Index

যাত্রাপুস্তক - Chapter 2

1 লেবিকুলের একজন লোক গিয়ে লেবির মেয়েকে বিয়ে করল।
2 স্ত্রীলোকটি গর্ভবতী হয়ে একটি পুত্রসন্তান প্রসব করল; আর যখন দেখল শিশুটি কতই না সুন্দর ছিল, তখন তিন মাস ধরে তাকে লুকিয়ে রাখল।
3 পরে তাকে আর লুকিয়ে রাখতে না পারায় সে নলখাগড়ার তৈরী একটা ঝাঁপি নিয়ে তার গায়ে মেটে তেল ও আলকাতরা মাখিয়ে তার মধ্যে শিশুটিকে রাখল ও ঝাঁপিটা নদীর কূলে ঘন নলখাগড়ার মধ্যে রাখল।
4 আর শিশুটির কী হয়, তা দেখবার জন্য তার বোন দূরে দাঁড়িয়ে রইল।
5 আর এমনটি ঘটল যে, ফারাওর কন্যা নদীতে স্নান করতে এলেন, তাঁর অনুচারিণী যুবতীরা নদীর তীরে পায়চারি করছিল। তিনি নলখাপড়ার মধ্যে ঝাঁপিটা দেখে দাসীকে তা আনতে পাঠালেন।
6 ঝাঁপিটা খুলে দেখলেন, শিশুটি—একটি ছেলে—কাঁদছে; তার প্রতি তাঁর মায়া হল, তিনি বললেন, 'এ অবশ্যই একটি হিব্রু শিশু।'
7 তখন তার বোন ফারাওর কন্যাকে বলল, “আমি গিয়ে কি কোন হিব্রু ধাইকে আপনার জন্য ডেকে আনব? সে আপনার হয়ে শিশুটিকে দুধ খাওয়াবে।' ফারাওর কন্যা সম্মতি জানিয়ে বললেন, 'হ্যাঁ, যাও।'
8 তাই মেয়েটি গিয়ে শিশুর মাকে ডেকে আনল।
9 ফারাওর কন্যা তাকে বললেন, “তুমি এই শিশুকে নিয়ে যাও ও আমার হয়ে তাকে দুধ খাওয়াও; আমি তোমার প্রাপ্য মজুরি দেব।' তখন স্ত্রীলোকটি শিশুটিকে নিয়ে গিয়ে দুধ খাওয়াতে লাগল।
10 পরে শিশুটি বড় হলে সে তাকে নিয়ে ফারাওর কন্যাকে দিল; আর তিনি ছেলেটিকে নিজ সন্তান বলে গ্রহণ করলেন; তিনি তার নাম মোশী রাখলেন, কেননা তিনি বললেন, 'আমি তাকে জল থেকে টেনে তুলেছি।'
11 সময় অতিবাহিত হতে হতে মোশী বড় হলেন; একদিন তাঁর ভাইদের কাছে গিয়ে তিনি তাদের কঠোর পরিশ্রম লক্ষ করলেন; আবার দেখতে পেলেন, একজন মিশরীয় একজন হিব্রুকে তাঁরই ভাইদের একজনকে মারছে।
12 এদিক ওদিক তাকিয়ে তিনি যখন দেখলেন, সেখানে কেউই নেই, তখন ওই মিশরীয়কে মেরে ফেলে বালুর নিচে ঢেকে দিলেন।
13 পরদিন তিনি আবার বাইরে গেলেন, আর দেখ, দু'জন হিব্রুর মধ্যে হাতাহাতি হচ্ছে; যে দোষী, তাকে তিনি বললেন, “তোমার নিজের আপনজনকে কেন মারছ?'
14 প্রতিবাদ করে সে বলল, 'কে তোমাকে আমাদের উপরে নেতা ও বিচারকর্তা করে নিযুক্ত করেছে? তুমি যেমন সেই মিশরীয়কে হত্যা করেছ, তেমনি কি আমাকেও হত্যা করতে চাও?' তখন মোশী ভয় পেলেন, ভাবলেন, 'ব্যাপারটা নিশ্চয়ই জানাজানি হয়ে পড়েছে।'
15 ফারাও যখন একথা জানতে পারলেন, তখন মোশীকে হত্যা করতে চেষ্টা করলেন, কিন্তু মোশী ফারাওর কাছ থেকে পালিয়ে মিদিয়ান দেশে বসবাস করতে গেলেন; সেখানে গিয়ে একটা কুয়োর কাছে বসলেন।
16 মিদিয়ানের যাজকের সাত মেয়ে ছিল; তারা সেই জায়গায় এসে পিতার মেষপালকে জল খাওয়াবার জন্য জল তুলে গড়াগুলো ভরে দিল।
17 কিন্তু কয়েকজন রাখাল এসে তাদের তাড়িয়ে দিল; তখন মোশী তাদের রক্ষায় উঠে দাঁড়ালেন ও তাদের মেষপালকে জল খাওয়ালেন।
18 তারা পিতা রেউয়েলের কাছে ফিরে গেলে তিনি তাদের জিজ্ঞাসা করলেন, 'কেমন করে তোমরা আজ এত শীঘ্রই ফিরে এসেছ?'
19 তারা উত্তরে বলল, 'একজন মিশরীয় রাখালদের হাত থেকে আমাদের উদ্ধার করলেন, এমনকি আমাদের জন্য তিনি যথেষ্ট জল তুলে মেষপালকেও খাওয়ালেন।'
20 তিনি তাঁর মেয়েদের বললেন, 'তবে লোকটি কোথায়? তোমরা তাঁকে কেন একা ফেলে রেখে এসেছ? আমাদের সঙ্গে কিছুটা খেতে তাঁকে নিমন্ত্রণ কর।'
21 মোশী সেই লোকের সঙ্গে থাকতে সম্মত হলেন, আর তিনি মোশীর সঙ্গে তাঁর মেয়ে সেফোরার বিবাহ দিলেন।
22 সেফোরা একটি পুত্রসন্তান প্রসব করলেন, আর মোশী তার নাম গেশোম রাখলেন, কেননা তিনি বললেন, 'আমি বিদেশে প্রবাসী।'
23 এই দীর্ঘ দিনগুলির পর মিশর-রাজের মৃত্যু হল। ইস্রায়েল সন্তানেরা তাদের দাসত্বের কারণে আর্তনাদ ও হাহাকার করল; এবং সেই দাসত্ব থেকে তাদের চিৎকার পরমেশ্বরের কাছে ঊর্ধ্বে গেল।
24 পরমেশ্বর তাদের বিলাপের সুর শুনলেন, এবং আব্রাহাম, ইসায়াক ও যাকোবের সঙ্গে তাঁর সেই সন্ধির কথা স্মরণ করলেন।
25 পরমেশ্বর ইস্রায়েল সন্তানদের দিকে তাকালেন; পরমেশ্বর এই ব্যাপারে মনোযোগ দিলেন।