1 এখন তুমি ইস্রায়েলের নেতাদের বিষয়ে একটা বিলাপগান ধর;
2 বল : 'তোমার মাতা কী ছিল? সে ছিল সিংহদের মধ্যে সিংহী; যুবসিংহদের মধ্যে শুয়ে সে শাবকদের লালন-পালন করত।
3 সিংহশিশুদের একটাকে সে উন্নীত করল, আর সে যুবসিংহ হল : সে শিকার করা পশুকে বিদীর্ণ করতে শিখল, শিখল মানুষকে গ্রাস করতে।
4 জাতিগুলি তার কথা শুনতে পেল, আর সে তাদের গর্তে ধরা পড়ল, ও শেকলাবদ্ধ অবস্থায় তাকে মিশরে নেওয়া হল।
5 সেই সিংহী যখন দেখল, আর প্রত্যাশা নেই, আশাও ভেঙে গেল, তখন সে আর একটা সিংহশিশুকে ধরে তাকে যুবসিংহ করল।
6 সে সিংহদের মধ্যে যাতায়াত করত যুবসিংহ ছিল ব'লে ! সেও শিকার করা পশুকে বিদীর্ণ করতে শিখল, শিখল মানুষকে গ্লাস করতে।
7 সে তাদের প্রাসাদগুলি নামিয়ে দিল, তাদের শহরগুলি উৎসন্ন করল। দেশ ও দেশের অধিবাসীরা তার গর্জনধ্বনিতে স্তম্ভিত হত।
8 তখন জাতিগুলি ও চারদিকের যত প্রদেশ তাকে আক্রমণ করল : তারা তার উপরে জাল ফেলল, আর সে তাদের গর্তে ধরা পড়ল।
9 বড়শি দ্বারা তারা তাকে পিজরে রাখল, শেকলে আবদ্ধ করে তাকে বাবিলন-রাজের কাছে নিয়ে গেল, শেষে তাকে কারাগারে পুরে দিল, যেন ইস্রায়েলের পর্বতে পর্বতে তার হুঙ্কার আর শোনা না যায়।
10 তোমার মাতা ছিল জলাশয়ের ধারে রোপিতা একটা আঙুরলতার সদৃশ। জলের প্রাচুর্যের ফলে সে ফলবতী ও শাখায় পূর্ণা হল :
11 তার শাখাদণ্ড এমন দৃঢ় হল যে, তা রাজদণ্ড হবার যোগ্য ছিল ; সে দৈর্ঘ্যে মেঘস্পর্শী হল, এবং উচ্চতায় ও শাখার প্রাচুর্যে আশ্চর্যের বিষয় হল।
12 কিন্তু তাকে রোষে উৎপাটন করা হল, তাকে ভূমিসাৎ করা হল : পুবাতাস তাকে শুষ্ক করল, তাকে ফল-বঞ্চিতা করল : তার সেই দৃঢ় শাখাপ্রশাখা শুকিয়ে গেল, আর আগুন তাকে গ্রাস করল।
13 এখন সে জলহীন ও শুষ্ক ভূমিতে, প্রাস্তরেই, রোপিতা হয়ে রয়েছে;
14 তার সেই শাখাদণ্ড থেকে আগুন নির্গত হয়ে শাখাপ্রশাখা ও ফল সবই গ্রাস করল এখন তার আর এমন দৃঢ় শাখাদণ্ড নেই, যা কর্তৃত্বের রাজদণ্ড হতে পারে।'