1 তখন প্রভু মোশীকে বললেন, 'আমি ফারাওর প্রতি যা করব, তা তুমি এখন দেখবে, কেননা এক পরাক্রান্ত হাতের কারণে সে তাদের যেতে দেবে; এমনকি, এক পরাক্রান্ত হাতের কারণে নিজের দেশ থেকে তাদের তাড়িয়েই দেবে!'
2 পরমেশ্বর মোশীর কাছে কথা বললেন; তাঁকে বললেন, 'আমিই প্রভু!
3 আমি আব্রাহামকে, ইস্হাককে ও যাকোবকে সর্বশক্তিমান ঈশ্বর বলে দেখা দিয়েছিলাম, কিন্তু আমার **প্রভু** নাম দ্বারা তাদের কাছে নিজেকে জ্ঞাত করিনি।
4 তাদের সঙ্গে আমার সন্ধিও স্থির করেছিলাম : তারা যে দেশে প্রবাসী হয়ে বসবাস করছিল, আমি সেই কানান দেশ তাদেরই দেব।
5 তাছাড়া মিশরীয়দের হাতে দাস অবস্থায় পড়ে থাকা ইস্রায়েল সন্তানদের আর্তনাদ শুনে আমি আমার সেই সন্ধি স্মরণ করলাম।
6 সুতরাং ইস্রায়েল সন্তানদের তুমি বল : **আমিই প্রভু! আমি মিশরীয়দের অত্যাচার থেকে তোমাদের বের করে আনব, তাদের দাসত্ব থেকে তোমাদের উদ্ধার করব, এবং প্রসারিত বাহুতে ও মহা বিচারকর্ম সাধনে তোমাদের মুক্তি আদায় করব।**
7 **আমি তোমাদের আমার আপন জনগণরূপে গ্রহণ করব, ও তোমাদের আপন পরমেশ্বর হব**; এতে তোমরা জানতে পারবে যে, আমিই প্রভু, তোমাদের পরমেশ্বর, যিনি মিশরীয়দের অত্যাচার থেকে তোমাদের বের করে আনলেন।
8 আমি আব্রাহামকে, ইস্হাককে ও যাকোবকে যে দেশ দেব বলে হাত তুলে শপথ করেছিলাম, সেই দেশে তোমাদের চালিত করব, আর সেই দেশ তোমাদের উত্তরাধিকার-রূপে দান করব : আমিই প্রভু!'
9 কিন্তু মোশী যখন ইস্রায়েল সন্তানদের কাছে সেই অনুসারে কথা বললেন, তখন তারা তাঁর কথা মানল না, কারণ তাদের কঠিন দাসত্বের চাপে তারা উদাসীন হয়ে পড়েছিল।
10 প্রভু মোশীকে বললেন,
11 'যাও, মিশর-রাজ ফারাওকে বল, সে যেন তার দেশ থেকে ইস্রায়েল সন্তানদের যেতে দেয়।'
12 কিন্তু প্রভুর সাক্ষাতে মোশী বললেন, 'ইস্রায়েল সন্তানেরা যখন আমার কথায় আদৌ কান দিল না, তখন ফারাও কেমন করে সেই কথায় কান দেবেন? আমি তো বাক্পটু নই।'
13 প্রভু মোশী ও আরোনের কাছে কথা বললেন, এবং ইস্রায়েল সন্তানদের ও মিশর-রাজ ফারাওর ব্যাপারে তাঁদের এই আদেশ দিলেন, যেন তাঁরা ইস্রায়েল সন্তানদের মিশর দেশ থেকে বের করে আনেন।
14 এঁরাই নিজ নিজ পিতৃকুলের পতি: ইস্রায়েলের জোষ্ঠ পুত্র রূবেনের সন্তানেরা : হানোক, পাল্লু, হেস্রোন ও কার্মি; এগুলো রূবেনের গোত্র।
15 সিমিয়োনের সন্তানেরা : যেমুয়েল, যামিন, ওহাদ, যাখিন, জোহার ও কানানীয় স্ত্রীজাত সন্তান সৌল ; এগুলো সিমিয়োনের গোত্র।
16 বংশতালিকা অনুসারে লেবির সন্তানদের নাম এই : গের্শোন, কেহাৎ ও মেরারি। লেবির বয়স হয়েছিল একশ' সাঁইত্রিশ বছর।
17 গোত্র অনুসারে গেশোনের সন্তানেরা : লিরি ও শিমেই।
18 কেহাতের সন্তানেরা : আম্রাম, ইস্হার, হেব্রোন ও উজ্জিয়েল ; কেহাতের বয়স হয়েছিল একশ' তেত্রিশ বছর।
19 মেরারির সন্তানেরা : মাহ্লি ও মুশি; বংশতালিকা অনুসারে এগুলো লেবির গোত্র।
20 আম্রাম তাঁর পিসি যোকেবেদকে বিবাহ করলেন, আর ইনি তাঁর ঘরে আরোন ও মোশীকে প্রসব করলেন। আম্রামের বয়স হয়েছিল একশ' সাঁইত্রিশ বছর।
21 ইস্হারের সন্তানেরা : কোরাহ্, নেফেগ ও জিখ্রি।
22 উজ্জিয়েলের সন্তানেরা : মিশায়েল, এল্সাফান ও সিথ্রি।
23 আরোন আম্মিনাদাবের মেয়ে নাহসোনের বোন এলিশেবাকে বিবাহ করলেন, আর ইনি তাঁর ঘরে নাদাব, আবিহু, এলেয়াজার ও ইথামারকে প্রসব করলেন।
24 কোরাহর সন্তানেরা : আস্সির, এল্কানা ও আবিয়াসাফ; এগুলো কোরাহ্ - বংশীয়দের গোত্র।
25 আরোনের ছেলে এলেয়াজার পুটিয়েলের এক মেয়েকে বিবাহ করলে তিনি তাঁর ঘরে ফিনেয়াসকে প্রসব করলেন; গোত্র অনুসারে এঁরা লেবীয়দের পিতৃকুলপতি।
26 এই যে আরোন ও মোশী, এঁদেরই কাছে প্রভু বললেন, 'তোমরা ইস্রায়েল সন্তানদের তাদের সৈন্যশ্রেণী-ক্রমে মিশর দেশ থেকে বের করে আন।'
27 এঁরাই ইস্রায়েল সন্তানদের মিশর থেকে বের করে আনবার ব্যাপারে মিশর-রাজ ফারাওর কাছে কথা বললেন। এঁরা সেই মোশী ও আরোন।
28 এই সমস্ত কিছু তখনই ঘটল, যখন প্রভু মিশর দেশে মোশীর সঙ্গে কথা বললেন;
29 প্রভু মোশীকে বললেন, 'আমিই প্রভু, আমি তোমাকে যা কিছু বলতে যাচ্ছি, সেই সমস্ত কথা তুমি মিশর-রাজ ফারাওকে বল।'
30 কিন্তু প্রভুর সাক্ষাতে মোশী বললেন, 'দেখ, আমি বাক্পটু নই; ফারাও কেমন করে আমার কথায় কান দেবেন?'