Index

বিচারকচরিত - Chapter 3

1 ইস্রায়েলের মধ্যে যারা কানানের যত যুদ্ধ সম্বন্ধে কিছুই জানত না, সেই লোকদের পরীক্ষা করার জন্য প্রভু যে জাতিগুলোকে অবশিষ্ট রেখেছিলেন, তারা এ
2 (এমনটি ঘটল ইস্রায়েল সন্তানদের নতুন বংশকে শিক্ষা দেবার জন্য- অর্থাৎ যারা আগে কোন যুদ্ধের অভিজ্ঞতা করেনি, তাদের রণশিক্ষা দেবার জন্য ) :
3 ফিলিস্তিনিদের পাঁচ নেতা, সকল কানানীয় আর সেই সিদোনীয় ও সেই হিব্বীয়েরা, যারা বায়াল হার্মোন পর্বত থেকে হামাতে প্রবেশপথ পর্যন্ত বাস করত।
4 এরা ইস্রায়েলের পরীক্ষার জন্যই অবশিষ্ট রইল, অর্থাৎ প্রভু মোশীর মধ্য দিয়ে তাদের পিতৃপুরুষদের যে সকল আজ্ঞা দিয়েছিলেন, সেই সব কিছুতে তারা বাধ্য হবে কিনা, তা দেখবার জন্যই এরা অবশিষ্ট রইল।
5 ফলে ইস্রায়েল সন্তানেরা কানানীয়, হিত্তীয়, আমোরীয়, পেরিজীয়, হিব্বীয় ও ফেব্রুসীয়দের মধ্যে বসবাস করল;
6 তারা তাদের মেয়েদের বিবাহ করল, তাদের ছেলেদের সঙ্গে তাদের নিজেদের মেয়েদের বিবাহ দিল ও তাদের দেবতাদের সেবা করল।
7 ইস্রায়েল সস্তানেরা প্রভুর দৃষ্টিতে যা অন্যায় তেমন কাজই করল ; তারা তাদের পরমেশ্বর প্রভুকে ভুলে গিয়ে বায়াল-দেবতাদের ও আশেরা-দেবীদের সেবা করল।
8 তাই ইস্রায়েলের উপরে প্রভুর ক্রোধ জ্বলে উঠল : তিনি দুই নদীর সেই আরাম দেশের রাজা কুশান-রিসাথাইমের কাছে তাদের বিক্রি করে দিলেন, আর ইস্রায়েল সন্তানেরা আট বছর ধরে কুশান-রিসাথাইমের দাস হল।
9 পরে ইস্রায়েল সন্তানেরা প্রভুর কাছে হাহাকার করল, আর প্রভু ইস্রায়েল সন্তানদের জন্য এক ত্রাণকর্তার—কালেবের কনিষ্ঠ ভাই কেনাজের সন্তান অৎনিয়েলের উদ্ভব ঘটালেন; তিনি তাদের ত্রাণ করলেন।
10 প্রভুর আত্মা তাঁর উপরে নেমে অধিষ্ঠান করল, আর তিনি ইয়ায়েলের বিচারক হলেন ও যুদ্ধ করতে বেরিয়ে গেলেন প্রভু আরাম-রাজ কুশান-রিসাগাইমকে তাঁর হাতে তুলে দিলেন, তাই কুশান রিসাখাইমের উপরে তাঁর হাত প্রবল হল ।
11 চল্লিশ বছর ধরে দেশ স্বস্তি পেল; পরে কেনাজের সন্তান অনিয়েলের মৃত্যু হল।
12 ইস্রায়েল সন্তানেরা প্রভুর দৃষ্টিতে যা অন্যায়, আবার তেমন কাজই করল ; প্রভু ইস্রায়েলের বিরুদ্ধে মোয়াব-রাজ এগ্লোনকে শক্তিশালী করলেন, যেহেতু তাঁর দৃষ্টিতে যা অন্যায়, তারা তেমন কাজই করছিল।
13 এগ্লোন আম্মোনীয়দের ও আমালেকীয়দের নিজের কাছে জড় করলেন এবং যুদ্ধযাত্রা করে ইস্রায়েলকে আঘাত করলেন ও খেজুরপুর হস্তগত করলেন।
14 ইস্রায়েল সন্তানেরা আঠার বছর ধরে মোয়াব রাজ এগ্রোনের দাস হল।
15 পরে ইস্রায়েল সন্তানেরা প্রভুর কাছে হাহাকার করল, আর প্রভু তাদের জন্য এক ত্রাণকর্তার—বেঞ্জামিন গোষ্ঠীয় গেরার সন্তান এহুদের উদ্ভব ঘটালেন; তিনি বাঁ-হাতি ছিলেন। তাঁর মধ্য দিয়ে ইস্রায়েল সন্তানেরা মোয়াব-রাজ এগ্রোনের কাছে কর পাঠাল।
16 এহুদ নিজের জন্য এক হাত লম্বা একটা দুধারী খড়া তৈরি করলেন, তা তাঁর ডান উরুতে পোশাকের নিচে বেঁধে রাখলেন।
17 পরে মোয়াব-রাজ এগ্লোনের কাছে কর নিয়ে গেলেন; সেই এগ্লোন বিরাট মোটা এক মানুষ ছিলেন।
18 কর নিবেদন সমাধা হলে এহুদ তাঁর সঙ্গী কর-বাহকদের সঙ্গে বিদায় নিলেন :
19 কিন্তু গিল্লালে, দেবতা-স্থান বলে পরিচিত জায়গায় এসে পৌঁছে তিনি আবার ফিরে গিয়ে বললেন, “হে রাজন, আপনার কাছে আমার গোপন কথা আছে। রাজা বললেন, 'চুপ, চুপ!' আর তখন যারা তাঁর চারপাশে ছিল, তারা সকলে বাইরে গেল।
20 এহুদ তাঁর কাছে এগিয়ে গেলেন; রাজা উপরতলায় কেবল তাঁর নিজেরই জন্য সংরক্ষিত ঠান্ডা ঘরে বসে ছিলেন; এহুদ বললেন, 'আপনার জন্য পরমেশ্বরের পক্ষ থেকে আমার একটি বাণী আছে।' রাজা সঙ্গে সঙ্গে আসন ছেড়ে দাঁড়ালেন।
21 তখন এহুদ তাঁর বাঁ হাত বাড়িয়ে ডান উরুত থেকে খড়াটা বের করে তাঁর পেটে বিধিয়ে দিলেন;
22 খড়্গের সঙ্গে বঁটিও পেটে ঢুকল, এবং সেই মেদে খড়্গা আটকে গেল, তাই তিনি পেট থেকে তা বের না করে বরং দেরি না করে জানালা দিয়ে বেরিয়ে গেলেন।
23 বের হয়ে এহুদ বারান্দায় এলেন, এবং উপরতলার কবাট বন্ধ করে তালা মেরে দিলেন।
24 তিনি বের হয়ে গেলে রাজার দাসেরা এল তারা চেয়ে দেখল, আর দেখ, উপরতলার কবাট বন্ধ : তারা বলল, ‘রাজা অবশ্য ঠাণ্ডা ঘরের শৌচাগারের মধ্যে আছেন।'
25 তারা অপেক্ষা করে থাকল যেপর্যন্ত বিহ্বল হল, কিন্তু রাজা উপরতলার কবাট খুলে দিচ্ছিলেন না। অবশেষে তারা চাবি নিয়ে দরজা খুলল, আর দেখ, তাদের প্রভু মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন।
26 এদিকে— তারা অপেক্ষা করতে করতে—এহুদ পালিয়ে গেছিলেন, আর সেই দেবতা স্থান পেরিয়ে গিয়ে সেইরায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন।
27 একবার সেখানে এসে পৌঁছেই তিনি এফ্রাইমের পার্বত্য অঞ্চলে তুরি বাজালেন, আর ইস্রায়েল সন্তানেরা তাঁর সঙ্গে পার্বত্য অঞ্চল থেকে নেমে গেল আর তিনি তাদের অগ্রগামী হয়ে চললেন।
28 তিনি তাদের বললেন, 'আমার অনুসরণ কর, কেননা প্রভু তোমাদের শত্রু সেই মোয়াবীয়দের তোমাদের হাতে তুলে দিয়েছেন।' তাই তারা তাঁর অনুসরণ করে মোয়াবের বিরুদ্ধে যদনের পারঘাটাগুলো দখল করল—এক প্রাণীকেও পার হতে দিল না।
29 সেসময় তারা মোয়াবের আনুমানিক দশ হাজার লোককে আঘাত করল; তারা সকলে ছিল বলবান ও বীরপুরুষ, কিন্তু তাদের কেউই নিষ্কৃতি পেল না।
30 সেদিন মোয়াবকে ইস্রায়েলের হাতের অধীনে অবনমিত করা হল, আর আশি বছর ধরে দেশ স্বস্তি পেল।
31 তাঁর পরে আনাতের সন্তান শাম্পার এলেন: তিনি একটা হুল দিয়ে ফিলিস্তিনিদের ছ'শো লোককে পরাভূত করলেন; তিনিও ইস্রায়েলকে ত্রাণ করলেন।