Index

এজেকিয়েল - Chapter 35

1 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
2 আদমসন্তান, সেইর পর্বতের দিকে মুখ ফেরাও ও তার বিরুদ্ধে ভাববাণী দাও ।
3 তাকে বল : প্রভু পরমেশ্বর একথা বলছেন : হে সেইর পর্বত, দেখ, আমি তোমার বিপক্ষে! আমি তোমার বিরুদ্ধে আমার হাত বাড়াব, এবং তোমাকে উৎসন্নস্থান ও আতঙ্কের স্থান করব। *
4 আমি তোমার শহরগুলিকে ধ্বংসস্তূপ করব, আর তুমি মরুপ্রান্তর হবে ; তাতে তুমি জানবে যে, আমিই প্রভু।
5 যেহেতু তুমি অন্তরে অনাদিকালীন শত্রুভাব গেঁথে রেখেছ ও ইস্রায়েল সন্তানদের—তাদের সেই দুর্বিপাকের দিনে যখন তাদের পাপ শেষ মাত্রায় পৌঁছেছিল—খড়ো তুলে দিয়েছ,
6 সেজন্য, আমার জীবনেরই দিব্যি — প্রভু পরমেশ্বরের উক্তি—আমি তোমাকে রক্তের হাতে তুলে দেব আর রক্ত তোমার পিছনে ধাওয়া করবে; তুমি রক্ত ঘৃণা করনি বিধায় রক্ত তোমার পিছনে ধাওয়া করবে।
7 আমি সেইর পর্বতকে আতঙ্কের বস্তু ও মরুপ্রান্তর করব, এবং তার উপরে যে কেউ যাতায়াত করবে, আমি সেই পর্বত থেকে তাদের সকলকে উচ্ছেদ করব।
8 আমি তোমার পর্বতমালা মৃতদেহে পূর্ণ করব; তোমার যত উপপর্বতে, তোমার যত উপত্যকায় ও তোমার সমস্ত জলপ্রবাহে খঙ্গে বিদ্ধ মানুষ মারা পড়বে,
9 আমি তোমাকে চিরন্তন উৎসন্নস্থান করব, এবং তোমার শহরগুলি নিবাসীবিহীন হবে; তাতে তোমরা জানবে যে, আমিই প্রভু।
10 যেহেতু তুমি বলেছ। এই দুই জাতি ও এই দুই দেশ আমারই হবে, আমরাই তাদের অধিকার করে নেব, যদিও সেখানে প্রভু থাকেন,
11 সেজন্য আমার জীবনেরই দিব্যি—প্রভু পরমেশ্বরের উক্তি—তুমি যেমন তাদের প্রতি তোমার ঘৃণা অনুযায়ী ব্যবহার করেছ, তেমনি আমি তোমার সেই ক্রোধ ও হিংসা অনুযায়ী ব্যবহার করব। আমি যখন তোমার বিচার করব, তখন তাদের খাতিরে নিজেকে প্রকাশ করব:
12 তখন তুমি জানবে যে, আমিই প্রভু। ইস্রায়েল-পর্বতমালার বিরুদ্ধে তুমি যে টিটকারি দিয়েছ, আমি সেই সব শুনেছি; তুমি বলেছ : সেগুলি তো উৎসন্নস্থান, আমাদের চারণভূমি হওয়ার জন্য সেগুলি আমাদেরই দেওয়া হয়েছে।
13 এইভাবে তোমরা আমার বিরুদ্ধে আস্ফালন করে কথা বলেছ, আমার বিরুদ্ধে বহু কথা বলেছ আমি সব শুনেছি !
14 প্রভু পরমেশ্বর একথা বলছেন : যেহেতু সমগ্র দেশ আনন্দ করেছে, সেজন্য আমি তোমাকে উৎসন্নস্থান করব;
15 হ্যাঁ, তুমি ইস্রায়েলকুলের উত্তরাধিকার উৎসন্ন হয়েছে দেখে যেমন আনন্দ করেছ, আমি তোমার প্রতি সেইমত ব্যবহার করব; হে সেইর পর্বত, তুমি উৎসন্নস্থান হবে, তুমিও, এদোম, তুমিও সম্পূর্ণরূপে তা-ই হবে। তাতে জানা হবে যে, আমিই প্রভু।'