1 পরে তিনি আমাকে আবার গৃহের প্রবেশস্থানে ফিরিয়ে আনলেন, আর দেখ, গৃহের চৌকাটের নিম্ন অংশের তলা থেকে জল বেরিয়ে এসে পুবদিকে বয়ে চলছে, কারণ গৃহের সামনের দিকটা পুবমুখী ছিল। সেই জল গৃহের ডান দিকের তলা থেকে নেমে এসে যজ্ঞবেদির ডান পাশ দিয়ে বয়ে যাচ্ছিল।
2 তিনি উত্তরদ্বারের পথ দিয়ে আমাকে বাইরে নিয়ে গেলেন, এবং বাইরের পথ দিয়ে ঘুরে ঘুরে পুরষ্কার পর্যন্ত নিয়ে গেলেন; আর আমি দেখতে পেলাম, জল ডান দিক দিয়েই বেরিয়ে আসছে।
3 সেই পুরুষ হাতে একটা ফিতা করে পুব দিকে গিয়ে এক হাজার হাত মেপে আমাকে সেই জলধারা হেঁটে পার করালেন : সেখানে জল আমার গোড়ালি পর্যন্ত উঁচু ছিল।
4 আবার তিনি এক হাজার হাত মেপে আমাকে সেই জলধারা হেঁটে পার করালেন : সেখানে জল আমার হাঁটু পর্যন্ত উঁচু ছিল। আবার তিনি এক হাজার হাত মেপে আমাকে সেই জলধারা হেঁটে পার করালেন : সেখানে জল কোমর পর্যন্ত উঁচু ছিল।
5 আবার তিনি এক হাজার হাত মাপলেন: সেখানে জলধারা এমন নদী ছিল যা পার হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না; কারণ সেই জল বেড়ে উঠেছিল, গভীরতম জলাশয় হয়ে উঠেছিল—এমন নদী যা পায়ে হেঁটে পার হওয়া অসাধ্য।
6 তখন তিনি আমাকে বললেন, “হে আদমসন্তান, তুমি দেখতে পেয়েছ কি?”
7 পরে তিনি আমাকে আবার সেই নদীর কূলে নিয়ে গেলেন; “ ফিরে তাকিয়ে আমি দেখতে পেলাম, নদীর কূলে এপারে ওপারে বহু বহু গাছপালা।
8 তিনি আমাকে বললেন, 'এই জলধারা পুবদিকে বয়ে আরাবা সমতল ভূমিতে নেমে সমুদ্রের দিকে যায়, এবং সমুদ্রে প্রবেশ করলে তার জল নিরাময় হয়।
9 এই জলস্রোত যেইখানে বয়ে যায়, সেখানকার যত জীবজন্তু বাঁচবে; মাছও সেখানে অধিক প্রচুর হবে, কারণ এই জলধারা যেইখানে বয়ে যায়, সেখানে নিরাময় করে, এবং জলস্রোতটা যেখানে গিয়ে পৌঁছবে, সেখানে সবকিছু সঞ্জীবিত হয়ে উঠবে।
10 তার তীরে জেলেরা থাকবে, এন-গেদি থেকে এন-এগ্লাইম পর্যন্ত বহু বহু জাল নেড়ে দেওয়া থাকবে। মাছগুলো— নিজ নিজ জাত অনুযায়ী — মহাসমুদ্রের মাছের মতই প্রচুর হবে।
11 কিন্তু তার বিল ও জলাভূমির নিরাময় হবে না: লবণাক্ত থাকা-ই সেগুলোর দশা।
12 নদীর ধারে এপারে ওপারে সবরকম ফলদায়ী গাছ গজিয়ে উঠবে, যেগুলোর পাতা কখনও ম্লান হবে না ; সেগুলো ফলদানেও কখনও ক্ষান্ত হবে না, মাসে মাসে তাদের ফল পাকবে, কারণ তাদের জল পবিত্রধাম থেকেই বেরিয়ে আসে; তাদের ফল খেতে রুচিকর হবে, ও তাদের পাতা হবে আরোগ্যদায়ী।”
13 প্রভু পরমেশ্বর একথা বলছেন: 'তোমরা যোসেফকে দু'টো অংশ দিয়ে ইস্রায়েলের বারোটা গোষ্ঠীর মধ্যে উত্তরাধিকাররূপে যে দেশ ভাগ ভাগ করে দেবে, তার এলাকা এই :
14 তোমরা সকলে সমান সমান অংশ পাবে; কারণ আমি তোমাদের পিতৃপুরুষদের এই দেশ দেব বলে হাত উচ্চ করে শপথ করেছিলাম; সুতরাং এদেশ উত্তরাধিকাররূপে তোমাদেরই হবে।
15 দেশের সীমানা এই। উত্তরদিকে মহাসমুদ্র থেকে জেদাদের প্রবেশস্থান পর্যন্ত হেলোনের পথ :
16 হামাৎ, বেরোথা, সিব্রাইম, যা দামাস্কাসের এলাকা ও হামাতের এলাকার মধ্যে অবস্থিত হাউরানের সীমানার কাছে অবস্থিত হাংসের-তিকোন।
17 আর সমুদ্র থেকে সীমানা দামাস্কাসের এলাকায় অবস্থিত হাৎসের এনন পর্যন্ত যাবে, আর উত্তরদিকে হামাতের এলাকা : এ উত্তরপ্রান্ত।
18 পুবদিকে হাউরান, দামাস্কাস ও গিলেয়াদের এবং ইয়ায়েল দেশের মধ্যবর্তী যদনই সীমানা এবং এই সীমানা খুব সমুদ্র ও তামার পর্যন্ত মাপবে। এ পুবপ্রান্ত।
19 দক্ষিণপ্রাপ্ত দক্ষিণে তামার থেকে মেরিবা কাদেশ জলাশয় মিশরের স্রোতোমার্গ ও মহাসমুদ্র পর্যন্ত : নেগেবের দিকে এ দক্ষিণপ্রান্ত।
20 পশ্চিমপ্রান্ত মহাসমুদ্র; দক্ষিণ সীমানা থেকে হামাতের প্রবেশস্থান পর্যন্ত এ পশ্চিমপ্রান্ত।
21 এইভাবে তোমরা ইস্রায়েলের গোষ্ঠীগুলি অনুসারে নিজেদের মধ্যে এই দেশ বিভাগ করবে।
22 তোমরা নিজেদের জন্য, এবং যে বিদেশী লোকেরা তোমাদের মধ্যে প্রবাসী হয়ে তোমাদের মধ্যে সন্তানদের জন্ম দিয়েছে, তাদেরও মধ্যে তা উত্তরাধিকাররূপে বিভাগ করবে, যেহেতু এরা ইস্রায়েল সন্তানদের মধ্যে স্বজাতীয় মানুষের মত পরিগণিত হবে। ইস্রায়েল-গোষ্ঠীগুলির মধ্যে তারা তোমাদের সঙ্গে নিজেদের উত্তরাধিকারের জন্য গুলিবাঁট করবে।
23 তোমাদের যে গোষ্ঠীর মধ্যে সেই বিদেশী মানুষ স্থায়ী বসতি করেছে, তোমরা তাকে সেই গোষ্ঠীর মধ্যে তার উত্তরাধিকার দেবে।' প্রভু পরমেশ্বরের উক্তি।