1 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
2 আদমসন্তান, তুমি বিদ্রোহী বংশের মানুষদের মধ্যে বাস করছ; দেখবার চোখ থাকলেও তারা দেখে না, শুনবার কান থাকলেও তারা শোনে না, কারণ তারা বিদ্রোহী বংশের মানুষ।
3 তাই, হে আদমসন্তান, তুমি তোমার নির্বাসিত মানুষের জিনিসপত্র গুছিয়ে নাও, এবং দিনের বেলায় তাদের চোখের সামনে অন্য দেশে চলে যেতে প্রস্তুত হও; তুমি যেখানে থাক, সেখান থেকে তাদের চোখের সামনে। অন্য জায়গায় চলে যাও; কি জানি, তারা বুঝতে পারবে যে, তারা বিদ্রোহী বংশের মানুষ।
4 তুমি দিনের বেলায় তাদের চোখের সামনে তোমার জিনিসপত্র নির্বাসিত মানুষের জিনিসপত্রের মত গুছিয়ে নাও; কিন্তু সূর্যাস্তের সময়েই তাদের চোখের সামনে এমনভাবেই বাইরে যাবে, ঠিক যেন নির্বাসিত এক মানুষ চলে যায়।
5 তুমি তাদের উপস্থিতিতে প্রাচীরে একটা গর্ত করে তা দিয়ে বাইরে চলে যাও।
6 তাদের উপস্থিতিতে তোমার জিনিসপত্র কাঁধে তুলে নিয়ে অন্ধকারের মধ্যে বাইরে চলে যাও। নিজের মুখ ঢেকে রাখবে, যেন দেশ দেখতে না পাও; কেননা আমি তোমাকে ইস্রায়েলকুলের জন্য লক্ষণস্বরূপ করেছি।'
7 আমি সেই আজ্ঞামত কাজ করলাম : দিনের বেলায় আমার জিনিসপত্র নির্বাসিত মানুষের জিনিসপত্রের মত গুছিয়ে নিলাম, এবং সূর্যাস্তের দিকে নিজেরই হাতে প্রাচীরে একটা গর্ত করে অন্ধকারের মধ্যে বাইরে গিয়ে তাদের চোখের সামনে আমার জিনিসপত্র কাঁধে তুলে নিলাম।
8 পরদিন সকালে প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল:
9 ‘আদমসন্তান, ইয়ায়েলকুল – সেই বিদ্রোহী বংশের মানুষেরা কি তোমাকে জিজ্ঞাসা করেনি, তুমি কী করছ?
10 তাদের তুমি এই উত্তর দাও প্রভু পরমেশ্বর একথা বলছেন : এই বাণী যেরুসালেমের জনপ্রধানকে ও নগরবাসী সমগ্র ইস্লায়েলকুলকে লক্ষ করে।
11 তুমি বল আমি তোমাদের পক্ষে লক্ষণস্বরূপ ; কেননা আমি যেমন তোমার প্রতি করলাম, সেইমত তাদের প্রতি করতে যাচ্ছি; হ্যাঁ, তাদের দেশছাড়া করে নির্বাসন দেশে নিয়ে যাওয়া হবে।
12 তাদের মধ্যে যে জনপ্রধান আছে, সে অন্ধকার সময়ে নিজের বোঝা কাঁধে তুলে নেবে; এবং তার চলে যাওয়ার জন্য প্রাচীরে যে গর্ত করা হবে, সে সেই গর্তের মধ্য দিয়ে বাইরে চলে যাবে। সে মুখ ঢেকে রাখবে, যেন চোখে দেশ না দেখতে পায়।
13 কিন্তু আমি তার উপরে আমার জাল ফেলব, তখন সে আমার ফাঁদে ধরা পড়বে; আমি কান্দীয়দের দেশে, সেই বাবিলনে, তাকে নিয়ে যাব; তবু সে তা দেখতে পাবে না, আর সেখানে মরবে।
14 তার পরিচর্যায় নিযুক্ত সকল লোক, তার প্রহরী দল, তার সমস্ত সৈন্যদল—তাদের সকলকেই আমি বাতাসে ছড়িয়ে দেব, ও তাদের পিছু পিছু খড়্গা নিষ্কোষিত করব।
15 আর তারা জানবে যে, আমিই প্রভু—যখন আমি জাতিসকলের মধ্যে তাদের বিক্ষিপ্ত করব ও নানা দেশে তাদের ছড়িয়ে দেব।
16 তবু তাদের একটা অংশ আমি খড়া, দুর্ভিক্ষ ও মহামারী থেকে অবশিষ্ট রাখব, তারা যে সকল জাতির মাঝে যাবে, তাদের কাছে যেন তাদের সমস্ত জঘন্য কর্মের কথা বর্ণনা করে; তারাও যেন জানতে পারে যে, আমিই প্রভু।”
17 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
18 আদমসন্তান, ভয়ের মধ্যে রুটি খাও, ও উদ্বেগ ও আশঙ্কার মধ্যে জল পান কর।
19 দেশের জনগণকে একথা বল : ইস্রায়েল-দেশভূমির, যেরুসালেম অধিবাসীদের বিষয়ে প্রভু পরমেশ্বর একথা বলছেন : তারা আশঙ্কার মধ্যে রুটি খাবে, আতঙ্কের মধ্যে জল পান করবে; কেননা তার নিবাসী লোকদের অধর্মের কারণে তাদের দেশের মধ্যে যা কিছু আছে, দেশ থেকে তা কেড়ে নেওয়া হবে।
20 জনবহুল শহরগুলি ধ্বংসিত হবে ও দেশ উৎসন্নস্থান হবে ; তাতে তোমরা জানবে যে, আমিই প্রভু।'
21 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
22 ‘আদমসন্তান, ইস্রায়েল-দেশভূমির বিষয়ে কেন এই প্রবাদ প্রচলিত যে, দিনগুলি কেটে যাচ্ছে আর সমস্ত দৈবদর্শন লোপ পাচ্ছে?
23 অতএব, তুমি তাদের বল : প্রভু পরমেশ্বর একথা বলছেন : আমি এই প্রবাদকেই বিলুপ্ত করব; ইস্রায়েলের বিষয়ে এই প্রবাদ আর চলবে না; এমনকি, তাদের বল: এমন দিনগুলি এগিয়েই আসছে, যখন সমস্ত দৈবদর্শন সিদ্ধিলাভ করবে।
24 কারণ মায়া-দর্শন বা মিথ্যা মন্ত্র ইস্রায়েলকুলের মধ্যে আর থাকবে না।
25 কেননা আমি, প্রভু, আমিই কথা বলব; আর আমি যে বাণী উচ্চারণ করব, তা দেরি না করে অবশ্যই সিদ্ধিলাভ করবে। এমনকি, হে বিদ্রোহী বংশ যে তোমরা, তোমাদের জীবনকালেই আমি কথা বলব ও সেই কথার সিদ্ধি ঘটাব—প্রভূ পরমেশ্বরের উক্তি।”
26 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
27 ‘আদমসন্তান, দেখ, ইস্রায়েলকুল নাকি বলে, এই লোক যে দর্শন পায়, তা বহুদিন পরের জন্য; লোকটা দূরবর্তী কালের বিষয়েই ভাববাণী দিচ্ছে।
28 এজন্য তুমি তাদের বল : প্রভু পরমেশ্বর একথা বলছেন : আমার সমস্ত কথা সিদ্ধিলাভ করতে আর দেরি হবে না ; আমি যে বাণী উচ্চারণ করব, তার সিদ্ধি ঘটাব —প্রভু পরমেশ্বরের উক্তি।'