Index

যাত্রাপুস্তক - Chapter 40

1 প্রভু মোশীকে বললেন,
2 'তুমি প্রথম মাসের প্রথম দিনে আবাসটি, অর্থাৎ সাক্ষাৎ- তাঁবু স্থাপন করবে।
3 তার মধ্যে সাক্ষ্য-মঞ্জুষা রেখে পরদা টাঙিয়ে মঞ্জুষাটি আড়াল করে দেবে।
4 ভোজন-টেবিল ভিতরে এনে তার উপরে যা সাজাবার তা সাজিয়ে রাখবে, এবং দীপাধার ভিতরে এনে তার প্রদীপগুলো জ্বালিয়ে দেবে।
5 সোনার ধূপবেদি সাক্ষ্য-মঞ্জুষার সামনে রাখবে, এবং আবাসের প্রবেশদ্বারে পরদা টাঙিয়ে দেবে।
6 আবাসের দ্বারের সামনে, অর্থাৎ সাক্ষাৎ-তাঁবুর প্রবেশদ্বারের সামনে আহুতি-বেদি রাখবে।
7 সাক্ষাৎ-তাঁবু ও বেদির মাঝখানে প্রক্ষালনপাত্র বসিয়ে তার মধ্যে জল দেবে।
8 চারদিকের প্রাঙ্গণ প্রস্তুত করবে, ও প্রাঙ্গণের প্রবেশদ্বারে পরদা টাঙিয়ে দেবে।
9 অভিষেকের তেল নিয়ে আবাস ও তার মধ্যে যা কিছু রয়েছে, সবই অভিষিক্ত করে আবাস ও আবাস-সংক্রান্ত সবকিছু পবিত্রীকৃত করবে।
10 তুমি আহুতি-বেদি ও তা সংক্রান্ত সমস্ত পাত্র তেল দিয়ে অভিষিক্ত করে আহুতি-বেদি পবিত্রীকৃত করবে : এভাবে সেই বেদি অধিক পবিত্র হবে।
11 তুমি প্রক্ষালনপাত্র ও তার খুরা তেল দিয়ে অভিষিক্ত করে পবিত্রীকৃত করবে।
12 পরে তুমি আরোনকে ও তার সন্তানদের সাক্ষাৎ তাঁবুর প্রবেশদ্বারে এনে জলে স্নান করাবে।
13 আরোনকে পবিত্র পোশাকগুলো পরিধান করাবে এবং তাকে তৈলাভিষিদ্ধ করে পবিত্রীকৃত করবে; এভাবে সে আমার উদ্দেশে যাজকত্ব অনুশীলন করবে।
14 তার সন্তানদেরও এনে অঙ্গরক্ষিণী পরিধান করাবে।
15 তাদের পিতাকে যেমন তৈলাভিষিক্ত করেছ, সেইমত তাদেরও তৈলাভিষিক্ত করবে; এভাবে তারা আমার উদ্দেশে যাজকত্ব অনুশীলন করবে। সেই অভিষেক পুরুষানুক্রমে চিরস্থায়ী যাজকত্বে তাদের নিযুক্ত করবে।'
16 প্রশ্ন তাঁকে যেমন আজ্ঞা দিয়েছিলেন, মোশী সেই অনুসারে সবকিছু করলেন।
17 দ্বিতীয় বছরের প্রথম মাসের প্রথম দিনে আবাসটি স্থাপিত হল।
18 মোশী নিজেই আবাসটি স্থাপন করলেন, তার ভিত্তি ফলক বসালেন, বাতাগুলো ঠিক জায়গায় দিলেন, আড়কাটগুলো স্থির করলেন ও তার স্তম্ভগুলো দাঁড় করালেন।
19 পরে আবাসটির উপরে আচ্ছাদন-বস্ত্র পেতে দিলেন, এবং আচ্ছাদন-বস্ত্রের উপরে চাঁদোয়া দিলেন—যেমনটি প্রশ্ন মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
20 তিনি সাক্ষ্যলিপি নিয়ে তা মঞ্জুষার মধ্যে রাখলেন, মঞ্জুষাতে বহনদণ্ড লাগালেন, এবং মঞ্জুষার উপরে প্রায়শ্চিত্তাসন রাখলেন :
21 পরে আবাসের মধ্যে মঞ্জুষা আনলেন ও আড়াল-পরদাটা টাঙিয়ে সাক্ষ্য-মঞ্জুষা আড়াল করে দিলেন— যেমনটি প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
22 তিনি আবাসের ডান পাশে পরদার বাইরে সাক্ষাৎ-তাঁবুতে ভোজন- টেবিল বসালেন,
23 এবং তার উপরে প্রভুর সামনে রুটি সাজিয়ে রাখলেন- যেমনটি প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
24 উপরন্তু তিনি সাক্ষাৎ-তাঁবুতে টেবিলের সামনে আবাসের পাশে দক্ষিণ দিকে দীপাধার রাখলেন,
25 এবং প্রভুর সামনে প্রদীপগুলো জ্বালালেন — যেমনটি প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
26 পরে তিনি সাক্ষাৎ-তাঁবুতে পরদার সামনে স্বর্ণবেদি রাখলেন,
27 এবং তার উপরে সুগন্ধি ধূপ জ্বালালেন— যেমনটি গ্রন্থ মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
28 শেষে তিনি আবাসের প্রবেশদ্বারে পরদা টাঙিয়ে দিলেন।
29 তিনি সাক্ষাৎ-তাঁবু, অর্থাৎ আবাসের প্রবেশদ্বারে আহুতি বেদি রেখে তার উপরে আহুতিবলি ও অর্ঘ্যটি উৎসর্গ করলেন— যেমনটি প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
30 পরে তিনি সাক্ষাৎ-তাঁবু ও বেদির মাঝখানে প্রক্ষালনপাত্র রেখে তার মধ্যে প্রক্ষালনের জন্য জল দিলেন।
31 তা থেকে মোশী, আরোন ও তাঁর সন্তানেরা নিজ নিজ হাত-পা ধুয়ে নিতেন :
32 তাঁরা যখন সাক্ষাৎ-তাঁবুতে প্রবেশ করতেন, কিংবা বেদির কাছে এগিয়ে যেতেন,, সেসময়েই ধুয়ে নিতেন—যেমনটি প্রভু মোশীকে আজ্ঞা দিয়েছিলেন।
33 অবশেষে তিনি আবাস ও বেদির চারদিকে প্রাঙ্গণ প্রস্তুত করলেন, এবং প্রাঙ্গণের প্রবেশদ্বারের পরদা টাঙিয়ে দিলেন। এইভাবে মোশী কাজ সমাপ্ত করলেন।
34 তখন মেঘটি সাক্ষাৎ-তাঁবু ঢেকে দিল, এবং আবাসটি প্রভুর গৌরবে পরিপূর্ণ হল।
35 মোশী সাক্ষাৎ-তাঁবুতে প্রবেশ করতে পারলেন না, কারণ মেঘটি তার উপরে অধিষ্ঠিত ছিল, এবং আবাসটি প্রভুর গৌরবে পরিপূর্ণ ছিল।
36 ইস্রায়েল সন্তানেরা যাত্রাপথে যে যে জায়গায় গিয়ে থামত, সেখান থেকে তখনই আবার রওনা হত, যখন মেঘ আবাসের উপর থেকে সরে যেত।
37 যদি মেঘ ঊর্ধ্বে না যেত, তাহলে ঊর্ধ্বে না যাওয়া পর্যন্ত তারা রওনা হত না।
38 কেননা তাদের সমস্ত যাত্রাপথে গোটা ইস্রায়েলকুলের দৃষ্টিগোচরে দিনের বেলায় প্রভুর মেঘ আবাসটির উপরে অধিষ্ঠিত থাকত এবং রাত্রিবেলায় একটি আগুন তার মধ্যে জ্বলত।