1 আবিমেলেকের পরে ইস্রায়েলকে ত্রাণ করার জন্য তোলার উদ্ভব হল : তিনি ইসাখার গোষ্ঠীয় দোদোর পৌত্র পুয়ার সন্তান; তিনি এফ্রাইমের পার্বত্য অঞ্চলে অবস্থিত শামিরে বাস করতেন।
2 তিনি তেইশ বছর ইস্রায়েলের বিচারক হলেন ; পরে তাঁর মৃত্যু হল ও তাঁকে শামিরে সমাধি দেওয়া হল।
3 তাঁর পরে গিলেয়াদীয় যায়িরের উদ্ভব হল; তিনি বাইশ বছর ইস্রায়েলের বিচারক হলেন।
4 তাঁর ত্রিশজন ছেলে ছিল, তারা ত্রিশটা গাধা চড়ে বেড়াত : তাদের ত্রিশটা শহরও ছিল, যেগুলোর নাম আজ পর্যন্তও যায়িরের শিবির শহরগুলো গিলেয়াদ অঞ্চলে অবস্থিত।
5 পরে যায়িরের মৃত্যু হল ও তাঁকে কামোনে সমাধি দেওয়া হল।
6 ইস্রায়েল সন্তানেরা প্রভুর দৃষ্টিতে যা অন্যায়, আবার তেমন কাজই করতে লাগল ও বায়াল দেবদের, আস্তাতীস দেবীদের, আরামের দেবতাদের, সিদোনের দেবতাদের, মোয়াবের দেবতাদের, আম্মোনীয়দের দেবতাদের ও ফিলিস্তিনিদের দেবতাদের সেবা করল ; তারা প্রভুকে ত্যাগ করল, তাঁর সেবা আর করল না।
7 তখন ইস্রায়েলের উপর প্রভুর ক্রোধ জ্বলে উঠল : তিনি ফিলিস্তিনিদের হাতে ও আম্মোনীয়দের হাতে তাদের বিক্রি করে দিলেন।
8 আর এরা সেই বছর থেকে ইস্রায়েল সন্তানদের চূর্ণবিচূর্ণ করল ও আঠারো বছর ধরে ইস্রায়েল সন্তানদের অত্যাচার করল—হ্যাঁ, সেই সকল ইস্রায়েলীয়দের অত্যাচার করল, যারা যদনের ওপারে, আমোরীয়দের অঞ্চলে, সেই গিলেয়াদে বাস করত।
9 পরে আম্মোনীয়েরা যুদা ও বেঞ্জামিনের বিরুদ্ধে ও এফ্রাইমকূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদন পার হয়ে এল : ইস্রায়েল বড় সঙ্কটের মধ্যে পড়ল।
10 তখন ইস্রায়েল সন্তানেরা এই বলে প্রভুর কাছে হাহাকার করল, 'আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি, কেননা আমাদের পরমেশ্বরকে ত্যাগ করে বায়াল দেবতাদেরই সেবা করেছি।'
11 আর প্রভু ইস্রায়েল সন্তানদের বললেন, ‘আমি কি মিশরীয়দের, আমোরীয়দের, আম্মোনীয়দের ও ফিলিস্তিনিদের কাছ থেকে তোমাদের মুক্ত করিনি?
12 সেই সিদোনীয়েরা, আমালেকীয়েরা ও মিদিয়ানীয়েরা যখন তোমাদের অত্যাচার করছিল ও তোমরা চিৎকার করে আমাকে ডাকলে, তখন আমি কি তাদের হাত থেকে তোমাদের ত্রাণ করিনি?
13 অথচ তোমরা আমাকে ত্যাগ করে অন্য দেবতাদের সেবা করলে ; তাই আমি তোমাদের আর ত্রাণ করব না।
14 যাও! তোমরা যে দেবতাদের বেছে নিয়েছ, তাদেরই কাছে গিয়ে হাহাকার কর ; সঙ্কটের দিনে তারাই তোমাদের ত্রাণ করুক!
15 তখন ইস্রায়েল সন্তানেরা প্রভুকে বলল, ‘আমরা পাপ করেছি। আমাদের নিয়ে যা খুশি তাই কর, কিন্তু আজকের মত আমাদের উদ্ধার কর!”
16 তারা তাদের মধ্য থেকে বিজাতীয় যত দেবতাকে দূর করে দিয়ে প্রভুরই সেবা করল, আর তাঁর প্রাণ ইস্রায়েলের ক্লেশ আর বেশিক্ষণ সহ্য করতে পারল না।
17 সেসময় আম্মোনীয়েরা জড় হয়ে গিলেয়াদে শিবির বসাল, ইস্রায়েল সন্তানেরাও সমবেত হয়ে মিস্পাতে শিবির বসাল।
18 তখন জনগণ, গিলেয়াদের নেতারা, একে অপরকে বলল, 'কে আম্মোনীয়দের আক্রমণ করতে শুরু করবে? সে-ই হবে গিলেয়াদ-নিবাসী সমস্ত লোকের প্রধান।