1 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
2 “আদমসন্তান, তুরসের জনপ্রধানকে বল : প্রভু পরমেশ্বর একথা বলছেন : যেহেতু তোমার হৃদয় গর্বিত হয়েছে, ও তুমি বলেছ : আমি ঈশ্বর! আমি গভীর সমুদ্রে ঐশ্বরিক আসনে আসীন ! অথচ তুমি মানুষমাত্র, ঈশ্বর নও, তোমার মন পরমেশ্বরের মনের সমকক্ষ করেছ,
3 সেজন্য দেখ, তুমি দানেলের চেয়েও প্রজ্ঞাবান ! রহস্যময় কোন কথা তোমার কাছে আবৃত নয় :
4 তোমার প্রজ্ঞায় ও তোমার সুবুদ্ধিতে তুমি তোমার নিজের প্রতাপ গড়েছ, তোমার পেটিকায় সোনা ও রুপো জমিয়েছ:
5 তোমার মহাজ্ঞান ও বাণিজ্যের ফলে তোমার ঐশ্বর্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, আর তোমার সেই ঐশ্বর্যে তোমার হৃদয় গর্বিত হয়েছে :
6 সেজন্য প্রভু পরমেশ্বর একথা বলছেন : যেহেতু তুমি তোমার মন পরমেশ্বরের মনের সমকক্ষ করেছ ;
7 সেজন্য দেখ, আমি তোমার বিরুদ্ধে ভিনদেশের মানুষদের মধ্যে সবচেয়ে হিংস্র জাতিকে আনব, তারা তোমার পরম প্রজ্ঞার বিরুদ্ধে খড়্গা নিষ্কোষিত করবে, তোমার বিভা কলুষিত করবে,
8 তোমাকে গহ্বরের মধ্যে নিক্ষেপ করবে, আর তোমার মৃত্যু হবে সমুদ্রের মাঝে মৃতদের মৃত্যুর মত।
9 তোমার হত্যাকারীদের সামনে তখন তুমি কি আবার বলবে: আমি ঈশ্বর? কিন্তু যে তোমাকে বিঁধিয়ে দেবে, তার হাতে তুমি তো মানুষমাত্র, ঈশ্বর নও।
10 ভিনদেশের মানুষদের হাতে তোমার মৃত্যু হবে অপরিচ্ছেদিতদের মৃত্যুর মত, কারণ আমিই একথা বলেছি।'—প্রভু পরমেশ্বরের উক্তি।
11 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
12 আদমসন্তান, তুরসের রাজার জন্য বিলাপগান ধর ; তাকে বল : প্রভু পরমেশ্বর একথা বলছেন : তুমি ছিলে পরমসিদ্ধির আদর্শ, ছিলে প্রজ্ঞায় পরিপূর্ণ, সৌন্দর্যে সিন্ধ :
13 তুমি পরমেশ্বরের উদ্যানে, সেই এদেনেই থাকতে, সবরকম বহুমূল্য প্রস্তর, রুধিরাখ্য, পোখরাজ, হীরক, হেমকান্তি, বৈদূর্য, সূর্যকান্ত, নীলকান্ত, ফিরোজা ও মরকত ছিল তোমার আচ্ছাদন ; খঞ্জনি ও বাঁশির কারুকার্যের সোনায় তুমি ছিলে অলঙ্কৃত ; এই সব কিছু তোমার সৃষ্টিদিনেই প্রস্তুত করা হয়েছিল।
14 আমি তোমাকে রক্ষকরূপে বিস্তৃত ডানা-খেরুব করেছিলাম; তুমি ছিলে পরমেশ্বরের পবিত্র পর্বতের উপর, হেঁটে বেড়াচ্ছিলে অগ্নিময় প্রস্তরের মধ্যে।
15 তোমার সৃষ্টিদিন থেকে আচরণে তুমি আদর্শবান ছিলে, যতক্ষণ না তোমার মধ্যে শঠতা দেখা দিল।
16 তোমার বাণিজ্য বৃদ্ধির ফলে তুমি অত্যাচারে ও পাপে পরিপূর্ণ হলে ; তাই আমি তোমাকে পরমেশ্বরের পর্বত থেকে বিচ্যুত করলাম, এবং তোমাকে, হে রক্ষী খেরুব, অগ্নিময় প্রস্তরের মধ্যে বিনষ্ট করলাম।
17 তোমার হৃদয় তোমার কান্তির কারণে গর্বিত হয়েছিল, তোমার বিভার কারণে তোমার প্রজ্ঞা বিকৃত হয়েছিল, তাই আমি তোমাকে মাটিতে ফেলে দিলাম, রাজাদের সামনে রাখলাম, যেন তারা তোমাকে দেখতে পায়।
18 তোমার অপকর্মের ভারে, তোমার বাণিজ্যের অন্যায়ে, তুমি তোমার পবিত্রধাম কলুষিত করলে, তাই আমি তোমার মধ্য থেকে এমন আগুন জাগিয়ে তুলেছি, যা তোমাকে গ্রাস করবে। আমি তোমার সকল দর্শকের চোখের সামনে তোমাকে মাটিতে ছাইয়ে পরিণত করলাম।
19 জাতিসকলের মধ্যে যত লোক তোমাকে জানে, তারা সকলে তোমার দশায় বিহ্বল হল ; তুমি আতঙ্কের বস্তু হলে, তুমি যে চিরকালের মত মিলিয়ে গেলে!'
20 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
21 আদমসন্তান, সিদোনের দিকে মুখ ফেরাও ও তার বিরুদ্ধে ভাববাণী দাও।
22 তাকে বল : প্রভু পরমেশ্বর একথা বলছেন : সিদোন, দেখ, আমি তোমার বিপক্ষে! আমি তোমাতে আমার গৌরব প্রকাশ করব : তাতে জানা যাবে যে, আমিই প্ৰভু, যখন আমি তোমার উপরে শাস্তি ডেকে আনব ও তোমার মধ্যে আমার পবিত্রতা প্রকাশ করব।
23 আমি তার বিরুদ্ধে মহামারী প্রেরণ করব, তখন তার সমস্ত পথে রক্ত বইবে ; খড়ো বিদ্ধ মানুষেরা তার মধ্যে মারা পড়বে, কারণ খা চারদিকে তার উপর উত্তোলিত হবে : তাতে তারা জানবে যে, আমিই প্রভু।
24 তখন যারা ইস্রায়েলকুলকে অবজ্ঞা করে, ইস্রায়েলকুলের জন্য তার সেই চতুর্দিকের জাতিগুলির মধ্যে জ্বালাজনক কোন হল কিংবা ব্যথাজনক কোন কাঁটা আর উৎপন্ন হবে না ; তাতে তারা জানবে যে, আমিই প্রভু।
25 প্রভু পরমেশ্বর একথা বলছেন যে জাতিগুলির মধ্যে ইস্রায়েলকুল বিক্ষিপ্ত হয়েছে, তাদের মধ্য থেকে যখন আমি তাদের সংগ্রহ করব, তখন জাতিসকলের চোখের সামনে আমার পবিত্রতা প্রকাশ করব। আমি আমার দাস যাকোবকে যে দেশভূমি দিয়েছি, তারা সেই দেশভূমিতে বাস করবে;
26 তারা সেখানে ভরসাভরেই বাস করবে, ঘর বাঁধবে, আঙুরবাগান চাষ করবে। তারা ভরসাভরে বাস করবে, কারণ যারা তাদের অবজ্ঞা করে, সেসময়ে আমি তাদের সেই চতুর্দিকের জাতিগুলিকে শাস্তি দেব; তাতে তারা জানবে যে, আমিই প্রভু, তাদের পরমেশ্বর।'