1 তখন ইস্রায়েল সন্তানেরা সকলেই দান থেকে বেবো পর্যন্ত ও গিলেয়াদ অঞ্চল থেকে বেরিয়ে পড়ল, ও গোটা জনমন্ডলী এক মানুষের মতই মিস্পাতে প্রভুর কাছে একত্রে সমবেত হল।
2 পরমেশ্বরের জনগণের সেই জনসমাবেশে ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী ও গোটা জনগণের নেতারা এসে উপস্থিত ছিল—খড়্গাধারী পদাতিকদের সংখ্যা ছিল চার লক্ষ।
3 আর বেঞ্জামিন-সন্তানেরা জানতে পারল যে, ইগ্রায়েল সস্তানেরা মিম্পাতে উঠে গেছে। ইস্রায়েল সন্তানেরা বলল, 'বল, তেমন দুষ্কর্ম কেমন ভাবে ঘটেছে?
4 নিহতা স্ত্রীলোকের স্বামী সেই লেবীয় উত্তর দিয়ে বলল, 'আমি ও আমার উপপত্নী রাত কাটাবার জন্য বেঞ্জামিনের স্বত্বাধিকারে অবস্থিত গিবেয়াতে ঢুকেছিলাম।
5 আর গিবেয়ার অধিবাসীরা আমার বিরুদ্ধে উঠে রাতের বেলায় আমার জন্য ঘরের চারপাশ ঘিরল ; তারা আমাকে বধ করার জন্য মতলব করছিল, আর আমার উপপত্নীর প্রতি এমন দুর্ব্যবহার করল যে, সে মারা গেল।
6 পরে আমি আমার উপপত্নীকে তুলে নিয়ে টুকরো টুকরো করে ইস্রায়েলের উত্তরাধিকারের গোটা এলাকায়, সব জায়গায়ই, পাঠালাম, কেননা এরা ইস্রায়েলের মধ্যে কুকর্ম ও জঘন্য কাজ করেছে।
7 এই যে, তোমরা সকলেই ইস্রায়েল সন্তান; সুতরাং এ ব্যাপারে আলাপ-আলোচনা করে এইখানে তোমাদের রায় ব্যক্ত কর।'
8 সকল লোক এক মানুষের মত উঠে চিৎকার করে বলল, “আমরা কেউই নিজ নিজ তাঁবুতে যাব না, কেউই নিজ নিজ বাড়িতে ফিরে যাব না।
9 আর গিবেয়ার প্রতি আমরা এখন এভাবে ব্যবহার করব : গুলিবাঁট ক্রমে
10 আমরা ইস্লায়েল গোষ্ঠীগুলোর মধ্যে প্রতি একশ' জনের মধ্য থেকে দশজন, প্রতি এক হাজারের মধ্য থেকে একশ'জন, ও প্রতি দশ হাজারের মধ্য থেকে এক হাজার লোক জড় করব; তারা খাদ্য-সামগ্রীর সন্ধানে যাবে, যেন সৈন্যেরা একবার বেঞ্জামিনের গিবেয়াতে গিয়ে পৌঁছে ইস্রায়েলের মধ্যে সাধিত সমস্ত জঘন্য কাজ অনুসারেই তাদের প্রতিফল দিতে পারে।
11 এইভাবে ইস্লায়েলের গোটা জনগণ একজন মানুষ হয়েই যেন মিলিত হয়ে ওই শহরের বিরুদ্ধে জড় হল।
12 ইস্রায়েলের গোষ্ঠীগুলো বেঞ্জামিন গোষ্ঠীর সব জায়গায় লোক পাঠিয়ে বলল, 'তোমাদের মধ্যে এ কেমন দুষ্কর্ম হয়েছে? সুতরাং তোমরা এখন ওই লোকদের,
13 গিবেয়ার অধিবাসী ওই পাষণ্ড লোকদের তুলে দাও, তাদের বধ করে আমরা যেন ইয়ায়েল থেকে দুরাচার মুছে দিই।' কিন্তু বেঞ্জামিনীয়েরা তাদের ভাইদের অর্থাৎ ইস্রায়েল সন্তানদের কথা শুনতে রাজি হল না।
14 বেঞ্জামিন-সন্তানেরা ইস্রায়েল সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের শহর ছেড়ে দিবেড়াতে গিয়ে জড় হল।
15 সেসময় নানা শহর থেকে আসা বেঞ্জামিন-সন্তানদের সংখ্যা গণনা করা হল: গিবেয়ার অধিবাসীদের সংখ্যা বাদে, খড়াধারী যোদ্ধাদের সংখ্যা ছিল ছাব্বিশ হাজার।
16 আবার এই সকল লোকদের মধ্যে সাতশ জন সেরা বাঁ-হাতি যোদ্ধা ছিল : এরা প্রত্যেকে একগাছি চুল লক্ষ্য করে ফিঙের পাথর মারতে পারত, কখনও লক্ষ্যভ্রষ্ট হত না।
17 বেঞ্জামিন বাদে ইস্রায়েলীয়দের সংখ্যা গণনা করা হল : লোকদের সংখ্যা ছিল চার লক্ষ—সকলেই - খড়াধারী যোদ্ধা।
18 তারা রওনা হয়ে পরমেশ্বরের অভিমত যাচনা করার জন্য বেগেলে গেল; ইষ্রায়েল সন্তানেরা জিজ্ঞাসা করল, 'বেঞ্জামিন সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদের মধ্যে কে প্রথম যাবে?' প্রভু বললেন, ‘প্রথমে যুদা যাবে।”
19 পরদিন সকালে ইস্রায়েল সন্তানেরা রওনা হয়ে গিবেয়ার সামনে শিবির বসাল।
20 ইস্রায়েল সন্তানেরা বেঞ্জামিনের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হয়ে গেল ও গিবেয়ার সামনাসামনি সৈন্যশ্রেণী বিন্যাস করল।
21 তখন বেঞ্জামিন-সন্তানেরা গিবেয়া থেকে বের হয়ে সেদিনে ইস্রায়েলের মধ্যে বাইশ হাজার লোককে সংহার করে একেবারে শেষ করে ফেলল।
22 কিন্তু ইস্রায়েলীয়েরা নতুন সাহস যোগাড় করে আবার সেই একই জায়গায় সৈন্যশ্রেণী বিন্যাস করল, যেখানে প্রথম দিনে বিন্যাস করেছিল।
23 ইস্রায়েল সন্তানেরা গিয়ে সন্ধ্যা পর্যন্ত প্রভুর সামনে কাঁদতে লাগল ; পরে এই বলে প্রভুর অভিমত যাচনা করল, 'আমার ভাই বেঞ্জামিনের বিরুদ্ধে যুদ্ধ করতে কি আবার যাব?” প্রভু বললেন, ‘তাদের বিরুদ্ধে যাও।'
24 ইস্রায়েল সন্তানেরা দ্বিতীয়বারের মত বেঞ্জামিন-সন্তানদের বিরুদ্ধে এগিয়ে গেল;
25 আর বেঞ্জামিন-সন্তানেরা দ্বিতীয়বারের মত তাদের বিরুদ্ধে গিবেয়া থেকে বের হয়ে আবার ইস্রায়েল সন্তানদের মধ্যে আঠার হাজার লোককে সংহার করে একেবারে শেষ করে ফেলল—এরা সকলে ছিল উত্তম খড়াধারী যোদ্ধা।
26 সমস্ত ইস্রায়েল সন্তানেরা ও গোটা জনগণ বেখেলে গেল; সেখানে কাঁদল, ও প্রভুর সাক্ষাতে, মাটিতে বসে থাকল; সারাদিন সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে তারা প্রভুর সামনে আহুতি দিল ও মিলন-যজ্ঞ উৎসর্গ করল।
27 ইস্রায়েল সন্তানেরা প্রভুর অভিমত জিজ্ঞাসা করল- সেসময় পরমেশ্বরের সন্ধি-মঞ্জুষা সেইখানে ছিল,
28 ও আরোনের পৌত্র এলেয়াজারের সন্তান ফিনেয়াস তার সামনে উপাসনা চালাতেন। তারা বলল, আমার ভাই বেঞ্জামিনের বিরুদ্ধে যুদ্ধ করতে কি এবারও যাব? না পিছটান দেব?” প্রভু বললেন, ‘যাও, কেননা আগামীকাল তাদের আমি তোমাদের হাতে তুলে দেব।'
29 ইস্রায়েল পিবেয়ার চারদিকে ওত পেতে থাকল :
30 তৃতীয় দিনে ইস্রায়েল সন্তানেরা বেঞ্জামিন-সন্তানদের বিরুদ্ধে গিয়ে অন্যান্য সময়ের মত দিবেয়ার সামনে সৈন্যশ্রেণী বিন্যাস করল।
31 বেঞ্জামিন সস্তানেরা সেই লোকদের বিরুদ্ধে বের হল, এবং শহর থেকে দূরে টানা পড়ে প্রথমবারের মত ইস্রায়েল সন্তানদের কয়েকজনকে আঘাত ও বধ করতে লাগল, বিশেষভাবে বেথেলে যাওয়ার পথে ও খোলা মাঠে গিবেয়াতে যাওয়ার পথে, এই দুই রাস্তায় আনুমানিক ত্রিশজনকে বধ করল।
32 বেঞ্জামিন-সন্তানেরা ভাবল, এই যে, আগের মত ওরা আমাদের দ্বারা পরাস্ত হচ্ছে।' কিন্তু ইস্রায়েল সন্তানেরা বলল, 'এসো, আমরা পালিয়ে শহর থেকে রাস্তায়ই ওদের টেনে নিই।'
33 তাই ইস্রায়েলীয়েরা সকলে নিজ নিজ স্থান ছেড়ে বায়াল-তামারে সৈন্যশ্রেণী বিন্যাস করল, এবং একই সময়ে, যে ইস্রায়েলীয়েরা ওত পেতে ছিল, তারা তাদের স্থান থেকে অর্থাৎ গিবেয়ার পশ্চিম থেকে বেরিয়ে পড়ল ;
34 ইস্রায়েলের মধ্য থেকে বেছে নেওয়া দশ হাজার সেরা লোক গিবেয়ার সামনে এসে পৌঁছল। সংগ্রাম এত তীব্র হল যে, ওরা বুঝতে পারল না, এবার সর্বনাশ তাদের উপরে নেমে পড়ছে।
35 প্রভু ইস্রায়েলের সামনে বেঞ্জামিনকে পরাভূত করলেন, আর সেদিন ইস্রায়েল সন্তানেরা বেঞ্জামিনের পঁচিশ হাজার একশ' লোককে সংহার করল— সকলেই উত্তম খড়্গাধারী যোদ্ধা।
36 তখন বেঞ্জামিন-সন্তানেরা দেখল যে, তারা পরাজিত হয়েছে। ইস্রায়েলীয়েরা বেঞ্জামিনের সামনে থেকে হটে গেছিল, যেহেতু তারা তাদের উপরেই নির্ভর করছিল, যারা গিবেয়ার কাছে ওত পেতে ছিল।
37 আর আসলে যারা ওত পেতে ছিল, তারা হঠাৎ গিবেয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল, ও সোজা হয়ে প্রবেশ করে খঙ্গের আঘাতে গোটা নগরকে আঘাত করল।
38 ইস্রায়েলীয়দের ও ওত পেতে থাকা লোকদের মধ্যে এই সঙ্কেত স্থির করা হয়েছিল যে, ওত পেতে থাকা লোকেরা শহর থেকে ধূমস্তম্ভ ওঠাবে।
39 তাই ইস্রায়েলীয়েরা সংগ্রাম করতে করতে পিঠ ফিরিয়েছিল, আর বেঞ্জামিন তাদের আনুমানিক ত্রিশজনকে আঘাত ও বধ করেছিল, কেননা তারা ভাবছিল, 'প্রথম যুদ্ধের মত এবারেও ওরা আমাদের দ্বারা পরাস্ত হল।'
40 কিন্তু যখন শহর থেকে সেই সঙ্কেত অর্থাৎ সেই ধূমস্তম্ভ উঠতে লাগল, এবং বেঞ্জামিন পিছন ফিরে তাকাল, আর দেখল যে, গোটা নগর আগুন হয়ে আকাশে উড়ে যাচ্ছে,
41 তখন ইস্রায়েলীয়েরা মুখ ফেরাল আর বেঞ্জামিনীয়েরা নিজেদের উপরে সর্বনাশ নেমে পড়েছে দেখে সন্ত্রাসিত হয়ে পড়ল।
42 তারা ইস্রায়েলীয়দের সামনে থেকে পিঠ ফিরিয়ে মরুপ্রান্তরের পথ ধরল, কিন্তু যোদ্ধারা তাদের তাড়া দিচ্ছিল, আর যারা শহর থেকে আসছিল, তারা তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তাদের সংহার করল।
43 তারা বেঞ্জামিনকে চারপাশে ঘিরে বিরামহীনভাবেই তাদের ধাওয়া করতে লাগল ও পুবদিকে পিবেয়ার সামনে তাদের নাগাল পেল।
44 বেঞ্জামিনের আঠার হাজার লোক মারা পড়ল—সকলেই বীরপুরুষ।
45 যারা বেঁচে থাকল, তারা পিঠ ফিরিয়ে মরুপ্রান্তরের দিকে, রিম্নোন শৈলের দিকে পালাতে লাগল, আর ইস্রায়েলীয়েরা তাদের আরও পাঁচ হাজার লোককে কুড়িয়ে নিয়ে বধ করল; তারা গিদিয়োন পর্যন্ত বেঞ্জামিনের পিছনে ধাওয়া করতে থাকল ও আরও দু'হাজার লোককে আঘাত করল।
46 এইভাবে সেদিন বেঞ্জামিনের মধ্যে সবসমেত পঁচিশ হাজার লোক মারা পড়ল—তারা ছিল খড়াধারী যোদ্ধা, সকলেই বীরপুরুষ।
47 কিন্তু ছ'শো লোক পিঠ ফিরিয়ে মরুপ্রান্তরের দিকে, রিম্নোন শৈলের দিকে পালিয়ে গিয়ে সেই রিম্নোন শৈলে চার মাস থাকল।
48 ইতিমধ্যে ইস্রায়েলীয়েরা বেঞ্জামিন-সন্তানদের বিরুদ্ধে ফিরে গেল, এবং শহরে যত মানুষ ও পশু ইত্যাদি যা কিছু পাওয়া গেল, সবই খড়ের আঘাতে মারল ; আর জড়িত যত শহর, সেগুলোকেও তারা আগুনে পুড়িয়ে দিল।