Index

এজেকিয়েল - Chapter 21

1 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
2 আদমসন্তান, দক্ষিণদিকে মুখ ফেরাও, দক্ষিণ দেশের দিকে বাণী বর্ষণ কর, দক্ষিণ অঞ্চলের বনের বিরুদ্ধে ভাববাণী দাও।
3 দক্ষিণ অঞ্চলের বনকে বল: প্রভুর বাণী শোন; প্রভু পরমেশ্বর একথা বলছেন: দেখ, আমি তোমার মধ্যে আগুন জ্বালাতে যাচ্ছি, তা তোমার মধ্যে সমস্ত সতেজ গাছ ও সমস্ত শুষ্ক গাছ গ্রাস করবে ; সেই জ্বলন্ত শিখা নিভে যাবে না; দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সকল মুখ সেই আগুনে পুড়ে যাবে;
4 তাতে সকল প্রাণী দেখবে যে, আমি, প্রভু, আমিই তা জ্বালিয়েছি, আর তা নিভে যাবে না।
5 তখন আমি বললাম, 'আহা, প্রভু পরমেশ্বর, তারা আমার বিষয়ে বলে : লোকটা কি উপমাচ্ছলেই মাত্র কথা বলে না?”
6 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
7 “আদমসন্তান, যেরুসালেমের দিকে মুখ ফেরাও, পবিত্রধামের দিকে বাণী বর্ষণ কর, ইয়ায়েল-দেশভূমির বিরুদ্ধে ভাববাণী দাও।
8 ইস্রায়েল দেশভূমিকে বল : প্রভু একথা বলছেন: দেখ, আমি তোমার বিপক্ষে! আমি খড়্গা নিষ্কোষিত করে তোমার মধ্য থেকে ধার্মিক ও দুর্জন উভয়কে উচ্ছেদ করতে যাচ্ছি।
9 যেহেতু আমি তোমার মধ্য থেকে ধার্মিক ও দুর্জন উভয়কে উচ্ছেদ করতে যাচ্ছি, সেজন্য আমার খড়্গা দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত প্রাণীর বিরুদ্ধেই নিষ্কোষিত হবে;
10 তাতে সমস্ত প্রাণী জানবে যে, আমি, প্রভু, আমিই খড়্গ নিষ্কোষিত করেছি, তা কোষে আর ফিরবে না।
11 হে আদমসন্তান, গভীর আর্তনাদ তোল : ভগ্ন হৃদয়ে ও তিক্ত বেদনায় তাদের সামনে গভীর আর্তনাদ তোল।
12 তারা যখন তোমাকে জিজ্ঞাসা করবে : এই গভীর আর্তনাদ কেন? তখন তুমি উত্তরে বলবে: আসন্ন সংবাদের কারণেই : হ্যাঁ, প্রতিটি হৃদয় বিগলিত হবে, প্রতিটি হাত দুর্বল হবে, প্রতিটি আত্মা নিস্তেজ হবে, প্রতিটি হাঁটু জলের মত হবে। দেখ, ক্ষণ আসছে, তা সিদ্ধিলাভ করছে।' প্রভু পরমেশ্বরের উক্তি।
13 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
14 আদমসন্তান, ভাববাণী দাও, বল : প্রভু পরমেশ্বর একথা বলছেন :
খড়া, খড়্গা,
শাণিত ও উজ্জ্বলীকৃত খড়্গা !
15 সংহার করার জন্যই শাণিত, বিদ্যুতের মত ঝমক্‌ করার জন্যই উজ্জ্বলীকৃত !
16 উজ্জ্বল হবার জন্য, তা হাত দিয়ে যেন ধরা হয়, এজন্যই খড়া নিরূপিত; তা শাণিত ও উজ্জ্বল করা হল, যেন সংহারকের হাতে দেওয়া হয়।
17 আদমসন্তান, হাহাকার কর, চিৎকার কর, কেননা তেমন খড়্গা আমার আপন জনগণের বিরুদ্ধে, ইস্রায়েলের সমস্ত নেতাদের বিরুদ্ধে উপস্থিত ! তারা আমার জনগণের সঙ্গে খড়ো সমর্পিত হবে। তাই তুমি বুক চাপড়াও।
18 কেননা পরীক্ষা আসবেই : তুচ্ছ একটা রাজদণ্ডও যদি না থাকত, তবে কী হত? প্রভু পরমেশ্বরের উক্তি।
19 সুতরাং, হে আদমসন্তান, ভাববাণী দাও, হাততালি দাও : সেই খড়্গা দু'টো এমনকি তিনটে খড়্গা হয়ে উঠুক; তা তো মহাসংহারেরই খা, যা চারদিকে তাদের ঘিরে রাখে।
20 আমি তাদের সমস্ত নগরদ্বারে সেই মহাসংহারক খড়্গা রাখলাম, যেন সকলের হৃদয় বিগলিত করি, ও সকলের ঘনঘন পতন ঘটাতে পারি। আঃ! তা বিদ্যুতের মত ঝমক্ করার জন্য তৈরী, তা সংহারের জন্য শাণিত।
21 তাই, হে খড়্গা, ডানে নিজেকে শাণিত দেখাও, ও বামে ফের, তোমার মুখ সবদিকেই ধাবিত হোক।
22 আমিও হাততালি দেব, ও আমার রোষ পরিতৃপ্ত করব ! আমিই, প্রভু, একথা বললাম।'
23 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
24 “আদমসন্তান, বাবিলন-রাজের খড়্গোর আগমনের জন্য দুই পথ আঁক ; সেই দুই পথ এক দেশ থেকে আসবে ; পরে তুমি এক নির্দেশক দণ্ড খোদাই কর, নগরীমুখী পথের মাথায়ই তা খোদাই কর।
25 খড়্গের জন্য, আম্মোনীয়দের রাব্বামুখী এক পথ আঁক, ও যুদার প্রাচীরে ঘেরা যেরুসালেমমুখী আর এক পথ আঁক ;
26 কেননা বাবিলন-রাজ শুভলক্ষণ পাবার জন্য দুই পথের সঙ্গমস্থানে, সেই দুই পথের মাথায়, দাঁড়িয়ে আছে : সে নানা তাঁর নাড়িয়ে গুলিবাঁট করবে, ঠাকুরগুলোর অভিমত যাচনা করবে, ও যকৃৎ নিরীক্ষণ করবে।
27 তার ডান হাতে এই গুলি উঠবে: 'যেরুসালেম', আর সেইখানে তাঁকে প্রাচীরভেদক যন্ত্র বসাতে, সংহারের আজ্ঞা দিতে, জোর গলায় রণনিনাদ তুলতে, নগরদ্বারগুলির বিরুদ্ধে প্রাচীরভেদক যন্ত্র বসাতে, জাঙ্গাল বাঁধতে ও উচ্চ মিনার প্রস্তুত করতে হবে।
28 যারা তার কাছে মিত্রতা শপথ করল, তাদের কাছে তেমন পূর্বলক্ষণ অসার মনে হবে, কিন্তু সে তাদের কাছে তাদের শঠতা স্মরণ করিয়ে দেবে ও তাদের হস্তগত করবে।
29 এজন্য প্রভু পরমেশ্বর একথা বলছেন : তোমাদের বিদ্রোহ কর্মের মধ্য দিয়ে তোমরা তোমাদের শঠতা স্মরণীয় করেছ ও তোমাদের সমস্ত কাজকর্মে তোমাদের পাপ প্রকাশিত করেছ—এসব কিছু করেছ বিধায় তোমরা ধরা পড়বে।
30 হে ভক্তিহীন ও ধূর্ত ইস্রায়েল জনপ্রধান, তোমার শঠতা শেষ করে দেবার জন্য যার চরম দিন এবার উপস্থিত,
31 প্রভু পরমেশ্বর একথা বলছেন : পাগড়িটা নামাও, রাজমুকুট খোল! আগে যেমনটি ছিল, তা আর তেমনি হবে না : যা খর্ব তা উঁচু করা হবে, ও যা উঁচু তা খর্ব করা হবে।
32 সর্বনাশ, সর্বনাশ, আমি সাধন করব তার সর্বনাশ; তা আর পুনঃপ্রতিষ্ঠিত হবে না, যতদিন তিনি না আসেন, অধিকার যাঁর তাঁকেই আমি তা দেব।'
33 আর তুমি, আদমসন্তান, এই ভাববাণী দাও প্রভু পরমেশ্বর আম্মোনীয়দের বিষয়ে ও তাদের টিটকারি বিষয়ে একথা বলছেন। তুমি বল : খড়্গা, খড়া সংহারের জন্য এবার নিষ্কোষিত, গ্রাস করার জন্য ও বিদ্যুতের মত ঝমক্‌ করার জন্য এবার উজ্জ্বলীকৃত!
34 তোমার বিষয়ে মায়া-দর্শন ও তোমার বিষয়ে মিথ্যা মন্ত্র থাকা সত্ত্বেও খড়া সেই ধূর্ত দুর্জনদের গলায় দেওয়া হবে, যাদের দিন এসেছে যাদের শান্তির কাল শেষ মাত্রায় এসে পৌঁছেছে।
35 খড়্গাটা আবার কোষে রাখ। তুমি যে স্থানে সৃষ্ট ও যে দেশে উৎপন্ন হয়েছিলে, সেইখানে আমি তোমাকে বিচার করব;
36 আমি তোমার উপরে আমার রোষ বর্ষণ করব; আমার ক্রোধের আগুনে আমি তোমার বিরুদ্ধে ফুঁ দেব, এবং হিংসাপন্থী ও বিনাশ সাধনে নিপুণ মানুষদের হাতে তোমাকে তুলে দেব।
37 তুমি আগুনের ইন্ধন হবে, দেশ তোমার রক্তে মাখা হবে, তোমার কথা কারও স্মরণে আর থাকবে না, কেননা আমিই, প্রভু, একথা বললাম।'