Index

বিচারকচরিত - Chapter 17

1 এফ্রাইমের পার্বত্য অঞ্চলে মিখা নামে একজন লোক ছিল।
2 সে মাকে বলল, 'যে এগারোশ' রুপোর শেকেল তোমার কাছ থেকে চুরি হয়েছিল, যে বিষয়ে তুমি অভিশাপ দিয়েছিলে, এমনকি আমার সামনেই তা উচ্চারণ করেছিলে, দেখ, সেই টাকা আমার কাছে আছে; আমিই তা নিয়েছিলাম।' তার মা বলল, “আমার ছেলে প্রভুর আশীর্বাদের পাত্র হোক!'
3 সে ওই এগারোশ' রুপোর শেকেল মাকে ফিরিয়ে দিলে তার মা বলল, 'আমি এই টাকা নিজেরই হাতে আমার ছেলের মঙ্গলার্থে প্রভুর উদ্দেশে পবিত্রীকৃত করছি, যেন তা দিয়ে খোদাই করা একটা দেবমূর্তি ও ছাঁচে ঢালাই করা একটা প্রতিমা তৈরি করা হয়।'
4 সে মাকে ওই টাকা ফিরিয়ে দিলে তার মা দু'শো রুপোর শেকেল নিয়ে স্বর্ণকারকে দিল, আর সে খোদাই করা একটা দেবমূর্তি ও ছাঁচে ঢালাই করা একটা প্রতিমা তৈরি করলে তা মিখার ঘরে রাখা হল।
5 ওই মিখার একটা দৈবস্তম্ভ ছিল, আর সে একটা এফোদ ও কয়েকটা তেরাফিম তৈরি করল, এবং তার নিজের ছেলেদের একজনকে নিযুক্ত করলে সে তার যাজক হল।
6 সেসময় ইস্রায়েলে কোন রাজা ছিলেন না; যে যার খুশিমত ব্যবহার করত।
7 যুদা-গোষ্ঠীর বেথলেহেম-যুদার একজন লোক ছিল, সে লেবীয়, ও অস্থায়ী দি বাসিন্দা হয়ে সেখানে বাস করছিল।
8 যেখানেই হোক না কেন এমন স্থানেরই সন্ধানে লোকটি বেথলেহেম-যুদা থেকে রওনা হয়েছিল, যেখানে বসতি করতে পারে। পথে যেতে যেতে সে এফ্রাইমের পার্বত্য অঞ্চলে ওই মিখার বাড়িতে এসে পৌঁছল।
9 মিখা তাকে জিজ্ঞাসা করল, 'তুমি কোথা থেকে আসছ?' উত্তরে সে তাকে বলল, “আমি বেথলেহেম-যুদার একজন লেবীয়, আর যেইখানে হোক না কেন এমন স্থানেরই সন্ধানে যাচ্ছি যেখানে বসতি করতে পারি।
10 মিখা তাকে বলল, “আমার এইখানে থাক, আমার পিতা ও যাজক হও, আর আমি বছরে তোমাকে দশটা রুপোর শেকেল, এক জোড়া পোশাক ও খাবার দেব।' সেই লেবীয় ভিতরে গেল।
11 তাই সেই লেবীয় তার সেখানে থাকতে রাজি হল, আর সেই যুবক তার এক সন্তানেরই মত হল।
12 মিখা সেই লেবীয়কে নিযুক্ত করল, আর সেই যুবক মিথার যাজক হয়ে তার বাড়িতে থাকল।
13 মিখা বলল, 'এখন আমি জানলাম যে, প্রভু আমার মঙ্গল করবেন, যেহেতু একজন লেবীয়কে নিজের যাজক বলে পেয়েছি।'