Index

যাত্রাপুস্তক - Chapter 36

1 তাই পবিত্রধাম নির্মাণ সংক্রান্ত কাজগুলো কীরূপে করতে হবে, তা জানতে প্রভু যাঁদের প্রজ্ঞা ও সুবুদ্ধি দিয়েছিলেন, বেজালেল ও অহলিয়াবের সঙ্গে সেই সকল প্রজ্ঞাবান শিল্পী প্রভুর আজ্ঞা অনুসারে সেইসব কাজ করবেন।'
2 পরে মোশী সেই বেজালেল ও অহলিয়াবকে এবং প্রভু যাঁদের হৃদয়ে প্রজ্ঞা দিয়েছিলেন, সেই অন্য সকল শিল্পীদের ডাকলেন, অর্থাৎ সেই কাজ করার জন্য এগিয়ে আসতে যাঁদের মনে প্রেরণার উদয় হয়েছিল, তাঁদের ডাকলেন।
3 তাই ইস্রায়েল সন্তানেরা পবিত্রধাম নির্মাণ সংক্রান্ত কাজ সম্পন্ন করার জন্য যে সমস্ত অবদান এনেছিল, তাঁরা মোশীর হাত থেকে তা গ্রহণ করলেন। এমনকি, লোকেরা তখনও প্রতি সকালে স্বেচ্ছাকৃত আরও উপহার আনছিল।
4 তখন পবিত্রধাম নির্মাণ সংক্রান্ত সমস্ত কাজে নিযুক্ত শিল্পীরা নিজ নিজ কাজ ছেড়ে
5 মোশীর কাছে এসে বললেন, 'প্রভু যা যা রচনা করতে আজ্ঞা দিয়েছেন, লোকেরা তার জন্য অতিরিক্ত : বেশি জিনিস আনছে।'
6 তাই মোশী আজ্ঞা দিয়ে শিবিরের সর্বত্র একথা ঘোষণা করে দিলেন যে, পুরুষ বা মহিলা যেন পবিত্রধামের জন্য আর কোন উপহার না আনে। এইভাবে অন্য উপহার আনতে লোকদের বাধা দেওয়া হল,
7 কেননা লোকেরা ইতিমধ্যে যা যা দান করেছিল, সমস্ত কাজ সম্পন্ন করার জন্য তা যথেষ্ট, এমনকি প্রয়োজনের অতিরিক্তই ছিল।
8 কাজে নিযুক্ত সকল শিল্পীর মধ্যে সবচেয়ে প্রজ্ঞাবান যাঁরা, তাঁরা আবাস নির্মাণ করলেন: বেজালেল পাকানো শুভ্র ক্ষোম-সুতো, এবং নীল, বেগুনি ও সিঁদুরে-লাল সুতোয় কাটা দশটা কাপড় দিয়ে তা করলেন; সেই কাপড়গুলিতে খেরুবদের প্রতিকৃতি আঁকা ছিল— সত্যি শিল্পীরই কারুকাজ!
9 প্রতিটি কাপড় আটাশ হাত লম্বা ও চার হাত চওড়া— সমস্ত কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ একই ছিল।
10 তিনি তার পাঁচটা কাপড় একসঙ্গে যোগ করলেন, এবং অন্য পাঁচটা কাপড়ও একসঙ্গে যোগ করলেন।
11 জোড়ের অন্ত-স্থানে প্রথম কাপড়ের মুড়াতে নীল রঙ ঘুন্টিঘরা করলেন, এবং দ্বিতীয় জোড়ের অন্ত স্থানে কাপড়ের মুড়াতেও তেমনি করলেন।
12 প্রথম কাপড়ে পঞ্চাশ ঘুণ্টিঘরা করলেন, এবং দ্বিতীয় জোড়ের অন্ত-স্থানে কাপড়ের মুড়াতেও পঞ্চাশ ঘুন্টিঘরা করলেন; সেই দুই ঘুন্টিঘরাশ্রেণী পরস্পরমুখী হল।
13 তিনি সোনার পঞ্চাশটা দৃষ্টি গড়ে সেই ঘুন্টিতে কাপড়গুলো পরস্পর জোড়া দিলেন ; ফলে তা একটামাত্র আবাস হয়ে দাঁড়াল।
14 পরে তিনি আবাসের উপরে তাঁবু দেবার জন্য ছাগলোম-জাতীয় কাপড়গুলো প্রস্তুত করলেন : এগারোটা কাপড় প্রস্তুত করলেন।
15 তার প্রতিটি কাপড় ত্রিশ হাত লম্বা ও চার হাত চওড়া : এগারোটা কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ একই ছিল।
16 তিনি পাঁচটা কাপড় পৃথক করে জোড়া দিলেন, ও আরও ছ'টা কাপড় পৃথক করে জোড়া দিলেন;
17 জোড়ের অন্ত-স্থানে প্রথম কাপড়ের মুড়াতে পঞ্চাশটা ঘুন্টিঘরা করলেন, এবং দ্বিতীয় জোড়ের অন্ত-স্থানে কাপড়ের মুড়াতেও পঞ্চাশটা ঘুন্টিঘরা করলেন।
18 জোড় দিয়ে একটামাত্র তাবু করার জন্য ব্রঞ্জের পঞ্চাশটা ঘুণ্টি গড়লেন।
19 আচ্ছাদন-বস্ত্রের জন্য রক্তলাল করা ভেড়ার চামড়ার এক চাঁদোয়া, আবার তার উপরে সিন্ধুঘোটকের চামড়ার এক চাঁদোয়া প্রস্তুত করলেন।
20 পরে তিনি আবাসের জন্য বাবলা কাঠের দাঁড় করানো বাতাগুলো তৈরি করলেন।
21 এক একটা বাতা দশ হাত লম্বা ও প্রত্যেকটা বাতা দেড় হাত চওড়া।
22 প্রতিটি বাতায় পরস্পর সংযুক্ত দুই দুই পায়া ছিল; এইভাবে তিনি আবাসের সকল বাতা প্রস্তুত করলেন।
23 তাই তিনি আবাসের জন্য বাতাগুলো প্রস্তুত করলেন: দক্ষিণদিকে দক্ষিণ পাশের জন্য কুড়িটা বাতা,
24 আর সেই কুড়িটা বাতার নিচে রুপোর চল্লিশটা চুঙি গড়লেন, এক বাতার নিচে তার দুই পায়ার জন্য দুই চুঙি, এবং অন্য অন্য বাতার নিচেও তাদের দুই দুই পায়ার জন্য দুই দুই চুঙি গড়লেন।
25 আবাসের দ্বিতীয় পাশের জন্য উত্তরদিকে কুড়িটা বাতা
26 আর সেগুলোর জন্য রুপোর চল্লিশটা চুঙি গড়ে দিলেন; এক বাতার নিচেও দুই দুই চুঙি ও বাকি সকল বাতার নিচেও দুই দুই চুঙি হল।
27 আর পশ্চিমদিকে আবাসের পশ্চাদ্ভাগের জন্য ছ'খানা বাতা প্রস্তুত করলেন।
28 আবাসের সেই পশ্চাদ্ভাগের দুই কোণের জন্য দু'খানা বাতা রাখলেন।
29 সেই দুই বাতার নিচে দোহারা ছিল, এবং সেইভাবে মাথাতেও প্রথম কড়ার কাছে অখণ্ড ছিল; এইভাবে তিনি দুই কোণের বাতা বেঁধে দিলেন।
30 তাতে আটখানা বাতা, ও সেগুলোর রুপোর ষোলটা চুঙি হল ; এক এক বাতার নিচে দুই দুই চুঙি হল।
31 পরে তিনি বাবলা কাঠের আড়কাট প্রস্তুত করলেন, আবাসের এক পাশের বাতার জন্য দিলেন পাঁচটা আড়কাট, আবাসের অন্য পাশের বাতার জন্যও পাঁচটা আড়কাট,
32 এবং পশ্চিমদিকে আবাসের পশ্চাদ্ভাগের বাতার জন্য পাঁচটা আড়কাট।
33 মধ্যবর্তী আড়কাটকে বাতাগুলির মধ্যস্থান দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তার করলেন।
34 তিনি ওই বাতাগুলি সোনায় মুড়ে দিলেন, এবং আড়কাটের ঘর হবার জন্য সোনার কড়া গড়ে আড়কাটটাও সোনা দিয়ে মুড়ে দিলেন।
35 পরে তিনি নীল, বেগুনি ও সিঁদুরে লাল সুতো এবং পাকানো শুভ্র ক্ষোম-সুতো দিয়ে একটা পরদা প্রস্তুত করলেন; তাতে খেরুবদের প্রতিকৃতি এঁকে দিলেন—সত্যি শিল্পীরই কারুকাজ !
36 তার জন্য তিনি বাবলা কাঠের চারটে স্তম্ভ তৈরি করে সোনায় মুড়ে দিলেন; এবং সেগুলির আঁকড়াও সোনার করলেন, এবং তার জন্য রুপোর চারটে চুঙি ঢালাই করলেন।
37 পরে তিনি তাঁবুর দরজার জন্য নীল, বেগুনি ও সিঁদুরে লাল সুতো ও পাকানো শুভ্র ক্ষোম-সুতো দিয়ে নকশি দ্বারা পরিশোভিত একটা পরদা প্রস্তুত করলেন।
38 সেই পরদার জন্য পাঁচটা স্তম্ভ ও সেগুলির আঁকড়া করলেন, এবং ওগুলোর মাথলা ও শলাকা সোনায় মুড়ে দিলেন, কিন্তু সেগুলির পাঁচটা চুঙি ব্রঞ্জ দিয়ে গড়লেন।