1 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
2 “আদমসন্তান,
ভাববাণী দাও ; বল : প্রভু পরমেশ্বর একথা বলছেন :
তোমরা এই বলে হাহাকার কর : হায়! সে কেমন দিন!
3 কারণ সেই দিন সন্নিকট :
হ্যাঁ, প্রভুর সেই দিন সন্নিকট :
মেঘাচ্ছন্ন এক দিন, জাতিগুলির জন্য আশঙ্কারই এক ক্ষণ।
4 মিশরের উপরে খড়্গা আসবে,
ও ইথিওপিয়ায় যন্ত্রণা বিরাজ করবে,
কারণ সেসময়ে মিশরে বিদ্ধ লোকেরা মারা পড়বে,
তার সমস্ত ঐশ্বর্য কেড়ে নেওয়া হবে,
ও উৎপাটিত হবে তার ভিত্তিমূল।
5 ইথিওপিয়া, পুট, লুদ ও সবরকম বিদেশী মানুষ,
এবং কুব ও মিত্রদেশীয় সকল মানুষ ও
তাদের সঙ্গে খড়ের আঘাতে মারা পড়বে।
6 প্রভু একথা বলছেন :
মিশরের স্তম্ভ সেই মিত্ররা, তারাও মারা পড়বে,
তার পরাক্রমের গর্ব খর্ব হবে :
মিগ্দোল থেকে সিয়েনে পর্যন্ত তারা খড়ের আঘাতে মারা পড়বে।
প্রভু পরমেশ্বরের উক্তি ।
7 তারা বিধ্বস্ত দেশগুলির মধ্যে প্রান্তর হবে,
ও তার শহরগুলি হবে উৎসন্নস্থান।
8 তখন তারা জানবে যে, আমিই প্ৰভু,
যখন আমি মিশরে আগুন লাগাব
ও তার সমস্ত অবলম্বন চূর্ণ হবে।
9 সেইদিন নিরুদ্বিগ্না সেই ইথিওপিয়ার মধ্যে সন্ত্রাস ছড়াবার জন্য দূতেরা নৌকাযোগে আমার কাছ থেকে নির্গত হবে; তাই মিশরের সেই দিনটিতে ইথিওপিয়ায় যন্ত্রণা বিরাজ করবে, কেননা দেখ, সেই দিন আসছে।
10 প্রভু পরমেশ্বর একথা বলছেন : 'আমি বাবিলন-রাজ নেবুকাদেজারের হাত দ্বারা মিশরের কোলাহল স্তব্ধ করে দেব।
11 সে ও তার জনগণ, জাতিগুলির মধ্যে সেই অতি নিষ্ঠুর লোকেরা দেশটাকে বিনাশ করতে আমন্ত্রিত হবে, তখন তারা মিশরের বিরুদ্ধে খড়্গা নিষ্কোষিত করবে ও দেশকে মৃতদেহে পূর্ণ করবে।
12 আর আমি স্রোতস্বিনীকে শুষ্ক করব, দেশকে বর্বর লোকদের কাছে বিক্রি করে দেব, ও বিদেশীদের হাতে দেশ ও সেখানকার সবকিছু ধ্বংস করব : আমিই, প্রভু, একথা বললাম।'
13 প্রভু পরমেশ্বর একথা বলছেন :
আমি পুতুলগুলিকেও বিনষ্ট করব,
নোফ থেকে সেই অলীক দেবতাদের নিশ্চিহ্ন করব।
মিশর দেশ নেতা-বিহীন হয়ে পড়বে,
সেখানে আমি সন্ত্রাস ছড়িয়ে দেব,
14 পাথ্রোসকে ধ্বংস করব,
তানিসে আগুন লাগাব,
নোর উপরে বিচারদণ্ড আনব।
15 আমি মিশরের দৃঢ়দুর্গ সেই সীনের উপরে আমার রোষ বর্ষণ করব, ও নোর বিপুল জনতাকে উচ্ছেদ করব;
16 মিশরে আগুন লাগাব যন্ত্রণায় সীন ছটফট করবে; নোতে বাঁধ-প্রাচীরে একটা গর্ত করা হবে আর জলরাশি বাইরে ভেসে যাবে।
17 ওন ও বি-বেশেতের যুবকেরা খঙ্গের আঘাতে মারা পড়বে, এবং সেই সকল শহর বন্দিদশায় চলে যাবে।
18 তাফানেসে দিন অন্ধকার হয়ে যাবে, কেননা তখন সেই জায়গায় আমি মিশরের জোয়ালগুলো ভেঙে ফেলব ; তাই তার মধ্যে তার পরাক্রমের গর্ব নিঃশেষ হয়ে যাবে; সে নিজে মেঘাচ্ছন্ন হবে, ও তার কন্যারা বন্দিদশায় চলে যাবে।
19 মিশরের উপরে আমি তেমন বিচারদণ্ড আনব; তাতে তারা জানবে যে, আমিই প্রভু।'
20 একাদশ বর্ষের প্রথম মাসে, মাসের সপ্তম দিনে, প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
21 আদমসন্তান, আমি মিশর-রাজ ফারাওর বাহু ভেঙে দিয়েছি; কিন্তু তুমি দেখতে পাচ্ছ : খড়্গা-ধারণের উপযুক্ত শক্তি ফিরিয়ে দেবার জন্য তার সেই বাহুর কোন প্রতিকার করা হয়নি, পটি দিয়েও তা বাঁধা হয়নি, কোন প্রকারেই তা বাঁধা হয়নি।
22 এজন্য প্রভু পরমেশ্বর একথা বলছেন: দেখ, আমি মিশর-রাজ ফারাওর বিপক্ষে! আমি তার বলবান বাহু ভেঙে ফেলব, ভাঙা বাহুও ভেঙে ফেলব, এবং তার হাত থেকে খড়া খসাব।
23 আমি মিশরীয়দের জাতিগুলির মধ্যে বিক্ষিপ্ত করব ও নানা দেশে তাদের ছড়িয়ে দেব।
24 আমি বাবিলন-রাজের বাহু বলবান করব, ও তারই হাতে আমার খড়্গা দেব; কিন্তু ফারাওর বাহু ভেঙে ফেলব, তাই সে ওর সামনে আহত মানুষের মত কাতর চিৎকার তুলবে।
25 আমি বাবিলন-রাজের বাহু বলবান করব, কিন্তু ফারাওর বাহু খসে পড়বে ; তাতে জানা হবে যে, আমিই প্রভু, যখন আমি বাবিলন-রাজের হাতে আমার খড়্গা দেব, এবং সে মিশর দেশের বিরুদ্ধে তা বাড়াবে।
26 আমি মিশরীয়দের জাতিগুলির মধ্যে বিক্ষিপ্ত করব ও নানা দেশে ছড়িয়ে দেব; তাতে তারা জানবে যে, আমিই প্রভু।”