Index

বিচারকচরিত - Chapter 12

1 এফ্রাইমের লোকেরা জড় হয়ে সাফোনের দিকে নদী পার হল; তারা যেথাকে বলল : 'আমাদের না ডেকে তুমি কেন আম্মোনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে? আমরা তোমার বাড়ি সমেত তোমাকে পুড়িয়ে দেব।'
2 যেফ্থা উত্তরে তাদের বললেন, 'আম্মোনীয়দের সঙ্গে আমার ও আমার লোকদের বড়ই বিরোধিতা ছিল ; আমি তখন আমাকে সাহায্য করতে তোমাদের ডাকলাম, কিন্তু তোমরা তাদের হাত থেকে আমাকে ত্রাণ করতে আসনি।
3 যখন দেখলাম, আমাকে ত্রাণ করার মত এমন কেউই নেই, তখন আমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আস্থোনীয়দের বিরুদ্ধে রণযাত্রা করলাম, আর প্রভু তাদের আমার হাতে তুলে দিলেন ; তাই তোমরা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য কেন আজ আমার বিরুদ্ধে এগিয়ে আসছ?'
4 যেফ্থা গিলেয়াদের সমস্ত লোককে জড় করে এফ্লাইমের বিরুদ্ধে যুদ্ধ করলেন; গিলেয়াদের লোকেরা এফ্রাইমের লোকদের পরাজিত করল, কেননা এরা বলছিল: 'রে গিলেয়াদীয়েরা! তোমরা এফ্রাইমের মধ্যে ও মানাসের মধ্যে এফ্রাইমের পলাতকমাত্র।
5 পরে গিলেয়াদীয়েরা এফ্রাইমীয়দের হাত থেকে যদনের পারঘাটাগুলো কেড়ে নিল ; আর এফ্রাইমের কোন পলাতক যখন বলত : ‘আমাকে পার হতে দাও, তখন পিলেয়াদের লোকেরা তাকে জিজ্ঞাসা করত, 'তুমি কি এফ্রাইমীয়?
6 সে যদি বলত, 'না, তবে তারা বলত, 'আচ্ছা, শিঝোলেট বল দেখি ;' আর সে—যেহেতু কথাটা শুদ্ধরূপে উচ্চারণ করতে পারত না —যদি বলত "শিঝোলেৎ,' তাহলে তারা তাকে ধরে নিয়ে ঘর্দনের পারঘাটায় বধ করত। সেসময় এফ্রাইমের বিয়াল্লিশ হাজার লোক মারা পড়ল।
7 যেফ্থা ছয় বছর ইস্রায়েলের বিচারক হলেন; পরে গিলেয়াদীয় যেদ্ধার মৃত্যু হল ও তাঁর নিজের শহর গিলেয়াদে তাঁকে সমাধি দেওয়া হল।
8 তাঁর পরে বেথলেহেমীয় ইন্সান ইস্রায়েলের বিচারক হলেন :
9 তাঁর ত্রিশজন ছেলে ছিল, আবার ত্রিশজন মেয়ের বিবাহ দিলেন, ও তাঁর ছেলেদের জন্য বাইরে থেকে ত্রিশজন মেয়ে আনালেন; তিনি সাত বছর ইস্রায়েলের বিচারক হলেন।
10 পরে ইসানের মৃত্যু হল ও বেথলেহেমে তাঁকে সমাধি দেওয়া হল।
11 তাঁর পরে জাবুলোনীয় এলোন ইস্রায়েলের বিচারক হলেন। তিনি দশ বছর ইস্রায়েলের বিচারক হলেন।
12 পরে জাবুলোনীয় এলোনের মৃত্যু হল ও জাবুলোন অঞ্চলে অবস্থিত আয়ালোনে তাঁকে সমাধি দেওয়া হল।
13 তাঁর পরে পিরাথোনীয় হিল্লোলের সন্তান আন্দোন ইস্লায়েলের বিচারক হলেন :
14 তাঁর চল্লিশজন ছেলে ও ত্রিশজন পৌত্র হল; তারা সত্তরটা গাধা চড়ে বেড়াত ; তিনি আট বছর ইস্রায়েলের বিচারক হলেন।
15 পরে পিরাথোনীয় হিল্লোলের সস্তান আন্দোনের মৃত্যু হল ও এফ্রাইমের এলাকায়, আমালেকীয়দের পার্বত্য অঞ্চলে, পিরাথোনেই তাঁকে সমাধি দেওয়া হল।