Index

গণনা পুস্তক - Chapter 13

1 প্রশ্ন মোশীকে বললেন,
2 আমি ইস্রায়েল সন্তানদের যে কানান দেশ দিতে চলেছি, তা পরিদর্শন করতে তুমি লোক পাঠাও—প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে লোক সেখানে পাঠাও; তাদের প্রত্যেককে হতে হবে তাদের গোষ্ঠীর নেতাদের মধ্যে একজন।'
3 প্রভুর আজ্ঞা অনুসারে মোশী পারান মরুপ্রান্তর থেকে তাঁদের পাঠিয়ে দিলেন ; তাঁরা সকলে ইস্রায়েল সন্তানদের নেতা ছিলেন।
4 তাঁদের নাম এই রূবেন গোষ্ঠীর জন্য জানুরের সন্তান শাম্মুয়া;
5 সিমেয়োন গোষ্ঠীর জন্য হোরীর সন্তান শাফাট;
6 যুদা গোষ্ঠীর জন্য যেফুন্নির সন্তান কালেব ;
7 ইসাখার গোষ্ঠীর জন্য যোসেফের সন্তান ইগাল;
8 এফ্রাইম গোষ্ঠীর জন্য নূনের সন্তান হোসেয়া
9 বেঞ্জামিন গোষ্ঠীর জন্য রাফুর সম্ভান পাল্টি
10 জাদুলোন গোষ্ঠীর জন্য সোদির সন্তান গাদ্দিলে
11 যোসেফ গোষ্ঠীর অর্থাৎ মানাসে গোষ্ঠীর জন্য সুসির সন্তান গাদ্দি ;
12 দান গোষ্ঠীর জন্য গেমাল্লির সন্তান আশিয়েল ;
13 আসের গোষ্ঠীর জন্য মিখায়েলের সন্তান সেথুর ;
14 নেয়ালি গোষ্ঠীর জন্য বদির সন্তান নাহিব ;
15 পাদ গোষ্ঠীর জন্য মাখির সন্তান গেউয়েল।
16 ঘাঁদের মোশী দেশ পরিদর্শন করতে পাঠালেন, সেই লোকদের নাম এই। মোশী নূনের সন্তান হোসেয়ার নাম যোওয়া রাখলেন।
17 কানান দেশ পরিদর্শনে পাঠানোর সময়ে মোশী তাঁদের বললেন, 'তোমরা নেগেবের মধ্য দিয়ে সেখানে যাও, পরে পার্বত্য অঞ্চলের পথ ধরে
18 দেখ সেই দেশ কেমন, সেখানকার অধিবাসীরা শক্তিশালী কি দুর্বল, সংখ্যায় অল্প কি অনেক ;
19 তারা যে অঞ্চলে বাস করে তা কেমন, ভাল কি মন্দ, ও যে শহরগুলোতে তারা বাস করে, সেগুলো কী ধরনের : সেগুলো উন্মুক্ত কি প্রাচীরে ঘেরা,
20 ভূমি কি ধরনের, উর্বর কি অনুর্বর, গাছপালা আছে কিনা। তোমরা সাহসী হও, সেই দেশের কিছু ফল সঙ্গে নিয়ে এসো।' তখন আঙুরফল পাকার সময় ছিল।
21 তাঁরা রওনা হয়ে সীন মরুপ্রান্তর থেকে রেহোর পর্যন্ত লেবো-হামাতের কাছে সমস্ত দেশ পরিদর্শন করলেন।
22 তাঁরা নেগেবের মধ্য দিয়ে পথ ধরে হেব্রোন পর্যন্ত গেলেন, সেখানে আনাকের তিন সন্তান আহিমান, শেশাই ও তালমাই ছিল। মিশরে তানিস স্থাপনের সাত বছর আগেই হেরোন স্থাপিত হয়েছিল।
23 তাঁরা এস্কোল উপত্যকায় এসে পৌঁছে সেখানে আঙুরগুচ্ছ সহ আঙুরলতার এক শাখা কেটে তাদের মধ্যে দু'জন তা দণ্ডে করে বয়ে আনলেন ; তাঁরা কতগুলো ডালিম ও ডুমুরফলও সঙ্গে আনলেন।
24 ইস্রায়েল সন্তানেরা সেখানে সেই আঙুরগুচ্ছ কেটেছিলেন বিধায় সেই উপত্যকা একোল নামে অভিহিত হল।
25 তাঁরা দেশ পরিদর্শন করে চল্লিশদিন পরে ফিরে এলেন।
26 তাঁরা পারান মরুপ্রান্তরের কাদেশ নামে জায়গায় মোশী, আরোন ও ইস্রায়েল সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, ও তাঁদের কাছে ও গোটা জনমণ্ডলীর কাছে তাঁদের যাত্রার একটা বিবরণ দিলেন, এবং সেই দেশের ফল তাদের দেখালেন।
27 তাঁরা বর্ণনা করে বললেন, 'আপনি যে দেশে আমাদের পাঠিয়েছেন, আমরা সেখানে গিয়েছি; দেশটি দুধ ও মধু-প্রবাহী বটে; এই দেখুন, এগুলো তার ফল!
28 যাই হোক, সেখানকার অধিবাসীরা প্রতাপশালী, সেখানকার শহরগুলো প্রাচীরে ঘেরা ও খুবই বড় ; এবং সেখানে আমরা আনাকের সন্তানদেরও দেখেছি।
29 নেগের অঞ্চল আমালেকীয়দের বাসস্থান; পার্বত্য অঞ্চল হিত্তীয়, যেবুসীয় ও আমোরীয়দের বাসস্থান; এবং সমুদ্রের কাছে ও যদনের ধারে কানানীয়দের বাসস্থান।'
30 কালের মোশীর চারপাশের লোকদের শান্ত করে বললেন, 'এসো, আমরা তাড়াতাড়ি গিয়ে দেশটিকে দখল করি, কেননা তা জয় করার ক্ষমতা আমাদের নিশ্চয়ই আছে।'
31 কিন্তু যে লোকেরা তাঁর সঙ্গে গিয়েছিলেন, তাঁরা বললেন, 'সেই লোকদের বিরুদ্ধে যাব, তেমন ক্ষমতা আমাদের নেই, কেননা তারা আমাদের চেয়ে শক্তিশালী।'
32 যে দেশ পরিদর্শন করতে গিয়েছিলেন, ইস্রায়েল সন্ধানদের সামনে তাঁরা সেই দেশ অবজ্ঞা করতে লাগলেন, বললেন, 'আমরা যে দেশ পরিদর্শন করতে জায়গায় জায়গায় গিয়েছিলাম, সেই দেশ তার আপন অধিবাসীদের গ্রাস করে ফেলে! সেই দেশে আমরা যত লোক দেখেছি, তারা সকলে বিরাট লম্বা !
33 সেখানে আমরা আনাকের বংশধর দৈত্যজাতের সেই দৈত্যদেরও দেখেছি, যাদের কাছে—আমাদের মনে হচ্ছিল – আমরা যেন ফড়িংগের মত; আর তাদের চোখেও আমরা ঠিক তাই ছিলাম।'