1 ইস্রায়েল সিত্তিমে বসতি করল, আর লোকেরা মোয়াবীয় মেয়েদের সঙ্গে অবৈধ ভাবে আচরণ করতে শুরু করল।
2 সেই মেয়েরা জনগণকে তাদের দেবতাদের উদ্দেশে উৎসর্গীকৃত বলিদানে নিমন্ত্রণ করল, আর লোকেরা প্রসাদ গ্রহণ করল ও তাদের দেবতাদের সামনে প্রণিপাত করল।
3 ইস্রায়েল বায়াল-পেওরের প্রতি আসক্ত হতে লাগল আর তখন ইস্রায়েলের উপর পরমেশ্বরের ক্রোধ জ্বলে উঠল।
4 প্রভু মোশীকে বললেন, 'জনগণের সমস্ত নেতাদের সঙ্গে নিয়ে প্রভুর উদ্দেশে রোদের নিচে ওদের ঝুলাও, যেন প্রভুর প্রচণ্ড ক্রোধ ইস্রায়েল থেকে সরে যায়।
5 মোশী ইস্রায়েলের বিচারকদের বললেন, 'তোমরা প্রত্যেকে তোমাদের লোকদের মধ্যে যারা বায়াল-পেওরের প্রতি আসক্ত, তাদের বধ কর।'
6 মোশী ও ইস্রায়েল সন্তানদের গোটা জনমণ্ডলী সাক্ষাৎ তাঁবুর প্রবেশদ্বারে হাহাকার করছিলেন এমন সময় তাঁদের চোখের সামনে ইস্রায়েল সন্তানদের মধ্যে একটি পুরুষলোক তার ভাইদের কাছে মিদিয়ানীয়া একটি স্ত্রীলোককে আনছিল।
7 তা দেখে আরোন যাজকের পৌত্র এলেয়াজারের সন্তান ফিনেয়াস জনমণ্ডলীর মধ্য থেকে উঠে হাতে বর্শা নিলেন,
8 ও সেই ইয়ায়েলীয় লোকের পিছু পিছু কুটিরে ঢুকে ওই দু'জনের—সেই ইস্রায়েলীয় পুরুষলোকের ও সেই স্ত্রীলোকের পেটে বিধিয়ে দিলেন; তখন ইস্রায়েলের মধ্যে মড়ক থেমে গেল।
9 যারা ওই মড়কের আঘাতে মারা পড়েছিল, তাদের সংখ্যা চব্বিশ হাজার।
10 প্রভু মোশীকে বললেন,
11 “জনগণের মধ্যে আমার পক্ষে ধর্মাগ্রহ প্রকাশ করেছে বিধায় আরোন যাজকের পৌত্র এলেয়াজারের সন্তান ফিনেয়াস ইস্রায়েল সন্তানদের মধ্য থেকে আমার ক্রোধ সরিয়ে দিয়েছে; এজন্য আমি অন্তজ্বালায় ইস্রায়েল সন্তানদের সংহার করলাম না।
12 সুতরাং তুমি একথা বল : দেখ, আমি তার সঙ্গে আমার শান্তি-সন্ধি স্থাপন করছি,
13 তা তার পক্ষে ও তার ভাবী বংশের পক্ষে চিরস্থায়ী যাজকত্বেরই সন্ধি হবে; কেননা সে তার আপন পরমেশ্বরের পক্ষে ধর্মাগ্রহ প্রকাশ করেছে ও ইস্রায়েল সন্তানদের জন্য প্রায়শ্চিত্ত-রীতি পালন করেছে।'
14 ইস্রায়েলীয় যে পুরুষলোককে মিদিয়ানীয়া স্ত্রীলোকের সঙ্গে বধ করা হয়েছিল, তার নাম ছিল জিম্রি, সে ছিল সালুর ছেলে সে সিমেয়োনীয়দের একজন পিতৃকুলপতি ছিল।
15 আর যে স্ত্রীলোককে বধ করা হয়েছিল, সেই মিদিয়ানীয়ার নাম ছিল কজবি, সে ছিল সূরের মেয়ে; ওই সূর মিদিয়ানের লোকদের মধ্যে এক কুলপতি ছিল।
16 প্রভু মোশীকে বললেন,
17 মিদিয়ানীয়দের তুমি শত্রু মনে কর, তাদের মেরে ফেল,
18 কারণ পেওরের ব্যাপারে ও কজবির ব্যাপারে ছলনায়ই তোমাদের প্রবঞ্চনা করে তারা শত্রুর মতই তোমাদের সঙ্গে ব্যবহার করেছে। হ্যাঁ, সেই কজবি, সে তো ছিল তাদের আত্মীয়া: মিদিয়ানীয় এক কুলপতির মেয়ে; তাকে মড়কের দিনে বধ করা হয়েছে, আর সেই মড়ক ঘটেছিল পেওরের ব্যাপারের জন্য!