1 কিছু দিন পরে, গম কাটার সময়ে, সামসোন একটা ছাগের ছানা সঙ্গে নিয়ে তাঁর স্ত্রীকে দেখতে গেলেন। তিনি বললেন, “আমি আমার স্ত্রীর সঙ্গে মিলন কক্ষে যাব।' কিন্তু স্ত্রীর পিতা তাঁকে ভিতরে যেতে দিলেন না;
2 তিনি তাঁকে বললেন, ‘তুমি তাকে যে নিতান্তই ঘৃণা কর, এবিষয়ে আমার এমন নিশ্চিত ধারণা ছিল যে, তাকে তোমার সাথীকেই দিয়েছি; তার ছোট বোন কি তার চেয়ে সুন্দরী নয়? আমার অনুরোধ : এর বদলে তাকেই নাও।'
3 সামসোন তাঁকে বললেন, এবার ফিলিস্তিনিদের অনিষ্ট করলেও তাদের কাছে দোষী হব না।'
4 সামসোন গিয়ে তিনশ'টা শিয়াল ধরলেন : পরে নানা মশাল নিয়ে লেজে লেজে। তাদের যোগ করে দুই দুই লেজে এক এক মশাল বাঁধলেন,
5 ও সেই মশালে আগুন। ধরিয়ে ফিলিস্তিনিদের শস্যখেতে ছেড়ে দিলেন; এভাবে বাঁধা আটি, খাড়া শস্য, আঙুরখেত ও জলপাইবাগান সবই পুড়িয়ে দিলেন।
6 ফিলিস্তিনিরা জিজ্ঞাসা করল, একাজ কে করেছে?' লোকে উত্তরে বলল, 'তিন্নায়ীয়ের জামাই সেই সামসোন করেছে; কারণ তার শ্বশুর তার স্ত্রীকে নিয়ে তার সাথীকে দিয়েছে।' তাই ফিলিস্তিনিরা। গিয়ে সেই স্ত্রীলোককে ও তার পিতাকে আগুনে পুড়িয়ে মারল।
7 সামসোন তাদের বললেন, 'তোমরা যখন এভাবে ব্যবহার কর, তখন আমি তোমাদের উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ক্ষান্ত হব না।
8 তিনি মায়া না করেই তাদের আঘাত করে বিরাট হত্যাকাণ্ড ঘটালেন। পরে নেমে গিয়ে এটাম-শৈলের গুহায় বাস করলেন।
9 ফিলিস্তিনিরা উঠে গিয়ে মুদা এলাকায় শিবির বসিয়ে লেহি পর্যন্ত লুট করে বেড়াল।
10 যুদার লোকেরা তাদের বলল, 'তোমরা কেন আমাদের আক্রমণ করছ?” তারা উত্তরে বলল, 'সামসোনকে বাঁধতে এসেছি। সে আমাদের প্রতি যেমন করেছে, আমরাও তার প্রতি তেমনি করছি।
11 তখন যুদার তিন হাজার লোক এটাম শৈলের গুহায় নেমে গিয়ে সামসোনকে বলল, 'ফিলিস্তিনিরা যে আমাদের উপরে কর্তৃত্ব করছে, তুমি কি তা জান না? তবে আমাদের প্রতি তুমি এ কী করলে?' তিনি বললেন, 'তারা আমার প্রতি যেমন করেছে, আমিও তাদের প্রতি তেমনি করেছি।'
12 তারা তাঁকে বলল, 'আমরা ফিলিস্তিনিদের হাতে তুলে দেবার জন্য তোমাকে বাঁধতে এসেছি। সামসোন বললেন, 'তোমরা নিজেরাই আমাকে মেরে ফেলবে না, আমার কাছে এই শপথ কর।
13 উত্তরে তারা বলল, 'আমরা শুধু তোমাকে বেঁধে তাদের হাতে তুলে দিতে চাই; কিন্তু আমরা যে তোমাকে হত্যা করব, তা নিশ্চয় নয়।' তাই তারা দুই গাছা নতুন দড়ি দিয়ে তাঁকে বেঁধে সেই শৈল থেকে নিয়ে গেল।
14 তিনি লেহিতে এসে পৌঁছচ্ছেন আর ফিলিস্তিনিরা আনন্দে চিৎকার করতে করতে তাঁর দিকে ছুটে আসছে, এমন সময় প্রভুর আত্মা তাঁর উপরে প্রবলভাবে নেমে পড়ল ; তাঁর দুই বাহুতে যে দু'টো দড়ি ছিল, তা আগুনে আধপোড়া ক্ষোম-সুতোর মত হল ও তাঁর দু'হাত থেকে বাঁধন খসে পড়ল ।
15 তিনি তখন এক গাধার কাঁচা হনু দেখতে পেয়ে হাত বাড়িয়ে তা তুলে নিলেন ও তা দিয়ে এক হাজার লোককে প্রাণে মারলেন।
16 সামসোন বললেন,
গাধার হনু দিয়ে ওদের আমি রাশি রাশি করলাম,
গাধার হনু দিয়ে সহস্রজনকে হানলাম।”
17 একথা বলা শেষ করে তিনি হনুটা ফেলে দিলেন; এজন্য সেই জায়গার নাম রামাৎ-লেহি রাখা হল ।
18 পরে তাঁর খুবই পিপাসা লাগল বিধায় তিনি প্রভুকে ডেকে বললেন, 'তোমার দাসের হাত দিয়ে তুমি নিজেই এই মহাবিজয় মঞ্জুর করেছ; এখন পিপাসার জন্য আমাকে কি মরতে হবে ও সেই অপরিচ্ছেদিতদের হাতে পড়তে হবে?'
19 তখন, লেহিতে শূন্যগর্ভ যে শৈল, পরমেশ্বর তা ছিন্ন করলেন, আর তা থেকে জল নির্গত হল। সামসোন জল খেলে তাঁর প্রাণ ফিরে এল আর তিনি সঞ্জীবিত হলেন; এজন্য সেই জলের উৎসের নাম এন-হাক্কোরে রাখা হল; তা আজ পর্যন্ত লেহিতে আছে।
20 ফিলিস্তিনিদের সময়ে তিনি কুড়ি বছর ইয়ায়েলের বিচারক হলেন।