদের যা যা বইতে হবে, তা এই :
32 আবাসের বাতাগুলো, সেগুলোর আঁকড়া, স্তম্ভ ও চুক্তি, প্রাঙ্গণের চারদিকে থাকা স্তম্ভগুলো, সেগুলোর চুঙি, গোঁজ, দড়ি ও তা সংক্রান্ত সমস্ত দ্রব্য ও কাজ। তাদের যা যা বইতে হবে, তাদের দায়িত্বে দেওয়া সেই সমস্ত দ্রব্যের তোমরা একটা তালিকা করবে।
33 এ হল মেরারি-সন্তানদের গোত্রগুলোর দায়িত্ব। সাক্ষাৎ-তাঁবুতে তাদের সমস্ত সেবাকাজ আরোন যাজকের সন্তান ইথামারের অধীনে পালন করা হবে।
34 মোশী, আরোন ও জনমণ্ডলীর নেতারা কেহাতীয় সন্তানদের গোত্র ও পিতৃকুল অনুসারে
35 ত্রিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যারা সাক্ষাৎ-তাঁবুতে সেবাকাজের জন্য তালিকাভুক্ত, তাদের লোকগণনা করলেন।
36 গোত্র অনুসারে যারা গণিত হল, তারা ছিল দু'হাজার সাতশ' পঞ্চাশজন লোক।
37 এরা কেহাতীয় গোত্রগুলোর গণিত ও সাক্ষাৎ-তাঁবুতে সেবাকাজে নিযুক্ত মানুষ ; মোশীর মধ্য দিয়ে প্রভু যে আজ্ঞা দিয়েছিলেন, সেইমত মোশী ও আরোন এদের লোকগণনা করলেন।
38 গেশোন-সন্তানদের মধ্যে নিজ নিজ গোত্র ও পিতৃকুল অনুসারে যাদের লোকগণনা করা হল,
39 ত্রিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যারা সাক্ষাৎ-তাঁবুতে সেবাকাজের জন্য তালিকাভুক্ত,
40 তারা নিজ নিজ গোত্র ও পিতৃকুল অনুসারে গণিত হলে দু'হাজার হ'শো ত্রিশজন হল।
41 এরা গেশোন-সন্তানদের গোত্রগুলোর গণিত ও সাক্ষাৎ-তাঁবুতে সেবাকাজে নিযুক্ত মানুষ ; প্রভুর আজ্ঞামত মোশী ও আরোন এদের লোকগণনা করলেন।
42 মেরারি-সন্তানদের মধ্যে নিজ নিজ গোত্র ও পিতৃকুল অনুসারে যাদের লোকগণনা করা হল,
43 ত্রিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যারা সাক্ষাৎ-তাঁবুতে সেবাকাজের জন্য তালিকাভুক্ত,
44 তারা নিজ নিজ গোত্র ও পিতৃকুল অনুসারে গণিত হলে তিন হাজার দু'শোজন হল।
45 এরা মেরারি-সন্তানদের গোত্রগুলোর পণিত মানুষ; মোশীর মধ্য দিয়ে প্রভু যে আজ্ঞা দিয়েছিলেন, সেইমত মোশী ও আরোন এদের লোকগণনা করলেন।
46 এইভাবে মোশী, আরোন ও ইস্রায়েলের নেতাদের দ্বারা যে লেবীয়েরা নিজ নিজ গোত্র ও পিতৃকুল অনুসারে গণিত হল,
47 ত্রিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যারা সাক্ষাৎ তাঁবুতে সেবাকাজ করতে ও ভার বইতে প্রবেশ করত,
48 তারা গণিত হলে আট হাজার পাঁচশ' আশিজন হল।
49 মোশীর মধ্য দিয়ে প্রভুর আজ্ঞামত তাদের প্রত্যেককে বলা হল, তারা কি কি সেবাকাজ করবে ও কি কি ভার বইবে। এইভাবে মোশীর কাছে প্রভু যেমন আজ্ঞা দিয়েছিলেন, সেইমত তাদের লোকগণনা করা হল।