1 দশম বর্ষের দশম মাসে, মাসের দ্বাদশ দিনে, প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল:
2 আদমসন্তান, মিশর-রাজ ফারাওর দিকে মুখ ফেরাও, এবং তার বিরুদ্ধে ও গোটা মিশরের বিরুদ্ধে ভাববাণী দাও।
3 তুমি একথা বল : প্রভু পরমেশ্বর একথা বলছেন : হে মিশর-রাজ ফারাও, দেখ, আমি তোমার বিপক্ষে! ওহে, নীল নদীর স্রোতস্বিনীর মাঝখানে শুয়ে থাকা প্রকাণ্ড কুমির যে তুমি, তুমি নাকি বলেছ : নদী আমারই, আমিই তার নির্মাতা!
4 আমি তোমার হনুতে বড়শি দেব, তোমার স্রোতস্বিনীর মাছগুলিকে তোমার আঁশে লাগিয়ে দেব, এবং স্রোতস্বিনীর মধ্য থেকে তোমাকে তুলে আনব, তোমার স্রোতস্বিনীর মাছগুলিও তখন তোমার আঁশে লেগে থাকবে ;
5 আমি তোমার স্রোতস্বিনীর সমস্ত মাছসুদ্ধ তোমাকে প্রান্তরে ফেলে দেব ; তুমি খোলা মাঠের মাঝে পড়ে থাকবে, তোমাকে সংগ্রহ করা হবে না, তোমাকে কবরও দেওয়া হবে না : আমি তোমাকে বন্যজন্তুদের ও আকাশের পাখিদের খাদ্যরূপে দেব।
6 তাতে মিশর-নিবাসীরা সকলে জানবে যে, আমিই প্রশ্ন, কেননা তারা ইয়ায়েলকুলের পক্ষে হয়েছিল নলগাছেরই অবলম্বন !
7 যখন তারা তোমাকে হাতে ধরতে চাইল, তখন তুমি ফেটে গিয়ে তাদের সমস্ত কাঁধ বিদীর্ণ করেছিলে; আর যখন তারা তোমাতে ভর করে দাঁড়াতে চাইল, তখন তুমি ভেঙে গেলে ও তাদের সমস্ত কটিদেশ অসাড় করলে।
8 এজন্য প্রভু পরমেশ্বর একথা বলছেন: দেখ, আমি তোমার বিরুদ্ধে খড়্গা আনব, ও তোমার মধ্য থেকে মানুষ ও পশু সকলকেই উচ্ছেদ করব।
9 মিশর দেশ উৎসন্নস্থান ও মরুপ্রান্তর হবে; তাতে তারা জানবে যে, আমিই কেননা তুমি বলছিলে : নদী আমারই, আমিই তার নির্মাতা !
10 এজন্য দেখ, আমি তোমার ও তোমার স্রোতস্বিনীর বিপক্ষে! আমি মিদোল থেকে সিয়েনে পর্যন্ত, ও ইথিওপিয়ার সীমানা পর্যন্ত, মিশর দেশকে মরুভূমি ও উৎসঃস্থান করব।
11 মানুষের পা তা দিয়ে যাতায়াত করবে না; পশুর পাও তা দিয়ে যাতায়াত করবে না; তা চল্লিশ বছর ধরে সেই অবস্থায় থাকবে।
12 আমি মিশর দেশকে শুষ্ক দেশগুলির মধ্যে উৎসন্নস্থান করব, এবং উচ্ছিন্ন শহরগুলির মধ্যে তার শহরগুলি চল্লিশ বছর ধরে উৎসন্নস্থান থাকবে; আমি মিশরীয়দের জাতিসকলের মধ্যে বিক্ষিপ্ত করব, তাদের দেশবিদেশে ছড়িয়ে দেব।
13 তথাপি প্রভু পরমেশ্বর একথা বলছেন। যে সকল জাতির মধ্যে মিশরীয়েরা বিক্ষিপ্ত হবে, চল্লিশ বছর শেষে আমি সেগুলোর মধ্য থেকে তাদের সংগ্রহ করব :
14 আমি তাদের দশা ফেরাব ও তাদের উৎপত্তিস্থান সেই পাথ্রোস দেশে তাদের ফিরিয়ে আনব ; সেখানে তারা ছোট্ট এক রাজ্য হবে।
15 অন্যান্য রাজ্যের চেয়ে তা ছোট্ট হবে, এবং নিজে জাতিগুলির উপরে আর কর্তৃত্ব করবে না; কেননা আমি তাদের সঙ্কুচিত করব, যেন তারা জাতিগুলির উপরে আর কর্তৃত্ব করতে না পারে।
16 মিশর আর ইস্রায়েলকুলের ভরসা হবে না; বরং মিশর তাদের কাছে তাদের শঠতা স্মরণ করিয়ে দেবে, যেহেতু একসময় তারা তার কাছ থেকেই সাহায্য প্রত্যাশা করে শঠতা করেছিল ; তাতে তারা জানবে যে, আমিই প্রভু পরমেশ্বর।'
17 সপ্তবিংশ বর্ষের প্রথম মাসে, মাসের প্রথম দিনে, প্রভুর বাণী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল :
18 আদমসন্তান, বাবিলন-রাজ নেবুকাদেজার নিজ সৈন্যদলকে তুরসের বিরুদ্ধে বিরাট এক রণ-অভিযানে চালিত করেছে; সকলের মাথা টাকপড়া ও সকলের কাঁধে চামড়া শক্ত হয়েছে; কিন্তু তুরসের বিরুদ্ধে সে যে রণ-অভিযান চালিয়েছে, তার মজুরি সে বা তার সৈন্য কেউই পায়নি।
19 এজন্য প্রভু পরমেশ্বর একথা বলছেন: দেখ, আমি মিশর দেশ বাবিলন-রাজ নেবুকাদ্নেজারকে দান করছি; সে তার বিপুল ঐশ্বর্য কেড়ে নেবে, তার সমস্ত কিছু লুট করবে ও ছিনিয়ে নেবে; তা-ই হবে তার সৈন্যদলের মজুরি।
20 সে যে রণ-অভিযান চালিয়েছে, তার মজুরি হিসাবে আমি মিশর দেশ তাকে দান করছি, কেননা তারা আমারই জন্য কাজ করেছে। প্রভু পরমেশ্বরের উক্তি।
21 সেইদিন আমি ইস্রায়েলকুলের জন্য শক্তিশালী একজনের উদ্ভব ঘটাব, এবং তাদের মাঝে তোমার মুখ খুলে দেব; তাতে তারা জানবে যে, আমিই প্রভু।”