Index

এজেকিয়েল - Chapter 27

1 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল:
2 আদমসন্তান, তুরসের উদ্দেশে বিলাপগান ধর।
"3 সমুদ্রের প্রবেশস্থানে অবস্থিত যে নগরী, বহু দ্বীপপুঞ্জে নিবাসী জাতিগুলির বণিক যে নগরী, সেই তুরসকে তুমি বল
প্রভু পরমেশ্বর একথা বলছেন :
হে তুরস, তুমি নাকি বলছিলে আমি পরমাসুন্দরী!"
প্রভু পরমেশ্বর একথা বলছেন :
হে তুরস, তুমি নাকি বলছিলে আমি পরমাসুন্দরী!
4 তোমার কর্তৃত্ব ছিল নানা সমুদ্রের মধ্যস্থলে। তোমার নির্মাতারা তোমাকে অপার সৌন্দর্যে মণ্ডিতা করল :
5 তারা সেনিরীয় দেবদারু কাঠ দিয়ে তোমার সমস্ত তক্তা প্রস্তুত করল, তোমার জন্য মাস্তুল তৈরি করার জন্য লেবানন থেকে এরসগাছ আনাল ;
6 বাশান দেশীয় ওক্ গাছ থেকে তোমার দাঁড় তৈরি করল ; কিত্তীমদের দ্বীপপুঞ্জ থেকে আনা তারকাঠে খচিত গজদন্তে তোমার তক্তা প্রস্তুত করা হল।
7 তোমার পতাকা হবার জন্য মিশর দেশ থেকে আনা সূচিকর্মে চিত্রিত ক্ষোম কাপড় ছিল তোমার পাল : এলিসার দ্বীপপুঞ্জ থেকে আনা নীল ও বেগুনি কাপড় ছিল তোমার আচ্ছাদন।
8 সিদোন ও আর্বাদ-নিবাসীরা ছিল তোমার দাঁড়ী ; হে তুরস, সেমেরের নিপুণ লোকেরা ছিল তোমার মধ্যে তোমার কর্ণধার।
9 গেবালের প্রবীণবর্গ ও তার নিপুণ লোকেরা ছিল তোমার মধ্যে তোমার ছিদ্র-প্রতিকারক। সমুদ্রের যত জাহাজ ও তাদের নাবিকেরা বাণিজ্যদ্রব্য বিনিময় করার জন্য তোমার মধ্যে ছিল।
10 পারস্য, লুদ ও পুট দেশীয়েরা ছিল তোমার সৈন্যসামন্তের মধ্যে তোমার যোদ্ধা ; তারা তোমার মধ্যে ঢাল ও শিরস্ত্রাণ টাঙিয়ে রাখত ; তারাই তোমাতে আরোপ করছিল শোভা।
11 আর্বাদের লোকেরা তাদের সৈন্যসামন্তের সঙ্গে চারদিকে তোমার প্রাচীরের উপরে ছিল, বীরযোদ্ধারা তোমার মিনারে মিনারে ছিল, তারা চারদিকে তোমার প্রাচীরে নিজ নিজ ঢাল টাঙাত ; তারাই সিদ্ধ করছিল তোমার কান্তি।
12 সবরকম ধনের প্রাচুর্যের কারণে তার্সিস তোমার সঙ্গে ব্যবসা করত: তারা রুপো, লোহা, দস্তা ও সীসার সঙ্গে তোমার পণ্যের বিনিময় করত।
13 যাবান, তুবাল ও মেশেক তোমার সঙ্গে ব্যবসা করত: তারা ক্রীতদাস ও ব্রঞ্জের মাল দিয়ে তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করত।
14 তোগার্মার লোকেরা ঘোটক, রণ-অশ্ব ও খচ্চরের সঙ্গে তোমার পণ্যের বিনিময় করত।
15 দেদান-সন্তানেরা তোমার সঙ্গে ব্যবসা করত, বহু দ্বীপপুঞ্জ তোমার ক্রেতা ছিল : তারা গজদন্তময় শিং ও আবলুস কাঠ তোমার মূল্যরূপে আনত।
16 তোমার তৈরী জিনিসের বাহুল্যের কারণে আরাম তোমার সঙ্গে ব্যবসা করত; সেখানকার লোকেরা বহুমূল্য মণিমুক্তা, বেগুনি, বুটাদার কাপড়, ক্ষোম বস্ত্র এবং প্রবাল ও পদ্মরাগমণির সঙ্গে তোমার পণ্যের বিনিময় করত।
17 যুদা এবং ইস্রায়েল-দেশও তোমার সঙ্গে ব্যবসা করত: সেখানকার লোকেরা মিন্নিতের গম, পক্কান্ন, মধু, তেল ও সুরভি মলমের সঙ্গে তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করত।
18 সবরকম ধনের বাহুল্যের জন্য তোমার তৈরী জিনিসের প্রাচুর্যের কারণে দামাস্কাস তোমার সঙ্গে ব্যবসা করত, সেখানকার লোকেরা হেলবোনের আঙুররস ও শুভ্র পশম আনত।
19 দান ও যাবান উজাল থেকে এসে তোমার সঙ্গে ব্যবসা করত; তোমার বিনিময়যোগ্য মালের মধ্যে কান্তলোহা, কাশ ও দারুচিনি থাকত।
20 দেদান ঘোড়ার জন্য কম্বল দিয়ে তোমার সঙ্গে বাণিজ্য করত।
21 আরব এবং কেদারের নেতারা সকলে তোমার ক্রেতা ছিল : মেষশাবক, ভেড়া ও ছাগ, এগুলি বিষয়ে তারা তোমার সঙ্গে বাণিজ্য করত।
22 শেবার ও রায়েমার ব্যবসায়ীরাও তোমার সঙ্গে বাণিজ্য করত; তারা সবরকম উৎকৃষ্ট গন্ধদ্রব্য ও সবরকম বহুমূল্য পাথর এবং সোনার সঙ্গে তোমার পণ্যের বিনিময় করত।
23 হারান, কান্নে, এদেন, শেবার এই ব্যবসায়ীরা, এবং আসিরিয়া ও কিমাদ তোমার সঙ্গে বাণিজ্য করত:
24 এরা তোমার বাজারে তোমার সঙ্গে অপূর্ব বস্ত্র, নীল সুতো, শিল্পিত পোশাক ও শক্ত সুতোয় সেলাইকৃত নানা রঙে বিচিত্র গালিচা বিনিময় করত।
25 তার্সিসের জাহাজগুলি তোমার পণ্যের বাহন ছিল।
এইভাবে তুমি নানা সমুদ্রের মাঝে ধনী ও গৌরবময়ী হলে।
26 তোমার দাঁড়ীরা তোমাকে প্রশস্ত জলে নিয়ে গেল, কিন্তু গভীর সমুদ্রে পুব বাতাস তোমাকে ভেঙে ফেলল।
27 তোমার ধন, তোমার যত পণ্যদ্রব্য, তোমার বিনিময়যোগ্য দ্রব্য-সামগ্রী, তোমার নাবিকেরা, তোমার কর্ণধারেরা, তোমার ছিদ্র-প্রতিকারক ও দ্রব্য-বিনিময়কারীরা, তোমার মধ্যে সেই সমস্ত যোদ্ধা, তোমার মধ্যে সেই জনসমাজ তোমার পতনের দিনে নানা সমুদ্র-মাঝে মারা পড়বে।
28 তোমার কর্ণধারদের হাহাকারের শব্দে উপনগরগুলি কম্পিত হবে।
29 আর সকল দাঁড়ী নিজ নিজ জাহাজ থেকে নামবে, নাবিক ও সমুদ্রগামী সকল কর্ণধার স্থলভূমিতে থাকবে,
30 তোমার জন্য চিৎকার করবে, তিন্তুকণ্ঠে হাহাকার করবে, মাথায় ধুলা দেবে ও ছাইয়ে গড়াগড়ি দেবে।
31 তারা তোমার জন্য মাথার চুল খেউরি করবে, কোমরে চট বাঁধবে, ও তোমার জন্য তিন্তু দুঃখে কান্নার সঙ্গে তীব্র চিৎকার তুলবে।
32 তারা শোক করে তোমার জন্য বিলাপ করবে, তোমার বিষয়ে বিলাপ করে বলবে: “কে সেই তুরসের মত, যা এখন সমুদ্রের মাঝঝখানে ধ্বংসিতা?"
33 সমুদ্রপথে তোমার পণ্যদ্রব্য নানা স্থানে নিয়ে যেতে যেতে তুমি বহু বহু জাতিকে তৃপ্ত করতে; তোমার ধনের ও বিনিময়যোগ্য দ্রব্যের প্রাচুর্যে তুমি পৃথিবীর রাজাদের ধনবান করতে।
34 এখন তুমি তরঙ্গমালায় নিমজ্জিতা হয়ে সমুদ্র-গভীরে শুয়ে আছ ; তোমার বিনিময়যোগ্য দ্রব্য-সামগ্রী ও তোমার সমস্ত নাবিক তোমার সঙ্গে ডুবে গেল।
35 দ্বীপপুঞ্জের অধিবাসীরা সকলে তোমার দশায় বিহ্বল হল ; তাদের রাজারা নিতান্ত উদ্বিগ্ন হয়ে পড়ল, তাদের মুখে আশঙ্কার ভাব !
36 জাতিসকলের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে চিৎকার করে; তুমি আতঙ্কের বস্তু হবে, তুমি যে চিরকালের মত মিলিয়ে গেলে!”