Index

এজেকিয়েল - Chapter 2

1 তিনি আমাকে বললেন, 'আদমসন্তান, পায়ে ভর করে দাঁড়াও, তোমার কাছে কথা বলব।
2 তিনি একথা বলতে না বলতেই আত্মা আমার মধ্যে প্রবেশ করে এমনটি করল যেন আমি পায়ে ভর করে দাঁড়াই ; তখন যিনি আমার সঙ্গে কথা বলছিলেন, আমি তাঁকে শুনলাম।
3 তিনি আমাকে বললেন, “আদমসন্তান, আমি ইস্রায়েল সন্তানদের কাছে, সেই বিদ্রোহী জাতির মানুষদের কাছে তোমাকে প্রেরণ করতে যাচ্ছি, যারা আমার প্রতি বিদ্রোহী হয়েছে। তারা ও তাদের পিতৃপুরুষেরা আমার বিরুদ্ধে অবাধ্যতা দেখিয়ে আসছে, আজ পর্যন্তও দেখাচ্ছে।
4 যাদের কাছে আমি তোমাকে প্রেরণ করতে যাচ্ছি, সেই সন্তানেরা জেদি ও তাদের হৃদয় কঠিন। তাদের তুমি বলবে : প্রভু পরমেশ্বর একথা বলছেন।
5 তারা শুনুক বা না শুনুক তারা তো বিদ্রোহী বংশ! — তবু কমপক্ষে এ জানতে পারবে যে, তাদের মধ্যে একজন নবী রয়েছে।
6 কিন্তু তুমি, হে আদমসন্তান, তাদের ভয় পেয়ো না, তাদের কথায়ও ভীত হয়ো না; তোমার চারদিকে শেয়ালকাঁটা ও কাঁটাগাছ বটে, এবং তুমি বিচ্ছেদের মধ্যে বাস করবে; কিন্তু তুমি তাদের কথায় ভয় পেয়ো না, তাদের মুখ দেখে উদ্বিগ্ন হয়ো না : তারা তো বিদ্রোহী বংশ।
7 তুমি তাদের কাছে আমার বাণী জানিয়ে দেবে, তারা শুনুক বা না শুনুক ; কেননা তারা নিতান্ত বিদ্রোহী বংশ।
8 আর তুমি, হে আদমসন্তান, তোমাকে আমি যা বলি, তা শোন, এবং এই বিদ্রোহী বংশের মানুষদের মত বিদ্রোহী হয়ো না, তাই এখন মুখ খোল, আমি তোমাকে যা দিতে যাচ্ছি, তা খাও।'
9 আমি চেয়ে দেখলাম, আর দেখ, আমার প্রতি বাড়ানো একটা হাত ; আর দেখ, সেই হাতে রয়েছে একটা পাকানো পুঁথি।
10 তিনি আমার সামনে তা খুলে ধরলেন; পুঁথিটা ভিতরে বাইরে দু'দিকেই লেখা—হাহাকার, বিলাপ, শোকের উক্তিই সেই লেখা!