1 ইস্রায়েল সন্তানদের গোটা জনমণ্ডলী সীন মরুপ্রান্তর থেকে শিবির তুলে প্রভুর আজ্ঞামত নানা স্থান হয়ে এগিয়ে চলল, আর রেফিদিমে গিয়ে শিবির বসাল; কিন্তু সেখানে লোকদের জন্য খাবার জল ছিল না।
2 লোকেরা মোশীর সঙ্গে ঝগড়া করল : তারা বলছিল, **'আমাদের জল খেতে দাও!'** মোশী তাদের বললেন, **'কেন আমার সঙ্গে ঝগড়া করছ? কেন প্রভুকে পরীক্ষা করছ?'**
3 কিন্তু জনগণ সেই জায়গায় তেষ্টার জ্বালায় অস্থির হয়ে মোশীর বিরুদ্ধে গজগজ করল; তারা বলল **'তুমি কেন আমাদের মিশর দেশের বাইরে নিয়ে এলে? এখন আমরা, আমাদের সন্তানেরা, ও আমাদের পশুরা তেষ্টার জ্বালায় মরতে বসেছি।'**
4 মোশী চিৎকার করে প্রভুকে ডাকলেন, **'এই লোকদের নিয়ে আমি কী করব? আর একটু পরে এরা আমাকে পাথর ছুড়ে মেরে ফেলবে।'**
5 তখন প্রভু মোশীকে বললেন, **'তুমি লোকদের আগে আগে এগিয়ে যাও, ইস্রায়েলের কয়েকজন প্রবীণকেও সঙ্গে নাও; আর সেই যে লাঠি দিয়ে তুমি নদীতে আঘাত হেনেছিলে, তা হাতে করে এগিয়ে চল।
6 দেখ, আমি হোরেবে সেই শৈলের উপরে তোমার প্রজ্ঞা সামনে দাঁড়াব ; সেই শৈলে আঘাত হান, আর তা থেকে জল বেরিয়ে আসবে আর জনগণ তা খেতে পারবে।'** মোশী ইস্রায়েলের প্রবীণদের চোখের সামনে সেইমত কাজ করলেন।
7 তিনি সেই জায়গার নাম **মাস্সা ও মেরিবা** রাখলেন, কারণ ইস্রায়েল সন্তানেরা ঝগড়া করেছিল ও প্রভুকে এই বলে পরীক্ষা করেছিল : **'প্রভু কি আমাদের মধ্যে আছেন, না কি নেই?'**
8 তখন আমালেকীয়েরা এসে রেফিদিমে ইস্রায়েলকে আক্রমণ করল।
9 মোশী যোশুয়াকে বললেন, **'তুমি আমাদের জন্য লোক বেছে নিয়ে আমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়। আগামীকাল আমি পরমেশ্বরের লাঠি হাতে করে পর্বতচূড়ায় দাঁড়াব।**'
10 যোশুয়া মোশীর কথামত কাজ করলেন, তিনি আমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করলেন, আর একই সময়ে মোশী, আরোন ও হুর পর্বতচূড়ায় গিয়ে উঠলেন।
11 তখন এমনটি ঘটল যে, মোশী যখন হাত তুলে রাখতেন, তখন ইস্রায়েল জয়ী হত, কিন্তু মোশী হাত নামালে আমালেক জয়ী হত।
12 কিন্তু মোশীর হাত ভারী হতে লাগল, তাই ওঁরা একটা পাথর এনে তাঁর নিচে রাখলেন, আর তিনি তার উপরে বসলেন; একই সময়ে আরোন ও হুর একজন এক পাশে ও অন্যজন অন্য পাশে তাঁর হাত উচ্চ করে ধরে রাখলেন; এভাবে সূর্যাস্ত পর্যন্ত তাঁর হাত দু'টো স্থির থাকল।
13 যোশুয়া খড়্গের আঘাতে আমালেক ও তার লোকদের পরাজিত করলেন।
14 তখন প্রভু মোশীকে বললেন, **'এর স্মরণার্থে তুমি একথা এক পুস্তকে লিখে রাখ, এবং যোশুয়ার কানে শোনাও, কারণ আমি আকাশের নিচ থেকে আমালেকের নাম নিঃশেষে মুছে ফেলব।'**
15 মোশী একটি বেদি গেঁথে তার নাম **প্রভুই-আমার-জয়ধ্বজা** রাখলেন।
16 তিনি বললেন, **'প্রভুর জয়ধ্বজা হাতে ধর! আমালেকের বিরুদ্ধে প্রভুর যুদ্ধ পুরুষানুক্রমেই চলবে।'**