1 একাদশ বর্ষের তৃতীয় মাসে, মাসের প্রথম দিনে, প্রস্তুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
2 “আদমসন্তান, মিশর-রাজ ফারাওকে ও তার বহুসংখ্যক প্রজাদের বল : তুমি তোমার মাহাত্ম্যে কার মত নিজেকে গণ্য কর ?
3 দেখ, আসিরিয়া ছিল লেবাননের একটা এরসগাছ, ডালে সে ছিল সুন্দর, ছায়ায় ঘন ও দৈর্ঘ্যে লম্বা; তার শিখর মেঘমালার মধ্যেই ছিল!
4 সে জলাশয়ে পুষ্ট হয়েছিল, অতল গহ্বর তাকে উচ্চ করেছিল ; তার স্রোতস্বিনী তার উদ্যানের চারদিকে বইত, এবং সে মাঠের গাছপালার মধ্যে তার নানা জলস্রোত প্রবাহিত করত।
5 এই কারণেই মাঠের সমস্ত গাছপালার চেয়ে সে দৈর্ঘ্যে অধিক লম্বা ছিল, এবং সে বড় হওয়ার সময়ে প্রচুর জল পাওয়ার ফলে তার ডালপালা বৃদ্ধি পেল ও তার শাখা বিস্তৃত হল।
6 আকাশের সকল পাখি তার ডালে বাসা বাঁধত, তার শাখার নিচে বনের সকল জন্তু প্রসব করত, এবং তার ছায়ায় বহু বহু জাতি বসত।
7 তার সেই মাহাত্ম্যে সে সুন্দর ছিল, ডালের দৈর্ঘ্যে ছিল মনোহর, কেননা তার মূল প্রচুর জলের ধারে ছিল।
8 পরমেশ্বরের উদ্যানে তার সমকক্ষ কোন এরসগাছ ছিল না, দেবদারুগাছও ডালপালায় তার সমান ছিল না, সাধারণগাছও তার একটামাত্র ডালের মত ছিল না : পরমেশ্বরের উদ্যানে কোনও গাছ সৌন্দর্যে তার সমকক্ষ ছিল না!
9 আমি তার প্রচুর শাখার মধ্যে তাকে সুন্দর করেছিলাম, এজন্য পরমেশ্বরের উদ্যানে এদেনের সমস্ত গাছপালা তাকে হিংসা করত।'
10 এজন্য প্রভু পরমেশ্বর একথা বলছেন: 'যেহেতু সে দৈর্ঘ্যে লম্বা হল, মেঘমালার মধ্যে শিখর স্থাপন করল, ও তার মাহাত্ম্যে তার হৃদয় গর্বিত হল,
11 সেজন্য আমি তাকে জাতিগুলির নেতার হাতে তুলে দেব, আর সেই নেতা তার প্রতি তার দুষ্কর্ম অনুযায়ী ব্যবহার করবে। আমি তাকে পরিত্যাগ করেছি!
12 বিদেশীরা, জাতিগুলির মধ্যে সবচেয়ে নিষ্ঠুর সেই লোকেরা, তাকে কেটে ফেলল ও পর্বতে পর্বতে পেতে দিল। এখন তার শাখা প্রতিটি উপত্যকায় পড়ে আছে, এবং তার ভাঙা ডালপালা দেশের সকল জলপ্রবাহে রয়েছে।
13 তার পড়া কাণ্ডে আকাশের সকল পাখি বসে, ও তার শাখার মধ্যে বন্যজন্তু বাস করে ;
14 সুতরাং : জলের নিকটবর্তী কোন গাছ নিজের দৈর্ঘ্যে গর্ব না করুক, নিজের শিখর মেঘমালার মধ্যে স্থাপন না করুক, নিজের দৈর্ঘ্যে কোন জলপায়ী গাছের উপর ভরসা না রাখুক, কেননা সকলের নিরূপিত শেষ দশা হল মৃত্যু, অধোলোক, আদমসন্তানদের মধ্যে ও পাতালবাসীদের সঙ্গে বসবাস!"
15 প্রভু পরমেশ্বর একথা বলছেন : 'পাতালে তার নেমে যাওয়ার দিনে আমি শোক করলাম; আমি তার জন্য অতল গহ্বরকে আচ্ছন্ন করলাম, ও তার স্রোতস্বিনীর গতি বন্ধ করলাম, তাতে জলরাশি শুষ্ক হল; তার জন্য আমি লেবাননকে শোকের পোশাক পরালাম, ও বনের সকল গাছপালা তার জন্য জীর্ণ হল।
16 যখন আমি তাকে অধোলোকে পাতালবাসীদের কাছে ফেলে দিলাম, তখন তার পতনের শব্দে জাতিগুলিকে কম্পান্বিত করলাম; আর এদেনের সমস্ত গাছপালা, লেবাননের উৎকৃষ্ট ও শ্রেষ্ঠ জলপায়ী গাছগুলি অধোলোকে সান্ত্বনা পেল।
17 তার সঙ্গে তারাও পাতালে খড়্গো বিদ্ধ লোকদের মধ্যে নেমেছিল, যারা তার বাহুস্বরূপ হয়ে তারই ছায়ায় জাতিগুলির মধ্যে বাস করেছিল।
18 তাই তুমি গৌরবে ও মাহাত্ম্যে এদেনের গাছপালার মধ্যে কার মত নিজেকে গণ্য কর? এদেনের গাছপালার সঙ্গে তোমাকেও অধোলোকে নিক্ষেপ করা হবে; তুমি অপরিচ্ছেদিতদের মধ্যে খড়েঙ্গ বিদ্ধ লোকদের সঙ্গে শুয়ে থাকবে। তেমনটি হবে ফারাও ও তার বিপুল জনগণ।' প্রভু পরমেশ্বরের উক্তি।