Index

গণনা পুস্তক - Chapter 26

1 সেই মড়কের পরে প্রভু মোশীকে ও আরোনের সন্তান এলেয়াজার যাজককে বললেন,
2 'ইস্রায়েল সন্তানদের গোটা জনমণ্ডলীর মধ্যে নিজ নিজ পিতৃকুল অনুসারে, ইস্রায়েলে কুড়ি বছর ও তার বেশি বয়সের যত পুরুষ সৈন্যদলে যোগ দেবার যোগ্য, তাদের গণনা কর।
3 তাই মোশী ও এলেয়াজার যাজক যেরিখোর এলাকায় যদনের ধারে মোয়াবের নিম্নভূমিতে তাদের বললেন,
4 কুড়ি বছর ও তার বেশি বয়সের লোকদের গণনা করা হোক, যেমন প্রভু মোশী ও ইস্রায়েলীয়দের আজ্ঞা করেছিলেন যখন তারা মিশর দেশ ছেড়ে চলে এসেছিল।' যে ইস্রায়েল সন্তানেরা মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিল, তারা এ :
5 রূবেন ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র ; রূবেনের সন্তানেরা : হানোক থেকে হানোকীয় গোত্র : পাপ্পু থেকে পাল্লুয়ীয় গোত্র
6 হেস্রোন থেকে হেসোনীয় গোত্র; কার্মি থেকে কার্মীয় গোত্র।
7 এরা রূবেনীয় গোত্র; এদের মধ্যে তালিকাভুক্ত লোক তেতাল্লিশ হাজার সাতশ' ত্রিশজন ।
8 পাল্লুর সন্তান এলিয়াব
9 এলিয়াবের সন্তানেরা নামুয়েল, দাগান ও আবিরাম ; এরা জনমণ্ডলীর সভাসদ সেই দাখান ও আবিরাম, যারা, যখন কোরাহর দল প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করল, তখন সেই দলের সঙ্গে মোশীর ও আরোনের বিরুদ্ধে বিদ্রোহ করল।
10 ভূমি মুখ খুলে তাদের ও কোরাহ্-কে গ্রাস করল, যখন সেই দল মারা পড়ল ও আগুন দু'শো পঞ্চাশজন মানুষকে গ্রাস করল ; তারা এমন মানুষ, যারা চিহ্ন স্বরূপ হয়ে দাঁড়াল।
11 কিন্তু কোরাহ্ ছেলেরা সেসময়ে মরেনি।
12 নিজ নিজ গোত্র অনুসারে সিমেয়োনের সন্তানেরা নেমুয়েল থেকে নেমুয়েলীয় গোত্র; যামিন থেকে যামিনীয় গোত্র; যাখিন থেকে যাখিনীয় গোত্র
13 জেরাহ্ থেকে জেরাহীয় গোত্র; সৌল থেকে সৌলীয় গোত্র।
14 এরা সিমেয়োনীয় গোত্র এদের মধ্যে তালিকাভুক্ত লোক বাইশ হাজার দু'শো জন।
15 নিজ নিজ গোত্র অনুসারে গাদের সন্তানেরা : সেফোন থেকে সেফোনীয় গোত্র : হাগ্গি থেকে হাগ্গীয় গোত্র : সুনি থেকে সুনীয় গোত্র :
16 গুলি থেকে ওলীয় গোত্র : এরি থেকে এরীয় গোত্র
17 আরোদ থেকে আরোদীয় গোত্র : আরেলি থেকে আরেলীয় গোত্র।
18 এরা গাদীয় গোত্র; এদের মধ্যে তালিকাভুক্ত লোক চল্লিশ হাজার পাঁচশ' জন।
19 যুদার সন্তানেরা এর ও ওনান। এর ও ওনান কানান দেশে মরেছিল।
20 নিজ নিজ গোত্র অনুসারে এরা যুদার সন্তানেরা : সেলা থেকে সেলায়ীয় গোত্র ; পেরেস থেকে পেরেসীয় গোত্র; জেরাহ্ থেকে জেরাহীয় গোত্র।
21 পেরেসের সন্তানেরা ছিল হেস্রোন থেকে হেস্রোনীয় গোত্র; হামুল থেকে হামুলীয় গোত্র।
22 এরা যুদার গোত্র; এদের মধ্যে তালিকাভুক্ত লোক ছিয়াত্তর হাজার পাঁচশ' জন।
23 নিজ নিজ গোত্র অনুসারে ইসাখারের সন্তানেরা : তোলা থেকে তোলায়ীয় গোত্র ; পুবা থেকে পুবায়ীয় গোত্র ;
24 যাওব থেকে যাশুরীয় গোত্র ; সিমোন থেকে সিমোনীয় গোত্র।
25 এরা ইসাখারের গোত্র; এদের মধ্যে তালিকাভুক্ত লোক চৌষট্টি হাজার তিনশ জন ।
26 নিজ নিজ গোত্র অনুসারে জাবুলোনের সন্তানেরা সেরেদ থেকে সেরেদীয় গোত্র; এলোন থেকে এলোনীয় গোত্র; যাহ্লেল থেকে যাহ্লেলীয় গোত্র।
27 এরা জাবুলোনের গোত্র ; এদের মধ্যে তালিকাভুক্ত লোক ষাট হাজার পাঁচশ' জন।
28 নিজ নিজ গোত্র অনুসারে যোসেফের সন্তান : মানাসে ও এফ্রাইম।
29 মানাসের সন্তানেরা মাখির থেকে মাখিরীয় গোত্র; মাখির পিলেয়াদের পিতা ; গিলেয়াদ থেকে গিলেয়াদীয় গোত্র।
30 এরা গিলেয়াদের সন্তানেরা : ইয়েজের থেকে ইয়েজেরীয় গোত্র ; হেলেক থেকে হেলেকীয় গোত্র :
31 আস্রিয়েল থেকে আস্রিয়েলীয় গোত্র; সিথেম থেকে সিখেমীয় গোত্র;
32 শেমিদা থেকে শেমিদারীয় গোত্র; হেফের থেকে হেফেরীয় গোত্র ।
33 হেফেরের সন্তান যে সেলোহাদ, তার কোন ছেলে ছিল না, কেবল মেয়ে ছিল; সেই সেলোহাদের মেয়েদের নাম মাত্রা, নোয়া, হগ্লা, মিল্কা ও তিসা
34 এরা মানাসের গোত্র; এদের মধ্যে তালিকাভুক্ত লোক বাহান্ন হাজার সাতশ জন।
35 'নিজ নিজ গোত্র অনুসারে এরা এফ্রাইমের সন্তানেরা : সুখেলাহ্ থেকে সুথেলাহীয় গোত্র; বেখের থেকে বেখেরীয় গোত্র; তাহান থেকে তাহানীয় গোত্র ।
36 এরা সুখেলার সন্তান : এরান থেকে এরানীয় গোত্র।
37 এরা এফ্রাইমের গোত্র ; এদের মধ্যে তালিকাভুক্ত লোক বত্রিশ হাজার পাঁচশ জন ; নিজ নিজ গোত্র অনুসারে এরা যোসেফের সন্তান।
38 নিজ নিজ গোত্র অনুসারে বেঞ্জামিনের সন্তানেরা বেলা থেকে বেলায়ীয় গোত্র; আসবেল থেকে আসবেলীয় গোত্র; আহিরাম থেকে আহিরামীয় গোত্র ;
39 শেফুফাম থেকে শেজুফার্মীয় গোত্র হুাম থেকে হুকামীয় গোত্র।
40 বেলার সন্তানেরা ছিল আর্দ্র ও নামান : আর্দ্র থেকে আদীয় গোত্র : নামান থেকে নামানীয় গোত্র।
41 নিজ নিজ গোত্র অনুসারে এরা বেঞ্জামিনের সন্তান; এদের মধ্যে তালিকাভুক্ত লোক পঁয়তাল্লিশ হাজার ছ'শো জন।
42 নিজ নিজ গোত্র অনুসারে এরা দানের সন্তানেরা : সুহাম থেকে সুহামীয় গোত্র; নিজ নিজ গোত্র অনুসারে এরা দানের গোত্র।
43 সুহামীয় সমস্ত গোত্রের তালিকাভূক্ত লোক চৌষট্টি হাজার চারশ'জন।
44 নিজ নিজ গোত্র অনুসারে আসেরের সন্তানেরা : ইম্না থেকে ইম্নায়ীয় গোত্র : ইস্ত্রি থেকে ইন্দ্রীয় গোত্র; বেরিয়া থেকে বেরিয়ায়ীয় গোত্র।
45 বেরিয়ার সন্তানদের থেকে : হেবের থেকে হেবেরীয় গোত্র; মাল্কিয়েল থেকে মাল্কিয়েলীয় গোত্র।
46 আসেরের মেয়ের নাম সেরাহ্।
47 এরা আসেরের গোত্র: এদের মধ্যে তালিকাভূক্ত লোক তিপ্পান্ন হাজার চারশ'জন।
48 নিজ নিজ গোত্র অনুসারে নেক্কালির সন্তানেরা যাহংসিয়েল থেকে যাৎসিয়েলীয় গোত্র শুনি থেকে গুনীয় গোত্র
49 যেসের থেকে যেসেরীয় গোত্র : শিল্পেম থেকে শিল্পেমীয় গোত্র।
50 নিজ নিজ গোত্র অনুসারে এরা নেঙ্গালির গোত্র : এদের মধ্যে তালিকাভুক্ত লোক পঁয়তাল্লিশ হাজার চারশ জন।
51 ইস্রায়েল সন্তানদের মধ্যে তালিকাভুক্ত এই সকল লোকের সংখ্যা ছ'লক্ষ এক হাজার সাতশ' ত্রিশ।
52 প্রভু মোশীকে বললেন,
53 ‘নাম-সংখ্যা অনুসারে তাদের আপন উত্তরাধিকার হবার জন্য দেশ বিভক্ত হোক।
54 যার লোক বেশি, তুমি তাকে উত্তরাধিকার রূপে বেশি দেবে, ও যার লোক অল্প, তাকে উত্তরাধিকার রূপে অল্প দেবে : লোকগণনা অনুসারেই যাকে যার উত্তরাধিকার দেওয়া হোক।
55 কিন্তু তবুও দেশ গুলিবাঁট ক্রমেই বিভক্ত হবে; তারা নিজ নিজ পিতৃবংশের নাম অনুসারে উত্তরাধিকার পাবে।
56 উত্তরাধিকার গুলিবাট ক্রমে ছোট বড় সকল গোষ্ঠীর মধ্যে বিভক্ত হবে।
57 নিজ নিজ গোত্র অনুসারে লেবীয়দের মধ্যে গণিত লোক এ গেশোন থেকে গেশোনীয় গোত্র; কেহাৎ থেকে কেহাতীয় গোত্র; মেরারি থেকে মেরারীয় গোত্র।
58 এরা লেবির গোত্রগুলো: সিরীয় গোত্র, হেব্রোনীয় গোত্র, মাহ্লীয় গোত্র, মুশীয় গোত্র, কোরার গোত্র। কেহাৎ আম্রামের পিতা ;
59 আম্রামের স্ত্রীর নাম যোকেবেদ : তিনি লেবির মেয়ে, মিশরে লেবির ঔরসে তাঁর জন্ম হয়; তিনি আমামের ঘরে আরোন, মোশী ও তাঁদের বোন মরিয়মকে প্রসব করলেন।
60 আরোন ছিলেন নাদাব ও আবিহুর, এবং এলেয়াজার ও ইথামারের পিতা।
61 কিন্তু প্রভুর সামনে অবৈধ আগুন নিবেদন করায় নাদার ও আবিহু মারা পড়েন।
62 সবসমেত তালিকাভুক্ত লোকদের সংখ্যা হল তেইশ হাজার: এরা সকলে পুরুষলোক, এদের বয়স ছিল এক মাস ও তার ঊর্ধ্বে। ইস্রায়েল সন্তানদের মধ্যে তাদের কোনও স্বত্বাধিকার না। দেওয়ায় তারা ইস্রায়েল সন্তানদের লোকগণনার মধ্যে গণিত হয়নি।
63 এই সকল লোক মোশী ও এলেয়াজার যাজক দ্বারা তালিকাভুক্ত হল। তাঁরা যেরিখোর এলাকায় যদনের ধারে মোয়ারের নিম্নভূমিতে ইস্রায়েল সন্তানদের লোকগণনা করলেন।
64 মোশী ও আরোন যাজক যখন সিনাই মরুপ্রান্তরে ইস্রায়েল সন্তানদের লোকগণনা করেছিলেন, তখন যারা তাঁদের দ্বারা তালিকাভুক্ত হয়েছিল, তাদের একজনও এদের মধ্যে ছিল না;
65 কেননা প্রভু তাদের বিষয়ে বলেছিলেন : “তারা মরুপ্রান্তরে মরবেই মরবে!' তাদের মধ্যে যেফুন্নির সন্তান কালের ও নূনের সন্তান যোওয়া ছাড়া একজনও বেঁচে থাকল না।