Index

এজেকিয়েল - Chapter 17

1 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
2 ‘আদমসন্তান, ইস্রায়েলকুলের কাছে একটা প্রহেলিকা উপস্থাপন কর, একটা উপমা- কাহিনী বল।
3 তুমি বল : প্রভু পরমেশ্বর একথা বলছেন : এক প্রকাণ্ড ঈগল পাখি ছিল, তার ডানা বিশাল, তার পালক লম্বা লম্বা ও বিচিত্র লোমে পরিপূর্ণ : পাখিটা লেবাননে এসে এরসগাছের চূড়া ছিঁড়ে নিল ;
4 সে তার সর্বোচ্চ শাখা ছিন্ন ক'রে বণিকদের দেশে নিয়ে গিয়ে দোকানদারদের এক নগরে রাখল।
5 সেই দেশের এক বীজার বেছে নিয়ে সে তা উর্বর এক খেতে লাগিয়ে দিল ; মহাজলরাশির স্রোতের ধারেই তা রাখল, ঝাউগাছের মতই তা রোপণ করল।
6 তা গজিয়ে উঠে তত উঁচু নয় এমন বিস্তীর্ণ আঙুরলতা হল: তার শাখা সেই ঈগলের দিকে ফিরল, ও সেই পাখির নিচেই তার শিকড় গাড়ল। তা এমন আঙুরলতা হল, যাতে পল্লব গজাল ও শাখা বিস্তৃত করল।
7 কিন্তু বিশাল ডানা ও বহু লোমে পরিপূর্ণ আর এক প্রকাণ্ড ঈগল পাখি ছিল। আর দেখ, আঙুরলতা তারও দিকে শিকড় বাড়াল, তারও দিকে শাখা বিস্তার করল, সে যেখানে রোপিত ছিল, সেই বাগিচা থেকে যেন তাকে জলসিক্ত করে।
8 সে জলরাশির ধারে উর্বর মাটিতে রোপিতা হয়েছিল, বহু শাখায় ভূষিতা ও ফলবতী হয়ে যেন উৎকৃষ্ট আঙুরলতা হতে পারে।
9 আচ্ছা, তুমি তাদের একথা বল : প্রভু পরমেশ্বর একথা বলছেন : সে কি সফল হতে পারবে? বরং সেই পাখি কি তার শিকড় উৎপাটন করবে না? তার যত ফল কি সংগ্রহ করবে না যেন তার ডালের নবীন যত ডগা ম্লান হয়? সমূলে তাকে তুলে নেবার জন্য তত বলবান হাত বা বহু বহু লোক লাগবেই না !
10 সে রোপিত আছে বটে, কিন্তু সফল হতে পারবে ? নাকি, পুব বাতাস তাকে স্পর্শ করামাত্র সে একেবারে শুকিয়ে যাবে? সে যে বাগিচায় গজিয়ে উঠেছিল, ঠিক সেইখানে শুকিয়ে যাবে!'
11 প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
12 সেই বিদ্রোহী বংশের মানুষকে তুমি একথা বল : তোমরা কি এর অর্থ জান না? তাদের বল : দেখ, বাবিলন-রাজ যেরুসালেমে এসে তার রাজাকে ও তার নেতাদের নিজেরই কাছে সেই বাবিলনে নিয়ে গেল।
13 সে রাজবংশের একজনকে বেছে নিয়ে তার সঙ্গে সন্ধি করল ও শপথে তাকে আবদ্ধ করল। পরে সে দেশের পরাক্রমী সকলকে দেশছাড়া করল,
14 যেন রাজ্য দুর্বল হয়ে আর বৃদ্ধি পেতে না পারে, সেও যেন স্থিতিশীল হয়ে তার সঙ্গে সেই সন্ধি রক্ষা করে।
15 কিন্তু সে তার প্রতি বিদ্রোহী হয়ে রণ-অশ্ব ও বহু সৈন্য যোগাড় করার জন্য মিশরে দূত পাঠাল। সে কি সফল হতে পারবে? এমন কাজ যে করে, সে কি কখনও নিষ্কৃতি পাবে? সন্ধি যে ভঙ্গ করে, সে কি কখনও অদণ্ডিত থাকবে?
16 আমার জীবনেরই দিব্যি — প্রভু পরমেশ্বরের উক্তি—যে রাজা তাকে রাজা করল, যার শপথ সে তুচ্ছ করল, যার সন্ধি সে ভঙ্গ করল, সেই রাজারই বাসস্থানে ও তারই কাছে, সেই বাবিলনে, সে মরবে।
17 আর ফারাও তার মহাপ্রতাপে ও বিপুল বাহিনী দিয়েও যুদ্ধে তার কোন উপকারে আসবে না যখন অনেক লোকের প্রাণ বিনাশ করার জন্য জাঙ্গাল বাঁধা হবে ও গড় গেঁথে তোলা হবে।
18 সে তো শপথ অবজ্ঞা করে সন্ধি ভঙ্গ করেছে; দেখ, হাত অর্পণ করার পরেও সে সেইভাবে ব্যবহার করেছে, তাই সে নিষ্কৃতি পাবে না।
19 এজন্য প্রভু পরমেশ্বর একথা বলছেন: আমার জীবনেরই দিব্যি, আমার যে শপথ সে অবজ্ঞা করেছে, আমার যে সন্ধি সে ভঙ্গ করেছে, এই সমস্ত কিছুর ফল আমি তার মাথায় নামিয়ে আনব।
20 আমি তার উপরে আমার জাল ফেলব, সে আমার ফাঁদে ধরা পড়বে; আমি তাকে বাবিলনে নিয়ে যাব, এবং সেইখানে তার বিচার করব, কারণ সে আমার প্রতি অবিশ্বস্ততা দেখিয়েছে।
21 তার সৈন্যদলের সেরা যোদ্ধারা খড়ের আঘাতে মারা পড়বে, যারা রেহাই পাবে, তাদের চার বায়ুতে বিক্ষিপ্ত করা হবে ; তাতে তোমরা জানবে যে, আমিই, প্রভু, একথা বললাম।
22 প্রভু পরমেশ্বর একথা বলছেন : আমিই এরসগাছের চূড়া থেকে, তার সর্বোচ্চ ডাল থেকে একটা কোমল ডাল তুলে নিয়ে উঁচু ও উন্নত এক পর্বতে তা রোপণ করব;
23 ইস্রায়েলের সর্বোচ্চ পর্বতেই তা রোপণ করব। তা বহু শাখায় ভূষিত হবে ও ফলবান হবে, হয়ে উঠবে বিশাল এরসগাছ। তার তলে সবরকম উড়ন্ত প্রাণী বাসা বাঁধবে, তার শাখার ছায়ায় সবরকম পাখি বিশ্রাম করবে।
24 তাতে বনের সমস্ত গাছ জানবে যে, আমিই প্রভু, যিনি উঁচু গাছ নত করি ও নিচু গাছ উঁচু করি; সতেজ গাছ শুষ্ক করি ও শুষ্ক গাছ সতেজ করি। আমিই, প্রভু, একথা বললাম, আর তাই করব।'