1 যোশুয়ার মৃত্যুর পরে ইস্রায়েল সস্তানেরা এই বলে প্রভুর অভিমত যাচনা করল: 'কানানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের মধ্যে কে প্রথম যাবে?'
2 প্রভু উত্তর দিলেন: “যুদা যাবে: দেখ, আমি দেশ তার হাতে তুলে দিয়েছি।'
3 তখন যুদা তার ভাই সিমেয়োনকে বলল, 'গুলিবাঁট দ্বারা আমার জন্য যে এলাকা বণ্টন করা হয়েছে, আমার সঙ্গে আমার সেই এলাকায় এসো; আমরা কানানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করব; পরে, গুলিবাঁট দ্বারা তোমার জন্য যে এলাকা বণ্টন করা হয়েছে, আমি তোমার সঙ্গে তোমার সেই এলাকায় যাব।' সিমেয়োন তার সঙ্গে গেল।
4 তাই যুদা রওনা হল, আর প্রভু কানানীয়দের ও পেরিজীয়দের তাদের হাতে তুলে দিলেন ; তারা বেসেকে তাদের দশ হাজার লোককে পরাভূত করল ;
5 বেসেকে তারা আদোনী বেসেককে পেয়ে তাঁর বিরুদ্ধে যুদ্ধ করল ও কানানীয় ও পেরিজীয়দের পরাভূত করল।
6 আদোনি-বেসেক পালিয়ে গেলেন, কিন্তু তারা তাঁর পিছনে ধাওয়া করে তাঁকে ধরল ও তাঁর হাত-পায়ের বৃদ্ধাঙুল কেটে দিল।
7 আদোনি বেসেক বললেন, 'হাত-পায়ের বৃদ্ধাঙুল ছিন্ন করা এমন সত্তরজন রাজাই আমার টেবিলের নিচে পড়া খাবারের টুকরোগুলো কুড়োতেন : পরমেশ্বর আমাকে সেইমত প্রতিফল দিয়েছেন!' তারা তাঁকে যেরুসালেমে আনল আর সেখানে তাঁর মৃত্যু হল।
8 যুদা-সন্তানেরা যেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে তা হস্তগত করল ও খড়ের আঘাতে তাদের প্রাণে মারণ; পরে আগুন ধরিয়ে শহর পুড়িয়ে দিল।
9 তারপর তারা পার্বত্য অঞ্চলে, নেগেবে ও নিম্নভূমিতে যত কানানীয় বাস করছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল।
10 যে কানানীয়েরা হেরোনে বাস করছিল, যুদা তাদের বিরুদ্ধেও যুদ্ধযাত্রা করে শেশাই, আহিমান ও তামাইকে আঘাত করল: আগে ওই হেব্রোনের নাম কিরিয়াৎ-আর্বা ছিল।
11 সেখান থেকে সে দেবির অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করল: আগে দেবিরের নাম ছিল কিরিয়াৎ-সেফের।
12 তখন কালেব বললেন, যে কেউ কিরিয়াৎ-সেফের আক্রমণ করে হস্তগত করবে, তার সঙ্গে আমি আমার মেয়ে আক্সার বিবাহ দেব।'
13 কালেবের কনিষ্ঠ ভাই কেনাজের সন্তান অৎনিয়েল শহরটা হস্তগত করলে তিনি তাঁর সঙ্গে তাঁর আপন মেয়ে আক্সার বিবাহ দিলেন।
14 ওই মেয়ে স্বামীর ঘরে আসার সময় থেকেই স্বামী তার মনে এই চিন্তা ঢোকালেন, সে যেন পিতার কাছে একটা মাঠ চায়। কিন্তু সে গাধা থেকে নামলে কালেব তাকে জিজ্ঞাসা করলেন, 'ব্যাপারটা কি?'
15 উত্তরে সে বলল, 'একটি আশীর্বাদ দান করুন: যেহেতু আপনি আমাকে নেগেব অঞ্চলটা দিয়েছেন, সেজন্য জলের উৎসগুলিও আমাকে দিন।' তাই তিনি তাকে উপরের উৎসগুলো ও নিচের উৎসগুলো দিলেন।
16 মোশীর কেনীয় শশুরের সন্তানেরা যুদা-সন্তানদের সঙ্গে খেজুরপুর থেকে আরাদের দক্ষিণদিকে অবস্থিত যুদ্ধা মরুপ্রান্তরে উঠে গেল; তারা গিয়ে জনগণের মধ্যে বসতি করল।
17 পরে যুদা তার ভাই সিমেয়োনের সঙ্গে যুদ্ধযাত্রা করলে, সেফাতে যে কানানীয়েরা বাস করছিল, তাদের আঘাত করে শহরটাকে বিনাশ-মানতের বস্তু করল ; এজন্য শহরটার নাম হর্মা হল।
18 যুদা অঞ্চল সমেত গাজা, অঞ্চল সমেত আস্কালোন ও অঞ্চল সমেত এক্রোনও হস্তগত করল।
19 প্রভু যুদার সঙ্গে সঙ্গে ছিলেন, আর সে পার্বত্য অঞ্চলের অধিবাসীদের দেশছাড়া করল; কিন্তু নিম্নভূমির অধিবাসীদের সে দেশছাড়া করতে পারল না, যেহেতু তাদের লোহার রথ ছিল।
20 মোশী যেমন নির্দেশ দিয়েছিলেন, সেইমত হেরোন কালেবকে দেওয়া হল, আর তিনি সেখান থেকে আনাকের তিন সন্তানকে তাড়িয়ে দিলেন।
21 বেঞ্জামিন-সন্তানেরা যেরুসালেম-নিবাসী যেবুসীয়দের দেশছাড়া করতে পারল না; তাই যেবুসীয়েরা আজ পর্যন্ত বেঞ্জামিন-সন্তানদের সঙ্গে যেরুসালেমে বাস করে আসছে।
22 একই প্রকারে যোসেফকুল বেথেলের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করল, এবং প্রশ্ন তাদের সঙ্গে সঙ্গে ছিলেন।
23 যোসেফকুল বেথেল পরিদর্শন করতে লোক পাঠাল ; আগে শহরটার নাম লুজ ছিল।
24 চরেরা ওই শহর থেকে একজনকে বাইরে আসতে দেখে তাকে বলল, ‘শহরে প্রবেশের জন্য এক পথ আমাকে দেখিয়ে দাও, আর আমরা তোমার প্রতি সহৃদয়তা দেখাব।”
25 সে শহরে প্রবেশের জন্য এক পথ তাদের দেখিয়ে দিল, আর তারা খড়োর আঘাতে সেই শহরবাসীদের প্রাণে মারল, কিন্তু ওই লোক ও তার গোটা গোত্রকে তারা ছেড়ে দিল।
26 লোকটি হিত্তীয়দের অঞ্চলে গিয়ে একটা নগর স্থাপন করে তার নাম লুজ রাখল : নগরটা আজ পর্যন্ত সেই নামে পরিচিত।
27 মানাসে উপনগরের সঙ্গে বেথ-সেয়ান, উপনগরের সঙ্গে তানাথ, উপনগরের সঙ্গে দোর, উপনগরের সঙ্গে ইব্রেয়াম ও উপনগরের সঙ্গে মেগিদ্দো, এই সকল নগরের অধিবাসীকে দেশছাড়া করল না; কানানীয়েরা সেই অঞ্চলে বাস করতে থাকল।
28 কিন্তু পরবর্তীকালে ইস্রায়েল সন্তানেরা যখন প্রবল হল, তখন কানানীয়দের উপরে মেহনতি কাজ চাপিয়ে দিল; কিন্তু তবুও তাদের সম্পূর্ণরূপে দেশছাড়া করল না।
29 এফ্রাইমও গেজের অধিবাসী সেই কানানীয়দের দেশছাড়া করল না; তাই কানানীয়েরা গেজেরে তাদের মধ্যে বাস করতে থাকল।
30 জাবুলোন কিট্রোন ও নাহালোল অধিবাসীদের দেশছাড়া করল না; কানানীয়েরা তাদের মধ্যে বাস করতে থাকল কিন্তু তাদের উপরে মেহনতি কাজ চাপিয়ে দেওয়া হল ।
31 আসের আক্কো- অধিবাসীদের দেশছাড়া করল না; সিদোন, আহ্লাব, আক্তিব, হেলবা, আফেক ও রেহোব-অধিবাসীদেরও নয়;
32 তাই আসেরীয়েরা দেশ-অধিবাসী সেই কানানীয়দের মধ্যে বাস করল, যেহেতু তারা তাদের দেশছাড়া করেনি।
33 নেয়ালি বেথ-শেমেশ ও বে-আনাতের অধিবাসীদের দেশছাড়া করল না: তারা দেশ-অধিবাসী সেই কানানীয়দের মধ্যে বসতি করল, কিন্তু বেথ-শেমেশের ও বেথ-আনাতের অধিবাসীদের উপরে মেহনতি কাজ চাপিয়ে দেওয়া হল।
34 আমোরীয়েরা দানের সন্তানদের আবার পার্বত্য অঞ্চলে তাড়িয়ে দিল, সমতল ভূমিতে তাদের নেমে আসতে দিল না ;
35 আমোরীয়েরা হেরেস পর্বতে, আয়ালোনে ও শায়াত্ত্বিমে বাস করতে থাকল; কিন্তু যোসেফকুলের হাত তাদের উপর উত্তরোত্তর ভারী হল, তাই তাদের মেহনতি কাজে বাধ্য করা হল।
36 আমোরীয়দের এলাকা আক্রাব্বিয় আরোহণ-স্থান থেকে, সেলা থেকেই উপরের দিকে বিস্তৃত ছিল।