1 দ্বাদশ বর্ষের দ্বাদশ মাসে, মাসের প্রথম দিনে, প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
2 ‘আদমসন্তান, মিশর-রাজ ফারাওর উদ্দেশে বিলাপগান ধর; বল : জাতিগুলির মধ্যে তুমি সিংহ বলেই গণ্য ছিলে কিন্তু তুমি ছিলে জলচর কুমিরের মত, তুমি তোমার নদনদীর মধ্যে আস্ফালন করতে, পা দিয়ে জল মলিন করতে, ও নদনদীর জল কাদাময় করতে।'
3 প্রভু পরমেশ্বর একথা বলছেন : “আমি বহু জাতির সমাবেশের মধ্যে তোমার উপরে আমার জাল ফেলব, আর তারা আমার টানা জালে তোমাকে তুলবে।
4 তখন আমি তোমাকে স্থলে ছেড়ে দেব, তোমাকে খোলা মাঠের মাঝে ফেলে রাখব। আমি তোমার উপরে আকাশের পাখিদের বসাব, সমস্ত বন্যজন্তুদের তোমাকে দিয়ে তৃপ্ত করব।
5 আমি পর্বতে পর্বতে তোমার মাংস ফেলব, তোমার লাশে উপত্যকাগুলি পূর্ণ করব।
6 তোমা থেকে যে রক্ত ক্ষরে, সেই রক্ত আমি দেশকে পর্বত পর্যন্ত পান করাব, আর যত জলপ্রবাহ তোমাতে পরিপূর্ণ হবে।
7 তুমি নিঃশেষিত হয়ে পড়লে আমি আকাশ আচ্ছাদিত করব, তার তারানক্ষত্র অন্ধকারময় করব, সূর্যকে মেঘাচ্ছন্ন করব, তখন চন্দ্র জ্যোৎস্না দেবে না।
8 আকাশে যত উজ্জ্বল জ্যোতিষ্ক আছে, সেই সবগুলিকে আমি তোমার উপরে অন্ধকারময় করব, ও তোমার দেশের উপরে অন্ধকার পাতব। প্রভু পরমেশ্বরের উক্তি।
9 আমি বহু জাতির হৃদয়ে সন্ত্রাস জন্মাব, যখন তোমার অজানা নানা দেশে জাতিগুলির মধ্যে তোমার ভঙ্গের কথা জ্ঞাত করব।
10 তোমার দশায় আমি বহু জাতিকে বিস্মিত করব, তাদের রাজারা তোমার দশায় রোমাঞ্চিত হবে, যখন তাদের চোখের সামনেই আমি আমার খড়্গা চালাব। তোমার পতনের দিনে তারা প্রত্যেকে নিমেষে নিমেষে নিজ নিজ প্রাণের জন্য কম্পিত হবে।'
11 কেননা প্রভু পরমেশ্বর একথা বলছেন : বাবিলন-রাজের খড়্গা তোমার নাগাল পাবে।
12 আমি বীরপুরুষদের খঙ্গের আঘাতে নিষ্ঠুরতমই জাতিগুলির খড়ের আঘাতে তোমার বহুসংখ্যক প্রজাদের নিপাত করব; তারা মিশরের দর্প চূর্ণ করবে, তখন তার সমস্ত লোকারণ্য নিশ্চিহ্ন হবে।
13 আমি মহাজলরাশির ধারে তার সমস্ত গবাদি পশু উচ্ছেদ করব : মানুষের পা সেই জল আর মলিন করবে না, পশুদের ক্ষুরও তা কাদাময় করবে না।
14 সেসময়ে আমি সেখানকার জল আবার শান্ত করব, ও সেখানকার স্রোতস্বিনী তেলের মত প্রবাহিত করব। প্রভু পরমেশ্বরের উক্তি।
15 যখন আমি মিশর দেশ উৎসরস্থান করি ও তার মধ্যে যা কিছু আছে, তা থেকে দেশকে বঞ্চিত করি, যখন তার সকল নিবাসীকে আঘাত করি, তখন জানা হবে যে, আমিই প্রভু।
16 এ বিলাপগান। এই বিলাপ পান করা হবে। জাতিগুলির কন্যারাই এই বিলাপগান গাইবে; মিশরের উপরে ও তার লোকারণ্যের উপরে তারা এই বিলাপগান গাইবে।' প্রভু পরমেশ্বরের উক্তি।
17 দ্বাদশ বর্ষে, মাসের পঞ্চদশ দিনে প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল:
18 আদমসন্তান, মিশরের লোকারণ্যের বিষয়ে কাতর কণ্ঠে চিৎকার কর ; বলবান জাতিগুলির কন্যাদের সঙ্গে অধোলোকে পাতালগামীদের কাছে তাদের নামিয়ে দাও।
19 তুমি কার চেয়ে সুন্দর? নেমে যাও, অপরিচ্ছেদিতদের সঙ্গে শুয়ে পড়।
20 তারা খড়্গো নিহতদের মধ্যে মারা পড়বে, খড়্গাটা সমর্পিত হয়েছে। মিশরের ও তার বহুসংখ্যক প্রজাদের পতন হল।
21 পাতালের মধ্য থেকে বীরপুরুষেরা, তার সেই সমর্থনকারীরা, তাকে উদ্দেশ করে বলবে এসো, অপরিচ্ছেদিতদের সঙ্গে, খঙ্গ-বিদ্ধ মানুষদের সঙ্গে শুয়ে পড়।
22 সেখানে আসিরিয়া আছে, ও তার কবরের চারদিকে তার সমস্ত সৈন্যসামন্তও আছে; তারা সকলে নিহত, খড়্গা-বিদ্ধ;
23 কেননা তাদের কবর গর্তের গভীর স্থানে দেওয়া হয়েছে, এবং তার সৈন্যসামন্ত তার কবরের চারদিকে আছে : তারা সকলে নিহত, খঙ্গে বিদ্ধ, কেননা জীবিতদের দেশে সন্ত্রাস ছড়াত।
24 সেখানে এলাম আছে, ও তার কবরের চারদিকে তার সমস্ত সৈন্যসামন্তও তারা সকলে নিহত, খড়ো বিদ্ধ; তারা অপরিচ্ছেদিত অবস্থায় অধোলোকে আছে ; নেমে গেছে, যারা জীবিতদের দেশে সন্ত্রাস ছড়াত। এখন তারা পাতালগামীদের সঙ্গে নিজেদের লজ্জার বোঝা বহন করছে।
25 নিহত লোকদের মধ্যে তার সমস্ত সৈন্য সমেত তার বিছানা পাতা হয়েছে; তার চারদিকে তার কবরগুলো রয়েছে ; তারা সকলে অপরিচ্ছেদিত অবস্থায়, খড়েগ বিদ্ধ, কেননা জীবিতদের দেশে সন্ত্রাস ছড়াত; এখন তারা পাতালগামীদের সঙ্গে নিজেদের লজ্জার বোঝা বহন করছে; খড়েঙ্গ বিদ্ধ লোকদের মধ্যেই তাদের রাখা হয়েছে।
26 মেশেক, তুবাল সেখানে আছে, ও তাদের কবরের চারদিকে তাদের সমস্ত সৈন্যসামন্তও আছে; তারা সকলে অপরিচ্ছেদিত অবস্থায়, খড়ো বিদ্ধ, কেননা জীবিতদের দেশে সন্ত্রাস ছড়াত।
27 তারা অপরিচ্ছেদিত অবস্থায় মারা পড়েছে, ; তাই সেই বীরপুরুষদের সঙ্গে শুইবে না, যারা নিজ নিজ যুদ্ধসজ্জাসুদ্ধ পাতালে নেমে গেছে, যাদের খড়্গা তাদের মাথার নিচে রাখা হয়েছে ও যাদের ঢাল তাদের হাড়ের উপরে রয়েছে, কেননা জীবিতদের দেশে এই বীরপুরুষেরা সন্ত্রাস ছড়াত।
28 তাই তুমিও অপরিচ্ছেদিতদের মধ্যে ও খড়েঙ্গ বিদ্ধ লোকদের সঙ্গে শুয়ে থাকবে।
29 সেখানে এদোম, তার রাজারা ও তার সকল নেতা আছে ; পরাক্রান্ত হলেও খড়্গো বিদ্ধ লোকদের সঙ্গে তাদের রাখা হয়েছে; তারা অপরিচ্ছেদিত লোকদের সঙ্গে ও পাতালগামীদের সঙ্গে শুয়ে থাকবে।
30 সেখানে উত্তরদেশীয় নেতারা সকলে ও সিদোনের সকল লোক আছে; তাদের পরাক্রমজনিত সন্ত্রাস সত্ত্বেও তারা নিহত লোকদের সঙ্গে নেমে গেছে; তারা খড়ো বিদ্ধ লোকদের সঙ্গে অপরিচ্ছেদিত অবস্থায় শুয়ে রয়েছে, এবং পাতালগামীদের সঙ্গে নিজেদের লজ্জার বোঝা বহন করছে।
31 এই সকলকেই ফারাও দেখবে, এবং তেমন লোকারণ্যের দৃশ্যে সান্ত্বনা পাবে ; ফারাও ও তার সমস্ত সৈন্য খড়েঙ্গ বিদ্ধ হবে। প্রভু পরমেশ্বরের উক্তি।
32 কেননা যদিও আমিই তাকে দিয়েছি জীবিতদের দেশে সন্ত্রাস হুড়াতে, তবু ফারাও ও তার সমস্ত লোকারণ্য অপরিচ্ছেদিত লোকদের মধ্যে, খড়ো বিদ্ধ লোকদের সঙ্গে শুয়ে থাকবে।' প্রভু পরমেশ্বরের উক্তি।