Index

গণনা পুস্তক - Chapter 23

1 বালায়াম বালাককে বলল, 'এখানে আমার জন্য সাতটা বেদি গাঁথুন, ও এখানে আমার জন্য সাতটা বাছুর ও সাতটা ভেড়ার আয়োজন করুন।'
2 বালাক বালায়ামের কথামত ঠিক তাই করলেন; এবং বালাক ও বালায়াম এক একটা বেদিতে একটা করে বাছুর ও একটা করে ভেড়া উৎসর্গ করলেন।
3 পরে বালায়াম বালাককে বলল, ‘আপনার আহুতিবলির কাছে দাঁড়িয়ে থাকুন ; আমি যাব; হয় তো প্রভু আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন; তিনি আমাকে যা দেখাবেন, তা আমি আপনাকে বলব।' সে শুষ্ক একটা পাহাড়ে গিয়ে উঠল।
4 পরমেশ্বর বালায়ামের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, আর সে তাঁকে বলল : “আমি সেই সাতটা বেদি প্রস্তুত করেছি, আর এক একটা বেদিতে একটা করে বাহুর ও একটা করে ভেড়া উৎসর্গ করেছি।'
5 তখন প্রভু বালায়ামের মুখে একটি বাণী দিলেন ও তাকে বললেন, “বালাকের কাছে ফিরে গিয়ে এইভাবে কথা বল।"
6 তাই সে তাঁর কাছে ফিরে গেল ; বালাক তখনও মোয়াবের নেতাদের সঙ্গে তাঁর আহুতিবলির কাছে দাঁড়িয়ে ছিলেন।
7 তখন বালায়াম এই বলে তার দৈববাণী দিতে শুরু করল :
আরাম থেকেই বালাক আমাকে আনালেন,
প্রাচ্য পর্বতমালা থেকেই মোয়াব-রাজ আমাকে আনালেন
এসো, আমার জন্য যাকোবকে অভিশাপ দাও ;
এসো, ইস্রায়েলের বিরুদ্ধে অভিযোগ আন।
8 ঈশ্বর অভিশাপ না দিলে কেমন করে আমি অভিশাপ দেব?
প্রভু অভিযোগ না আনলে কেমন করে আমি অভিযোগ আনব?
9 হ্যাঁ, আমি শৈলের চূড়া থেকে তাকে দেখতে পাচ্ছি ;
দেখ, গিরিমালা থেকে তাকে প্রত্যক্ষ করছি;
দেখ, এমন জনগণ, যারা স্বতন্ত্রই বাস করে,
জাতিগুলির মধ্যে যারা গণ্য নয়।
10 যাকোবের ধূলিকণা কে গণনা করতে পারে?
ইস্রায়েলের বালুকণা কে গুনতে পারে?
ধার্মিকের মৃত্যুর মতই হোক আমার মৃত্যু,
তাদের পরিণামের মতই হোক আমার পরিণাম।'
11 তখন বালাক বালায়ামকে বললেন, 'আমার প্রতি আপনি এ কি করলেন? আমার শত্রুদের অভিশাপ দেবার জন্যই আমি আপনাকে আনিয়েছিলাম; অথচ দেখুন, আপনি তাদের আশীর্বাদই করলেন!'
12 সে উত্তরে বলল, 'প্রভু আমার মুখে যে কথা দেন, সতর্ক হয়ে তা-ই উচ্চারণ করা কি আমার উচিত নয়?”
13 বালাক বললেন, 'আপনার দোহাই, আমার সঙ্গে অন্য এমন জায়গায় আসুন, যেখান থেকে তাদের দেখতে পাবেন; এখানে আপনি কেবল তাদের প্রান্তভাগ দেখতে পাচ্ছেন, সবই দেখতে পাচ্ছেন না; সেই জায়গা থেকেই আমার জন্য তাদের অভিশাপ দেন।'
14 বালাক তাকে পিসগার চূড়ায়, সোফিমের মাঠে নিয়ে গিয়ে সেখানে সাতটা বেদি গাঁথলেন, এবং এক একটা বেদিতে একটা করে বাচ্চুর ও একটা করে ভেড়া উৎসর্গ করলেন।
15 বালায়াম তাঁকে বলল, 'যতক্ষণ সেই জায়গায় আমার সঙ্গে সাক্ষাৎ না ঘটে, ততক্ষণ আপনি এখানে আপনার আহুতিবলির কাছে দাঁড়িয়ে থাকুন।'
16 প্রভু বালায়ামের সঙ্গে সাক্ষাৎ করতে এসে তার মুখে একটি বাণী দিলেন ও তাকে বললেন, 'বালাকের কাছে ফিরে গিয়ে এইভাবে কথা বল।'
17 তাই সে তাঁর কাছে ফিরে গেল; বালাক তখনও মোয়াবের নেতাদের সঙ্গে তাঁর আহুতিবলির কাছে দাঁড়িয়ে ছিলেন। বালাক তাকে জিজ্ঞাসা করলেন, 'প্রভু কী বললেন ?
18 তখন বালায়াম এই বলে তার দৈববাণী দিতে শুরু করল :
ওঠ, বালাক, এবার শোন ;
হে সিপ্পোরের সন্তান, আমার কথায় কান দাও ;
19 ঈশ্বর তো মানুষ নন যে মিথ্যা বলবেন!
তিনি তো আদমসন্তান নন যে নিজের মন পাল্টাবেন ;
তিনিই কি ব'লে তা সাধন করেন না?
তিনিই কি ব'লে তার সিদ্ধি ঘটান না ?
20 দেখ, আমি আশীর্বাদ করতেই আজ্ঞা পেলাম,
তিনি আশীর্বাদ করেছেন, আমি তা ফেরাতে অক্ষম।
21 যাকোবে কোন শঠতা দেখা যাচ্ছে না,
ইস্রায়েলে কোন অপরাধ ধরা পড়ছে না ;
তার পরমেশ্বর প্রভু তার সঙ্গে সঙ্গেই আছেন,
রাজার জয়ধ্বনি তারই মাঝে রয়েছে।
22 ঈশ্বর মিশর থেকে তাকে বের করে এনেছেন ;
তাতে সে বৃষের শক্তির অধিকারী।
23 কেননা যাকোবে কোন মায়াবল নেই,
ইস্রায়েলে কোন মন্ত্র নেই :
যথাসময় যাকোবের ও ইস্রায়েলের বিষয়ে বলা হবে :
পরমেশ্বর কী না সাধন করেছেন!
24 দেখ, এমন জনগণ, যারা সিংহীর মত উঠছে,
তারা সিংহের মত নিজেদের উত্তোলন করছে;
তারা শুয়ে পড়ে না, যতক্ষণ তাদের শিকার গ্রাস না করে,
যতক্ষণ নিহতদের রক্ত পান না করে।”
25 বালাক বালায়ামকে বললেন, 'আপনি যখন ওদের মোটেই অভিশাপ দিচ্ছেন না, তখন কমপক্ষে ওদের যেন আশীর্বাদ না করেন!'
26 'বালায়াম উত্তরে বালাককে বলল, 'আমি কি আপনাকে বলিনি যে, প্রভু আমাকে যা কিছু বলবেন, আমি তা-ই বলব?'
27 বালাক বালায়ামকে বললেন, 'আপনার দোহাই, আমি আপনাকে অন্য এক জায়গায় নিয়ে যাই; হয় তো পরমেশ্বর এতে প্রীত হবেন যে, সেখান থেকেই আপনি আমার জন্য তাদের অভিশাপ দেবেন।
28 তাই বালাক বালায়ামকে পেওর চূড়ায় নিয়ে গেলেন ; জায়গাটি মরুভূমির সামনে অবস্থিত।
29 বালায়াম বালাককে বলল, ‘এখানে আমার জন্য সাতটা বেদি গাঁথুন, ও এখানে আমার জন্য সাতটা বাছুর ও সাতটা ভেড়ার আয়োজন করুন।
30 বালাক বালায়ামের কথামত ঠিক তাই করলেন এবং এক একটা বেদিতে একটা করে বাছুর ও একটা করে ভেড়া উৎসর্গ করলেন।