Index

এজেকিয়েল - Chapter 15

1 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
2 আদমসন্তান, অন্য সকল গাছের চেয়ে আঙুরলতার গাছ, বনের গাছপালার মধ্যে আঙুরলতার শাখা, কিসে শ্রেষ্ঠ ?
3 কোন কিছু তৈরি করার জন্য কি তা থেকে কাঠ নেওয়া যায়? কিংবা কোন পাত্র ঝুলাবার জন্য কি তাতে ডাণ্ডা তৈরী হয়?
4 দেখ, তা ইন্ধন হিসাবে আগুনে ফেলে দেওয়া হয় ; আগুন তার দুই মাথা গ্রাস করে, মধ্যদেশও কিছুটা পুড়ে যায়। আর তখন তা কি কোন কাজে লাগবে?
5 দেখ, অক্ষুণ্ণ থাকতেও তা কোন কাজে লাগত না, তবে যখন আগুন তা গ্রাস করে পুড়িয়ে দিল, তখন তা কি কোন কাজে লাগতে পারবে?
6 সুতরাং, প্রভু পরমেশ্বর একথা বলছেন : ইন্ধন হবার জন্য বনের গাছপালার মধ্যে যেমন আমি আঙুরলতার গাছই আগুনে দিয়েছি, যেরুসালেম অধিবাসীদের প্রতি আমি তেমনি ব্যবহার করব।
7 আমি তাদের বিরুদ্ধে মুখ ফেরাব : তারা আগুন থেকে রেহাই পেলেও আগুন কিন্তু তাদের গ্রাস করবে ; যখন আমি তাদের বিরুদ্ধে মুখ ফেরাই, তখন তোমরা জানবে যে, আমিই প্রভু।
8 আমি দেশ উৎসন্নস্থান করব, কারণ তারা অবিশ্বস্ত হয়েছে।” প্রভুর উক্তি।